কম্পিউটারের ভাইরাস এন্টিভাইরাস দিয়ে দূর করেছেন কিন্তু পুরোপুরিতো দূর হয়নি!!! কেন? আর কীভাবে দূর করতে হবে তা জানার জন্য এই টিউন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। দীর্ঘ কয়েকমাস পর টি উন করলাম কারণ আমার টিউনারশিপ স্থগিত করা হয়েছিল। কিন্তু আমার ভুল টা কোথায় ছিল সেটাই জানলাম না।

তাই টেকটি উন এডমিনের কাছে আবেদন কোন টি উনে যদি ভুল ধরা পরে তাহলে টিউনারশিপ স্থগিত না করে ভুল ধরিয়ে দিলে আমি ভুল থেকে শিক্ষা নিয়ে টেক টি উনের সাথে এগিয়ে যেতে চাই।

আমরা সবাই কম্পিউটার যেন ভাইরাস আক্রান্ত না হয় এজন্য এন্টিভাইরাস ব্যবহার করি। যখন কোনো ভাইরাস পিসি কে আক্রমন করে আমরা এন্টিভাইরাস দিয়ে সে ভাইরাস টিকে মেরে ফেলি। কিন্তু তা কি আসলেই মরে যায় না এর পরেও আর কিছু কাজ করতে হয় যার ফলে ভাইরাসকে পুরোপুরি দমন করা সম্ভব।

১মঃ পিসি থেকে পুরোপুরি ভাবে ভাইরাস দূর হয়েছে কিনা?

পিসিতে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পর অনেক ফাইলের মধ্যে ভাইরাস ধরা পরে। তারপর আমরা এন্টিভাইরাসের সাহায্যে ত ডিলেট করে দেই। কিন্তু মনে রাখতে একটি ভাইরাস পিসি তে প্রবেশ করার পর সে অটোমেটিক লু্কিয়ে থাকে। তাই এন্টিভাইরাস দিয়ে ডিলেট করার পরও ভাইরাসটি থেকে যেতে পারে। তাই আপনার আক্রান্ত ফাইলটি এখান থেকে স্ক্যান করিয়ে নিতে পারেন। এটি গুগল প্রদত্ত স্বীকৃত।

২য়ঃ ফরম্যাট করা

আমাদের অনেক সময় প্রয়োজন হয় উইন্ডোস ইন্সটল দেয়ার। তখনই সবচেয়ে ভাল সময় যে পিসি সকল ফাইলের ব্যাকাপ রেখে পুরো হার্ডডিস্কটি ফরম্যাট করে ফেললে। ভাইরাস পুরোপুরি নিধন হয়।

৩য়ঃ পাসওয়ার্ড পরিবর্তন করা

আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুক, ই-মেইল, ব্যাক একাউন্ট, বিভিন্ন  যোগাযোগের ওয়েবসাইটের একাউন্ট খুলে থাকি। যখন আপনার পিসি ভাইরাস আক্রান্ত হবে আপনি সাথে সাথে এসব একাউন্টের পাসওয়ার্ড অন্য আরেকটি ভাইরাসমুক্ত পিসি দিয়ে দ্রুত পরিবর্তন করে ফেলুন। নাহলে ভাইরাস আপনার এই একাউন্ট দিয়ে প্রবেশ করবে আপনার অজান্তেই। তাই এসব একাউন্টে শক্তিশালী পাসওয়াড ব্যবহার করুন।

৪র্থঃ  ভাইরাসটি কোথা থেকে আসল এবং কিভাবে আটকানো যায়

  • জানার জন্য আপনাকে শক্তিশালী এন্টিভাইরাস ব্যবহার করতে হবে।
  • জাভা ইনস্টল করার কারণে পিসি বেশি ভাইরাস আক্রান্ত হয়।
  • ব্রাউজার ও তার প্লাগ ইন আপডেট রাখা
  • অপারেটিং সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট রাখা
  •  আপনি দূর্ঘটনাক্রমে অসম্পূর্ণ বিজ্ঞাপনে ক্লিক না করা
  • ক্ষতিকারক সফ্টওয়্যার ডাউনলোড না করা
  • পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলুন

ভালো থাকবেন

সবাইকে ধন্যযোগ

 

 

 

 

Level 0

আমি এস বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস