গতকাল সাকুরা কালার ল্যাবে গিয়েছিলাম ভীসার ছবি তুলতে। ছবি তোলার পর তাদের বললাম ছবিটা আমার মোবাইলের মেমোরী কার্ডে দিয়ে দিতে ওরা দিয়ে দিলো। কিন্তু বাসায় আসার পর মেমোরীতে কিছুই শো করছে না। সব ফাইল হাইড হয়ে গেছে। কিন্তু মেমোরীর লোড ক্যাপাসিটি দেখাচ্ছে। মেরোরীতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি রয়েছে। এখন কি করলে আমার যাবতীয় সব শো করা যাবে। আমি কয়েটা ট্রিক ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। কারো জানা থাকলে সাহায্য করবেন প্লিজ।
এটা কি ভাইরাসের কারনে না অন্য কোন কারনে আমি বুঝতে পারছি না। আমি File and folder অপশনে গিয়ে হিডেন ফাইল শো করলাম কিন্তু কোন কাজ হল না। এখন কি যে করি?
গতকাল সাকুরা কালার ল্যাবে গিয়েছিলাম ভীসার ছবি তুলতে। ছবি তোলার পর তাদের বললাম ছবিটা আমার মোবাইলের মেমোরী কার্ডে দিয়ে দিতে ওরা দিয়ে দিলো। কিন্তু বাসায় আসার পর মেমোরীতে কিছুই শো করছে না। সব ফাইল হাইড হয়ে গেছে। কিন্তু মেমোরীর লোড ক্যাপাসিটি দেখাচ্ছে। মেরোরীতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি রয়েছে। এখন কি করলে আমার যাবতীয় সব শো করা যাবে। আমি কয়েটা ট্রিক ট্রাই করেছি কিন্তু কাজ হচ্ছে না। কারো জানা থাকলে সাহায্য করবেন প্লিজ।
এটা কি ভাইরাসের কারনে না অন্য কোন কারনে আমি বুঝতে পারছি না। আমি File and folder অপশনে গিয়ে হিডেন ফাইল শো করলাম কিন্তু কোন কাজ হল না। এখন কি যে করি?
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
go to folder option >> mark show hidden folder >> untick “hide protected operating system files >> apply ….
or …. use a linux operting system….