কম্পিউটার বন্ধ করুন দ্রুত গতিতে…

Hi techtuners......

সবাই ই তারাতারি কম্পিটার অফ করতে চান।কিন্তু কম্পিটার বন্ধ হতে অনেক সময় লাগে। তারাতারি কম্পিতার বন্ধ করতে নিচের পদ্ধতি

অনুসরন করুন।

এক টা নতুন পeেইজ আসবে।এখন নিচে খেয়াল করুন

HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control> WaitToKillService...

and double on it and Reduce volumn data from 2000 to 200 and Press ok.

আমার প্রথম লেখ। Picture  এ ক্লিক করুন...তাহলে বড় করে দেখা যাবে

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যে নাম গুলো দেয়া আছে সেগুলি একটার পর একটা অনুসরন করুন

hmmm….khub beshi purono tricks kintu khub e kajer.i hope shobar kaje lagbe. dhonnobad

    Level 0

    ধন্যবাদ মুকুট ভাই । ধরেন এই লেখা টা আমি pdf করবো , তাহলে কি করতে হবে জানালে খুশি হব।

    khub easy. likhata word a copy korun. word to pdf converter diye pdf kre felun. converter lagle blen ami mail kori. apne Solid Converter PDF v4 download koren ami key dite parbo patch o dite parbo. aita onek valo kaj kore.

    Level 0

    পাতা ভাই ভাল একটা all Converter দেন। মিডিয়া ফায়ার হলে ভাল হয় ([email protected]). আর comet bird ব্রাউজারে DAP পাইনা IDM পাই ,এ ব্যাপারে পারলে সাহায্য করবেন ।আমার কাছে comet bird browser টা ভাল লাগে, কারন এর স্পিড ভাল।

Level 0

ছবি টা না আসলে দুঃক্ষিত। আমি জানি এটা অনেক পুরান টিপস .।কিন্তু অনেকেই জানেনা.।তাই দিলাম।

    সেটাওতো কথা, এক্সপি যেহুতো পুরান ট্রিকক্স তো পুরান ই হবে তাই না? আর মেইন কথা হলো পুরান বলতে কিছু নাই। আমার কাছে যা পুরান অন্যজনের কাছে নতুন, আমার কাছে নতুন অন্যজনের পুরান। তাই না? সো, তা নিয়ে ভাবার কিছু নাই। আমি কিছু মিন করে বলি নাই। ভুল বুইঝেন না। আপনার নিক দেখছিলাম প্রথম আলো ব্লগে, সবাই আপনাকে চিনে, আমার সাথে কথা হয় নাই। তাই একটু নেগেটিভ বলে দেখলাম আপনার ব্যবহার টা…।হাহাহাহহা..ভালো লাগলো।
    খুব ভালো থাকুন ধন্যবাদ।

আমি এই ট্রিক ব্যবহারের পক্ষে না। পিসি অফ করার সময় একটা প্রোসেসকে ন্যূনতম সময় দেয়া উচিত যাতে তাকে সাটডাউন মেসেজ দেবার পর বন্ধ হতে কিছুটা সময় পায়। যেমন এন্টিভাইরাসের অফ হতে একটু সময় বেশি লাগে সাধারনত। এর চেয়ে কম সময় দিলে যেটা হবে তার সেটিংস সেভ করতে ও প্রোসেস ঠিকমত বন্ধ করার আগেই ওএস তাকে কিল করবে। আর এটা ওএস এর সার্ভিস হলে তো সমস্যা হওয়াটায় স্বাভাবিক। এই ভ্যালুটা এমএস অনেক হিসাব করেই সেট করেছে তাই না?

    আপনার সাথে আমি একমত এতে সিষ্টেমের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশী।

মাত্র 2 সেকেন্ডে COMPUTER বন্ধ করুন!!!!!!!!!!!!!!!

PRESS Alt+Ctrl+Delete>Windows Task Manager> Shut Down>PRESS Ctrl+Turn Off

আমি সব কিছুকে তার স্বাভাবিক নিয়মেই চলার পক্ষপাতি,
বিকল্প পথ অনুস্বরনে অনেক সময় অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

ভাল টিউন………..