মজিলা ফায়ারফক্স ক্রাশ করছে ও কয়েকটি বিরক্তিকর সমস্যা এবং সমাধান

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। প্রচন্ড গরম থেকে আল্লাহ পাক আমাদের উদ্ধার করে রোযার শুরু থেকে আজকের ‍দিন পর্যন্ত এক শীতল পরিবেশের সৃষ্টি করেছেন।

  আমাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স

কিন্তু এটি অনেক সময় র‌্যামের অনেক জায়গা দখল করে থাকে। আবার অনেক সময় বার বার ক্রাশ অথবা ব্রাউজার বার বার রিস্টার্ট চায়। যা আমাদের ব্রাউজার করার ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করে। তা হলে কি হবে? এর সমাধান দেয়ার চেষ্ট করছি নিচেঃ

ফায়ারফক্স র‌্যামের কতটুকু জায়গা দখল করেছে তা জানার জন্য

  • ব্রাউজার চালু রেখে  Ctrl+Alt+Del চেপে টাস্ক ম্যানেজার চালু করলে কত বেশি র‌্যাম  দখল করে সেটি দেখা যাবে।
  • কখনো বেশি পরিমাণে অ্যাড-অন প্রোগ্রাম করলে এমনটা হয়ে থাকে

যা করতে হবে

  •  ফায়ারফক্স ব্রাউজারে এ  about:addons-memory addons ইনস্টল করতে হবে
  •  নতুন একটি ট্যাব খুলে about:addons-memory লিখে এন্টার করতে হবে।
  • নিচে Minimize memory usage-এ ক্লিক করে অপেক্ষা করতে। কমপক্ষে ৪০% ফাঁকা হবে।

বার বার ক্রাশ থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয়

  • বার বার ক্রাশ  হয়ে যাওয়া ঠেকাতে ফায়ারফক্সের থিমস, এক্সটেনশন ব্যবহারে সীমাবদ্ধতা আনতে হবে
  • সেফ-মুডে চালাতে হবে।
  • এ জন্য Win Key+R চেপে Run চালু করুন। এখানে firefox.exe-safe-mode লিখে এন্টার করুন
  • নতুন ট্যাব খুলে Refresh Firefox সার্চ করে Refresh Firefox এ ক্লিক করলে ফায়ারফক্স শুরুর সেটিংসে ফিরে যাবে।

সবাই ভালো থাকবেন

ধন্যযোগ

Level 0

আমি এস বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Chromeএর জন্যেও টিউন চাই অনুরূপ।