সবাইকে অগ্রীম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। অনেকদিন পরেই আসলাম, প্রায় আড়াই মাস পর। যাই হোক, আজ একটি গুরুর্ত্বপূণ বিষয় নিয়ে টিউন করছি। আর তা হলো একই ডিভাইসে একাধিক What’s App এবং Vibar একাউন্ট ব্যবহার করবেন তা নিয়ে। যাদের মনে সন্দেহ রয়েছে যে এই বিষয়ে আগেই টিউনস করা হয়েছে, তাহলে বলবো আপনারা আগে নিচে দুটি টিউনস দেখে নিনঃ
সমস্ত টেকটিউনসে দুইটি What’s App একাউন্ট ব্যবহার নিয়ে উপরের দুটি টিউনই রয়েছে। আর টিউনসগুলোতে OGwhatsapp নামক একটি কাস্টম ওয়াসট এপপ এর ব্যবহার নিয়ে টিউন করা হয়েছে। এখন উনাদের টিউনে কোনো ভুল নেই, ভুল ধরার জন্য আমি আমার টিউনে উক্ত সম্মানিত টিউনারদের টিউনগুলো তুলে আনি নি। আমার এখানে কথা হচ্ছে, OGwhatsapp সহ সকল প্রকার Third Party মোডগুলো ওয়াটস এপপ ব্যান করে দিয়েছে। আর অনেক সময় আপডেটেড ওয়াটস এপপ এর জন্য আপডেটেড OGwhatsapp বা অন্যান্য Third Party মোডগুলো আপডেটেড সংস্করণ পাওয়া যায়। এবং ভাইরাস ও হ্যাক এর ভয় তো রয়েছেই।
যাই হোক এবার আমার টিউনে আসি।
ওয়াটস এপপ এবং ভাইবার। আজকাল কার আধুনিক স্মার্টফোনের যুগে এ দুটি এপপ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ক্ষুদে বার্তা এবং নেট কল এর জন্য। আর এ দুটি এপপ এর সব থেকে বড় দুর্বলতা হচ্ছে একই ডিভাইসে এই দুটি এপপ এর একটির বেশি একাউন্ট ব্যবহার করা যায় না। আজ-কাল-কার স্মার্টফোন গুলো ডুয়াল সীম ফিচারের হয়ে থাকে (আইফোন ব্যাতিত)। আর বহুল ব্যবহৃত মেসেজিং এর এই দুটি এপপ গুলোর দুটি একাউন্ট একটি ডিভাইসে ব্যবহার করা যায় না! এখন কি করবেন?
এখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি রুটেট হয়ে থাকে তাহলে আপনি সহজেই একটি রুট এপপ ব্যবহার করে আপনার ডিভাইসে যত খুশি তত ওয়াসট এপপ এবং ভাইবার একাউন্ট ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনার দরকার হবে “টাইটানিয়াম ব্যাকআপ প্রো” এপপটি। লক্ষ্য করুন, টাইটানিয়াম ব্যাকআপ এপপটির প্রফেশনাল বা প্রো সংস্করণটি লাগবে।
এপপটি নিচের যেকোনো একটি লিংক থেকে ডাউনলোড করে নিনঃ
প্রথম লিংক > দ্বিতীয় লিংক > তৃতীয় লিংক
> প্রথমে আপনার বর্তমান ওয়াটস এপপ আইডি তে প্রবেশ করুন। দেখে নিন সব কিছু ঠিক ঠাক আছে কিনা। আর মনে সন্দেহ থাকলে এবং মেমোরীতে জায়গা থাকলে চ্যাটগুলো ব্যকআপ করে নিতে পারেন।
> এবার টাইটানিয়াম ব্যাকআপ প্রো এপপটি ইন্সটল করে চালু করুন। প্রথম বার চালু করার সময় রুট পারমিশন চাইবে। রুট পারমিশন দিন।
> এপপটির নিচের দিকে দেখুন Active Data Profile নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করুন। আপনার ডিভাইসে শুরু থেকে কোনো Data Profile থাকবে না। আমি যেহেতু আগেই একটি প্রোফাইল তৈরি করে রেখেছি তাই আমার সেটে vaas নামের একটি প্রোফাইল একটিভ দেখাচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে একটি Data Profile তৈরি করা। যেটায় আপনার প্রথম ওয়াটস এপপ আইডিটি সংরক্ষিত থাকবে।
> এবার Backup/Restore ট্যাবে যান। এখান থেকে একদম নিচের সারিতে ওয়াটস এপপ টি পাবেন। ওয়াটস এপপ আইকন প্রেস করুন।
> নতুন পর্দা আসলে ডান দিকে Swipe করে Special Feature ট্যাবে যান।
> এখান থেকে Enable Multiple Profiles on this app বাটনটি প্রেস করুন।
> এভাবে আপনি আপনার বর্তমান ওয়াটস এপপ আইটি আপনার প্রথম ডাটা প্রোফাইলে সংরক্ষিত করলেন।
> এবার আপনি আরেকটি ডাটা প্রোফাইল খুলুন। যেটাতে ২য় নং ওয়াটস এপপ আইডি ব্যবহার করবেন।
> লক্ষ্য রাখবেন যেন এই মাত্র তৈরি করা দ্বিতীয় ডাটা প্রোফাইলটি একটিভ করা থাকে।
> এবার ওয়াটস এপপ টি ওপেন করুন।
> দেখবেন ওয়াটস এপপটি আরেকটি নাম্বার দিয়ে ব্যবহার করার জন্য রেডি! এবার আপনার ইচ্ছে মতো যেকোনো অন্য নাম্বার টি আরেকটি ওয়াটস এপপ একাউন্ট খুলে নিন।
> এবার আপনার প্রথম আইডি ব্যবহার করতে চাইলে টাইটানিয়াম এপপ থেকে আপনার প্রথম ডাটা প্রোফাইলটি সিলেক্ট করে নিবেন ব্যাস!
মনে রাখবেন ডাটা প্রোফাইল পরিবর্তন করার সময় সেট রিস্টার্ট দিতে হবে না। এই পদ্ধতি অনুসরণ করে আপনি যত খুশি তত একাউন্ট আপনারে একই ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
বিঃ দ্রঃ
> দুইটির বেশি একাউন্ট ব্যবহার করতে চাইলে আরো একটি ডাটা প্রোফাইল খুলতে হবে।
> মনে রাখবেন, একই সেটে একাধিক ওয়াটস এপপ আইডি ব্যবহার করলে ওয়াটস এপপ টি আপনার মেমোরীর জায়গা বেশি ব্যবহার করবে। মানে দুটি ওয়াটস এপপ ব্যবহার করার জন্য যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গার ব্যবহার করা হবে। তবে অতিরিক্ত সিপিইউ এবং র্যাম এর ব্যবহার হবে না।
> তাই একাধিক একাউন্ট ব্যবহার করতে হবে আপনার চাই একটি বড় সড় মাপের মেমোরী কার্ড।
> এই পদ্ধতিতে দুটি বা তার অধিক ওয়াটস এপপ একাউন্ট সুইচ করে চালানো যাবে, একই সাথে দুটি একাউন্ট অনলাইনে ব্যবহার করা যাবে না।
অন্যান্য এপ্লিকেশন এর ক্ষেত্রেঃ
টাইটানিয়াম ব্যাকআপ এপপ টির এই ফিচারটি অনুসরণ করে আপনি ভাইবার, We Chat, Line, Bingo সহ সকল প্রকার এপপ এর দুটি বা একাধিক একাউন্ট একটি সেটেই ব্যবহার করতে পারবেন। তবে প্লে-স্টোর এপপটির ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করতে যাবেন না। কারণ প্লে-স্টোর একটি সিস্টেম এপপ, বেশি কারিগরি করলে সেট ব্রিক হয়ে যেতে পারে!
টিউনটি শুধুমাত্র টেকটিউনসে প্রকাশ করেছি। সো অন্যান্য ব্লগে যদি দেখেন আমার টিউনটি কপি করা হয়েছে, তাহলে. কিছুই বলার নাই! (লুল) 😆
সবাইকে আবারো মাহে রমজানের অগ্রীম সুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ। 😎
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অনেক সুন্দর হয়েছে আপনার টিউন। অনেক অনেক ধন্যবাদ