ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ট্রেইলার তৈরির ৬ টি সেরা টিপস (শুধুমাত্র ইউটিউব ব্যবহারকারীদের জন্য মেগা টিউন)

সব্বার মত আমিও প্রথমেই বলে নেই, আমিও আপনাদের মত বাংলাদেশ থেকে ইউটিউব ব্যবহার করি। যাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু যথেষ্ট সাড়া পান না, তাদের এই সাড়া না পাওয়ার কারন হল আপনের চ্যানেলে ক্রিয়েটিভ চ্যানেল ট্রেইলার এর অভাব। নতুন ভিজিটরদের চ্যানেলে আকর্ষন বাড়ানোর জন্য সেরা চ্যানেল ট্রেইলারের কোন বিকল্প নেই। আপনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব অনেকাংশেই চ্যানেল ট্রেইলারের উপর নির্ভর করে। ট্রেইলারটি সেরা হলে আপনের সাবস্ক্রাইবারের সংখ্যা নিশ্চিত বাড়বে।

তাই জেনে নিন সেরা ইউটিউব চ্যানেল ট্রেইলার তৈরির কিছু টিপস অ্যান্ড ট্রিকসঃ

১। আপনের চ্যানেলটি যে কাজে ব্যবহার করবেন, সেই কাজের সাথে মিল রেখে ট্রেইলার তৈরি করবেন। উদাহরণ সরুপ এই চ্যানেলের এই ট্রেইলারটি দেখে নিতে পারেন। এতে অভিজ্ঞতা বাড়বে।

২। চ্যানেল ট্রেইলারটি যেন ১ মিনিটের বেশি বা ৩০ সেকেন্ডের কম না হয়, ১ মিনিটের বেশি বা ৩০ সেকেন্ডের কম হলে ভিজিটর বিরক্ত হবে। তাই সাবধান।

৩। চ্যানেল ট্রেইলারের ভিডিও এর কোয়ালিটি যেন অবশ্যই ফুল HD হতে হবে। (১২৮০.৭২০ অথবা ১৯২০.১০৮০ হতে হবে) আপনি যে প্রফেশনাল এডিটর সেটা ট্রেইলারে আপনাকে প্রমান করতে হবে।

৫। আপনি চ্যানেলটিকে যে কাজে ব্যবহার করবেন সেই কাজের সংক্ষিপ্ত বিবরণ ট্রেইলারে থাকতে হবে।

৬। ট্রেইলারে মূলত টেকস্ট বেশি ইউজ করলে ভাল হয়। আর টেক্সটের ক্ষেত্রে দুটির বেশি ফন্ট মোটেও ব্যবহার করবেন না।

 

সবশেষে যে কথাটি বলব সেটা হলঃ আপনি যে সৃজনশীল রুচির ব্যক্তি সেটা আপনের চ্যানেলে আপনাকে প্রমান করতে হবে।

আবারো বলছি, এই চ্যানেলের এই ট্রেইলারটি দেখে নিতে পারেন। এতে আপনের অভিজ্ঞতা বাড়বে।

 

(পূর্বে আমার ব্লগে প্রকাশিত)

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রেইলার তৈরির Process টি দেখালে আরো উপকৃত হতাম।

ইনশাল্লাহ ভাই আগামীতে চেষ্টা করব 🙂

vi trailor kivabe toiri korbo kno software diye??? , eti dekhle upkrito htm, tx

    ভাই, এটা photoshop ও camtasia ভিডিও স্টুডিও দিয়ে তৈরি করেছি। ওয়ার্কিং টাইমঃ ১ ঘন্টা 😛

ba… valo laglol…………..