National ID দিয়ে ফেসবুকের User Name পরিবর্তন করুন যখন ইচ্ছে, যতবার ইচ্ছে! বোনাস হিসেবে থাকছে Editable ID Card!!

আচ্ছালামু আলাইকুম।

সবাইকে মাহে রমযানের শুভেচ্ছ। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক একাউন্ট নেই এমন ব্যক্তি খুঁজতে আমাজন জঙ্গল ঘুরে আসতে হবে। আর কারণে-অকারণে ফেসবুক ইউজার নেম পরিবর্তন ‍একটি ডিজিটাল সামাজিক ব্যধি। কিন্তু দুঃখের বিষয় ফেসবুক কর্তৃপক্ষ নাম পরিবর্তনের একটি লিমিটেশন সেট করে দিয়েছে। ফলে একজন একাউন্ট হোল্ডার সর্বোচ্চ পাঁচ বার ইউজার নেম পরিবর্তন করতে পারে। তাও একবার নাম পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয় নূন্যতম ষাট দিন। কিন্তু আপনি চাইলে সহজেই ফেসবুকের এই লিমিটেশন ক্রস করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে। কাজটি আপনি মোবাইল কিংবা পিসি উভয়টি দিয়েই করতে পারেন। আমি এন্ড্রয়েড সেট দিয়ে করে দেখালাম।

প্রথমেই ব্ল্যাঙ্ক আইডি কাডর্টি ডাউনলোড করে নিন।

অথবা

অতপর নিচের ছবিটি অনুসরণ করে এডিট করুন।

বি:দ্র:- নামের ক্ষেত্রে আপনি বর্তমান নাম পরিবর্তন করে যেটি দিতে চান সেটি বাংলায় এবং ইংরেজীতে যে বানানে দিতে চান সে বানানে লিখুন এবং জন্ম তারিখ অবশ্যই ফেসবুকের সাথে মিলিয়ে দিন।

অতপর এই লিংকে ক্লিক করুন

এবার যে নামে পরিবর্তন করতে চান, তা দিয়ে  ফর্মটি ফিল-আপ করুন।

Reason for change এ যে কোন একটি অপশন নির্বাচন করুন। (টিপস: যদি এক ভাষা থেকে অন্য ভাষায় change করেন তবে language change অন্যথায় Others সিলেক্ট করুন)

এবার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ স্টেপ অর্থাৎ আপনার এডিটকৃত National ID Card টি আপলোডে দিয়ে Send এ ক্লিক করুন।

সফলভাবে Sent হলে নিচের ছবির মতো দেখাবে।

এবার ফেসবুক কর্তৃপক্ষ আপনার কেস রিভিউ করে নিজেরাই নাম পরিবর্তন করে দিবে। পরিবর্তন করার পর নিচের মতো নোটিফিকেশন দিবে।

 **নাম পরিবর্তিত হতে 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা কিংবা তারও বেশি সময় নিতে পারে। আপনার রিকোয়েষ্টের কি অবস্থা তা জানতে সেটিন্স মেনু থেকে সাপোর্ট ড্যাসবোর্ডে ক্লিক করুন।

যদি ID Card এডিট করতে কারো সমস্যা হয়, তাহলে নাম, ছবি ও জন্ম তারিখ [email protected] এ ঠিকানায় মেইল করুন। আমি করে দিতে চেষ্টা করবো।

সকলের সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারো কোন টিউন নিয়ে হাজির হবো। Happy Changing...

ফেসবুকে আমি

Level 0

আমি মিজান গফুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমাকে করে দেন প্লিজ। আমি মেইল করেছি

    ওকে, পিসিতে বসলে করে দিব। থ্যাংকস ফর টিউমেন্ট।

Level 0

vai boro bipod e asi…..amk bolsilo je id upload korte…ami ultapalta ekta upload kore disilam nd ekhn 5 din hoye gese case pending nd fb o use kora jacche na

    ID Card এর সাথে যে নামে পরিবর্তন করবেন তার মিল থাকলে সহজেই করে দেয়। আমারটা একদিনে হয়েছিলো। ID Card টা এডিট করে দিন। পিসি না থাকলে আমাকে মেইল করুন। ধন্যবাদ।

আমি আমার একটা আইডির জন্মতারিখ কি দিছি ভূলে গেছি। এখন এটা ফেরত পাব কিভাবে?

    লগ-ইন করে প্রোফাইলে দেখুন। পেয়ে যাবেন। আপনার সমস্যাটা বুঝিনি! আপনি কি নাম পরিবর্তন করতে পারছেন না নাকি ID তে Access পাচ্ছেন না?

ভাই আপনাকে আমার একটা আইডি এডিটের জন্য। ইল করেছি

    জোবাইর ভাই, আপনারটা করে দিয়েছি। মেইল চেক করুন।

ব্ল্যাঙ্ক আইডি কাডর্টি এর ডাউনলোড লিনক কই পাইলাম না।অসাধারন টিউন

যারা যারা মেইল করেছেন, তাদেরকে রিপ্লাই করেছি। মেইল চেক করে দেখেন।

ID Card এর যে দুটি ছবি প্রথমে আছে তা ডাউনলোড অথবা সেভ করে এডিট করে নিন। আমি PSD ফাইল আপলোড করিনি, কারণ তখন অনেকেই এটার মিস ইউজ করতে পারেন!

ভাই এডিট করার জন্য কোন ফন্ট ব্যাবহার করব?

    বাংলার জন্য SutonnyMJ এবং ইংরেজির জন্য Helvetica তবে আপনি যদি মোবাইল দিয়ে এডিট করেন কিংবা এই ফন্টগুলি আপনার না থাকে তবে যে কোন ফন্ট ব্যবহার করলেই চলবে। ফেসবুক এতকিছু দেখবে না কেবল আপনার নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখবে।

Blank ID Card Link den plz

vai amer nam birth mail korce…
ar akta kotha amer id disable kore dice….ei karone… etar kicu kora jabe…
ar vai a amer id card patia dean…plz..

    যারা মেইল করেছে তাদের সবাইকে করে দিয়েছি। আপনি কি নামে দিয়েছেন জানি না। আপনি কি পেয়েছেন ৥প্রিন্স রিয়াদ

ami pai nay…..
onek kicu…lika ace… bt ID Card koy…photo nay…

ami pai nay… vai…
মিজান গফুর

ভাই মোবাইল এই প্রবলেম থাকার কারনে মেইল করতে পারলাম না।আপনাকে ফেসবুকে sms দিছি।

    আপনারটা করে দিলাম৥শাহাদাত হোসেন। আপনার নামটা যেন কি ছিল……..?? ও মনে পড়েছে “দক্ষিনা বাতাসে লুঙ্গি উরে আকাশে” অসাধারণ!!!

ভাই আমার তো অন্য বিপদ্‌,… https://www.techtunes.io/help-ask/tune-id/365963 এই লিঙ্কটা দেখেন প্লিস…। আর কন সমাধান থাকলে ০১৭৩৮৫৫২১৬১ নাম্বার এ কল দিয়েন,আমি ব্যাক করবো।।

Level 0

[email protected]

pls vai amake id card ar blank copy ta den,, khub dorkar….. pls pls . its emergency

Level 0

with backside.. pls bro. its very emergency

ভাইয়া আমাকে একটু কষ্ট করে ইডিট করে দিবেন প্লিজ