আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভাল। সবাইকে আবারও ঈদের শুভেচ্চা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমি যেই বিষয়টি শেয়ার করব তাহল কিভাবে একটি জিমেইলের সাহায্যে একই সাইটে একাধিক অ্যাকাউন্ট খোলা যায়। প্রায়ই আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একাধিক অ্যাকাউন্টের প্রযোজন হয়। ব্যক্তিগতভাবে আমি আমার ওয়েবসাইটের জন্য একটি টুইটার অ্যাকাউন,আমার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট এবং অন্য আরও ২ টি টুইটার অ্যাকাউন্ট চালাই। প্রতিটি সোশ্যাল নেটওয়ার্ক আইডি এর জন্যই আলাদা আলাদা ইমেইল অ্যাকাউন্ট লাগে এই বিষয়টি সবাই ই জানি। আজকে আমরা দেখবো কিভাবে একটি মাত্র জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে যেকোন সাইটে অানলিমিটেড অ্যাকাউন্ট তৈরী করা যায়।
যে কোন জিমেইল ব্যবহারকারীর দুটি জিমেইল অ্যাকাউন্ট থাকে এটি হয়ত অনেকেই জানেন। একটি হচ্ছে @gmail.com এবং অন্যটি হচ্ছে @googlemail.com। ফেইসবুকে ব্যাতীত অন্য যেকোন সাইটে আপনি খুব সহজে একই ইমেইল মানে একটি gmail এবং অন্যটি googlemail ব্যবহার করে দুটি আইডি খুলতে পারবেন এমনকি টুইটারেও।
আর একটি উপায়ে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন। যেমন ধরুন আপনার আইডি হচ্ছে [email protected]। আপনি চাইলে [email protected], আবার [email protected] অর্থ্যাত আপনার ইউজার নেইমের যেকোন জায়গায় ডট(.) বসিয়ে নতুন আরএকটি ইমেইল পেয়ে যাবেন।
যে সকল সাইটে মেইল কনফার্মেশন প্রয়োজন হয় তার অধিকাংশ সাইটের খুলতে পারবেন। বিশ্বাস না হলে অন্য কোন ইমেইল আইডি থেকে নিজের মেইলের ইউজার নেইমের শেষে @googlemail.com বা ইউজার নেইমের যে কোন জায়গায় ডট (.) বসিয়ে মেইল করে দেখুন। ধন্যবাদ। এই টিউনটির জন্য সাহায্য নেওয়া হয়েছে itshikkha ওয়েবসাইট থেকে।
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।