বন্ধুরা সবাই কেমন আছেন? আমি প্রযুক্তি পাগর(দিপ্ত পাল) আনেক দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের কিছু টিপস্ দিবো যার মাধ্যমে আপনারা ইন্টারনেটের সকল প্রকার বিজ্ঞাপন থেকে মুক্তি পাবেন। এমনকি Google Adsense, Youtube Add, Amazone add, Gree & Rad সহ Techtunes(দুঃখিত, নীতিমালা ভঙ্গ করলে মাপ করে দিবেন) এও কোন বিজ্ঞাপন দেখাবে না।
AddBlockPlus বিজ্ঞাপন বন্ধ করার সবচেয়ে ভালো add-one for Firefox and Chrome. Download =>
এটি youtube সহ যে কোন ওয়েবসাইটের বিজ্ঞাপন বন্ধ করবে এবং আপনার ইন্টারনেট বল বাচাতে সাহায্য করবে। বর্তমানে আমরা আনেকই দেখা যাই পিসিতে ১জবি নেট নিয়ে আল্প সময় ব্রাইজ করে দেখি সব ডাটা শেষ এবং প্রয়োজনের আতিরিক্ত বিজ্ঞাপন দেখা যায়। এছাড়া আমরা আনেকেই ইউটাবে বিভিন্ন ভিডিও দেখি, মুভি বা নাটক দেখার সময় পুরো স্কিন বিজ্ঞাপনে ঢেকে যায়। আনেক সময় আমারা বিরক্ত হয়ে আনেক সাইট দেখা বন্ধ করে দেই। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাদের এটি কাজে লাগবে।
দেখুন টেকটিউন এও কেন বিজ্ঞান দেখাচ্ছে না।
Facebook add block add-one Firefox এর জন্য একটি কায্যকারী softower.
দেখুন ফেসবুকে কোন বিজ্ঞান দেখাচ্ছে না।
এছাড়া পপ-আপ বিজ্ঞান বন্ধ করার জন্য add block plus pop-up add-one একটি ভালো softower.
ধণ্যবাদ, ভালো থাকবেন
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
আহ…এখন চারদিকে শুধু শান্তি, কোন ঝামেলা নাই।