ফেইসবুকের ফটো ভেরিফিকেশন খুলুন খুব সহজেই।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন।অনেক দিন ধরে ভাবছি একটি টিউন করবো, কিন্তু সময় পাচ্ছিলাম না।আজ হাতে সময় নিয়ে টিউন করতে বসলাম।শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে  আমি আজকে কি ব্যাপার নিয়ে টিউন করবো।তাহলে কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

আপনার যা যা লাগবেঃ-

১. এন্ড্রোয়েড ফোন

২. ইন্টারনেট কানেকশন

৩. একটি এপ্স লাগবে, যার নাম One Click Vpn.

আপনি সর্বপ্রথম One Click Vpn এপ্সটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, ডাউনলোড করা শেষ হলে তারপর এপ্সটি চালু করুন। তারপর জাপানের একটি আইপি কানেক্ট করুন।কানেক্ট হলে এই রকম দেখাবে "Connected, enjoy!". তারপর অপেরা মিনিতে ঢুকে এই ওয়েবসাইটটি লিখুন http://m.facebook.com. তারপর আপনি আপনার ভেরিফিকেশন হওয়া আইডি লগ ইন করুন। তারপর নাম্বার সিলেক্ট করার জন্য কান্ট্রি লিস্ট এ গিয়ে "Bangladesh" সিলেক্ট করুন।তারপর আপনার নাম্বার চাইবে, আপনি আপনার ফোন নাম্বারটি দিন। যে ফোন নাম্বারটি দিবেন, তাতে একটি ভেরিফিকেশন কোড আসবে।কোড আসলে সেটা কোডের জায়গায় বসিয়ে দিন।তারপর "Confirm" এ ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। ইচ্ছে নাম্বারের পরিবর্তে সেটা মেইল দিয়ে ভেরিফিকেশন করতে পারেন।সে অপশনটা মোবাইল নাম্বার দেওয়ার নিচেই মেইল দেবার অপশন রয়েছে।

অনেক কষ্ট করে টাইম নিয়ে এই পোস্টটি টিউন করলাম।আমি ক্লাস নাইনে পড়ি, সায়েন্স নিছি, তাই সবসময় পড়াশোনার উপর থাকতে হয়।তাই আজকে হাতে সময় নিয়ে এই পোস্টটি টিউন করলাম।

দয়া করে কেউ এই পোস্টটি কপি করবেন না। যদি করেন, তাহলে দয়া করে আমার ক্রেডিট টি দিয়ে দিবেন।

কারো যদি আমার টিউনটি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

ভালো থাকবেন সবাই।

Level 0

আমি akbarhossainjoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ কি হবে নাকি

@সেন্সকাই পলাশঃ জ্বী, অবশ্যই কাজ হবে ভাই। আমি নিজেও ট্রাই করেছি 🙂

Many many thanks Bro for this tricks. Its really working.

কিছুই বুঝলাম না !

@ফিরোজ খানঃ স্বাগতম 🙂

@ডিএম নাহিদঃ এতো সুন্দর করে, ক্লিয়ার করে টিউন করলাম। না বুঝার কি আছে? 🙁

হুমম আপনাকে ধন্যবাদ। আর এটা কাজ করে এতে কোন সন্দেহ নেই

ধন্যবাদ … আপনাকে….. akbarhossainjoy

@সোয়েব ইসলামঃ স্বাগতম 🙂

@মোহাইমিনুল ইসলাম রাজীবঃ স্বাগতম 🙂