চরম বিপদ! মোমোরী কার্সাডের সব ফাইল হিডেন হয়ে গেছে! সাহায্য চাই

গতকাল সাকুরা কালার ল্যাবে গিয়েছিলাম ভীসার ছবি তুলতে। ছবি তোলার পর তাদের বললাম ছবিটা আমার মোবাইলের মেমোরী কার্ডে দিয়ে দিতে ওরা দিয়ে দিলো। কিন্তু বাসায় আসার পর মেমোরীতে কিছুই শো করছে না। সব ফাইল হাইড হয়ে গেছে। কিন্তু মেমোরীর লোড ক্যাপাসিটি দেখাচ্ছে। মেরোরীতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি রয়েছে। এখন কি করলে আমার যাবতীয় সব শো করা যাবে। আমি কয়েটা ট্রিক ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। কারো জানা থাকলে সাহায্য করবেন প্লিজ।

এটা কি ভাইরাসের কারনে না অন্য কোন কারনে আমি বুঝতে পারছি না। আমি File and folder অপশনে গিয়ে হিডেন ফাইল শো করলাম কিন্তু কোন কাজ হল না। এখন কি যে করি?

 

গতকাল সাকুরা কালার ল্যাবে গিয়েছিলাম ভীসার ছবি তুলতে। ছবি তোলার পর তাদের বললাম ছবিটা আমার মোবাইলের মেমোরী কার্ডে দিয়ে দিতে ওরা দিয়ে দিলো। কিন্তু বাসায় আসার পর মেমোরীতে কিছুই শো করছে না। সব ফাইল হাইড হয়ে গেছে। কিন্তু মেমোরীর লোড ক্যাপাসিটি দেখাচ্ছে। মেরোরীতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি রয়েছে। এখন কি করলে আমার যাবতীয় সব শো করা যাবে। আমি কয়েটা ট্রিক ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। কারো জানা থাকলে সাহায্য করবেন প্লিজ।

এটা কি ভাইরাসের কারনে না অন্য কোন কারনে আমি বুঝতে পারছি না। আমি File and folder অপশনে গিয়ে হিডেন ফাইল শো করলাম কিন্তু কোন কাজ হল না। এখন কি যে করি?

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

go to folder option >> mark show hidden folder >> untick “hide protected operating system files >> apply ….

or …. use a linux operting system….

Level New

linux or ubuntu os use korun.sob file peye jaben. and memory theke namehin or extension bihin file folder delet kore din. virus o mukto hoye jabe.

Level New

linux or ubuntu os use korun.sob file peye jaben. and memory theke namehin or extension bihin file folder delet kore din. virus o mukto hoye jabe. linux ubuntu install dea aktu jhamela kintu apni live chaliyeo kajti kore nite paren os setup sarai

ফরম্যাট দিয়ে রিকভার করভার করতে পারেন

Level 0

আমার ধারনা এটা সর্টকাট ভাইরাসের কাজ। সর্টকাট ভাইরাস রিমুভ করে ট্রাই করলে আশা করি ফাইলগুলো ফিরে পাওয়া যাবে।

    Level 0

    এটা ট্রাই করে দেখতে পারেনhttps://www.techtunes.io/antivirus/tune-id/343728

আপনার উইনডোজ যদি 7 হয়ে থাকে তাহলে যা করতে পারেন- মেমরি কার্ডটি ওপেন করুন> মেনু থেকে Organize অপশনে যান> সেখান থেকে Folder and search Option> View অপশনে যান> মাঝখানে দেখুন Hide protected operrating system file নামের একটি অপশন আছে সেটার টিক চিহ্ন উঠিয়ে দিন এবং সেই সাথে Hidden file show করুন। আশা করি আপনার ফাইল পেয়েছেন।

ভাই টেনশন নাই. এটা করেন….
Enter this from a command prompt
assuming “x” is your pen drive letter, it may be something else just check it when you connect your memory card with the computer.

attrib -h -r -s /s /d x:\*.*

download and install this software named USB Show. This will unhide all of your files in your memory card. Downlaod From Here:
https://www.dropbox.com/s/q8ss5paa5qv3g72/USBShow.rar?dl=0