একই ডিভাইসে একাধিক What’s App একাউন্ট ব্যবহার করুন! রুট

সবাইকে অগ্রীম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। অনেকদিন পরেই আসলাম, প্রায় আড়াই মাস পর। যাই হোক, আজ একটি গুরুর্ত্বপূণ বিষয় নিয়ে টিউন করছি। আর তা হলো একই ডিভাইসে একাধিক What’s App এবং Vibar একাউন্ট ব্যবহার করবেন তা নিয়ে। যাদের মনে সন্দেহ রয়েছে যে এই বিষয়ে আগেই টিউনস করা হয়েছে, তাহলে বলবো আপনারা আগে নিচে দুটি টিউনস দেখে নিনঃ

প্রথম টিউন।

দ্বিতীয় টিউন।

সমস্ত টেকটিউনসে দুইটি What’s App একাউন্ট ব্যবহার নিয়ে উপরের দুটি টিউনই রয়েছে। আর টিউনসগুলোতে OGwhatsapp নামক একটি কাস্টম ওয়াসট এপপ এর ব্যবহার নিয়ে টিউন করা হয়েছে। এখন উনাদের টিউনে কোনো ভুল নেই, ভুল ধরার জন্য আমি আমার টিউনে উক্ত সম্মানিত টিউনারদের টিউনগুলো তুলে আনি নি। আমার এখানে কথা হচ্ছে, OGwhatsapp সহ সকল প্রকার Third Party মোডগুলো ওয়াটস এপপ ব্যান করে দিয়েছে। আর অনেক সময় আপডেটেড ওয়াটস এপপ এর জন্য আপডেটেড OGwhatsapp বা অন্যান্য Third Party মোডগুলো আপডেটেড সংস্করণ পাওয়া যায়। এবং ভাইরাস ও হ্যাক এর ভয় তো রয়েছেই।

 

যাই হোক এবার আমার টিউনে আসি।

 

ওয়াটস এপপ এবং ভাইবার। আজকাল কার আধুনিক স্মার্টফোনের যুগে এ দুটি এপপ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ক্ষুদে বার্তা এবং নেট কল এর জন্য। আর এ দুটি এপপ এর সব থেকে বড় দুর্বলতা হচ্ছে একই ডিভাইসে এই দুটি এপপ এর একটির বেশি একাউন্ট ব্যবহার করা যায় না। আজ-কাল-কার স্মার্টফোন গুলো ডুয়াল সীম ফিচারের হয়ে থাকে (আইফোন ব্যাতিত)। আর বহুল ব্যবহৃত মেসেজিং এর এই দুটি এপপ গুলোর দুটি একাউন্ট একটি ডিভাইসে ব্যবহার করা যায় না! এখন কি করবেন?

 

এখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি রুটেট হয়ে থাকে তাহলে আপনি সহজেই একটি রুট এপপ ব্যবহার করে আপনার ডিভাইসে যত খুশি তত ওয়াসট এপপ এবং ভাইবার একাউন্ট ব্যবহার করতে পারবেন।

এর জন্য আপনার দরকার হবে “টাইটানিয়াম ব্যাকআপ প্রো” এপপটি। লক্ষ্য করুন, টাইটানিয়াম ব্যাকআপ এপপটির প্রফেশনাল বা প্রো সংস্করণটি লাগবে।

এপপটি নিচের যেকোনো একটি লিংক থেকে ডাউনলোড করে নিনঃ

প্রথম লিংক > দ্বিতীয় লিংক > তৃতীয় লিংক

 

প্রথমেই দেখাচ্ছি কিভাবে টাইটানিয়াম ব্যাকআপ প্রো এপপ দিয়ে একই ডিভাইসে একাধিক ওয়াটস এপপ আইডি ব্যবহার করবেনঃ

 

> প্রথমে আপনার বর্তমান ওয়াটস এপপ আইডি তে প্রবেশ করুন। দেখে নিন সব কিছু ঠিক ঠাক আছে কিনা। আর মনে সন্দেহ থাকলে এবং মেমোরীতে জায়গা থাকলে চ্যাটগুলো ব্যকআপ করে নিতে পারেন।

> এবার টাইটানিয়াম ব্যাকআপ প্রো এপপটি ইন্সটল করে চালু করুন। প্রথম বার চালু করার সময় রুট পারমিশন চাইবে। রুট পারমিশন দিন।

 

আবার এখন বইলেন না যে রুট কেমনে করতে হয়!

> এপপটির নিচের দিকে দেখুন Active Data Profile নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করুন। আপনার ডিভাইসে শুরু থেকে কোনো Data Profile থাকবে না। আমি যেহেতু আগেই একটি প্রোফাইল তৈরি করে রেখেছি তাই আমার সেটে vaas নামের একটি প্রোফাইল একটিভ দেখাচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে একটি Data Profile তৈরি করা। যেটায় আপনার প্রথম ওয়াটস এপপ আইডিটি সংরক্ষিত থাকবে।

প্রথম একটি মাস্টার আইডি তৈরি করে নিন

> এবার Backup/Restore ট্যাবে যান। এখান থেকে একদম নিচের সারিতে ওয়াটস এপপ টি পাবেন। ওয়াটস এপপ আইকন প্রেস করুন।

 

ওয়াটস এপপ যেহেতু W অক্ষর দিয়ে শুরু হয় তাই এপপটি লিস্টের শেষের দিকে পাবেন

> নতুন পর্দা আসলে ডান দিকে Swipe করে Special Feature ট্যাবে যান।

স্পেশাল ফিচার ট্যাব

> এখান থেকে Enable Multiple Profiles on this app বাটনটি প্রেস করুন।

> এভাবে আপনি আপনার বর্তমান ওয়াটস এপপ আইটি আপনার প্রথম ডাটা প্রোফাইলে সংরক্ষিত করলেন।

 

সবকিছু ঠিক ঠাক থাকলে এই বার্তা আসবে।

> এবার আপনি আরেকটি ডাটা প্রোফাইল খুলুন। যেটাতে ২য় নং ওয়াটস এপপ আইডি ব্যবহার করবেন।

> লক্ষ্য রাখবেন যেন এই মাত্র তৈরি করা দ্বিতীয় ডাটা প্রোফাইলটি একটিভ করা থাকে।

 

২য় প্রোফাইল একটিভ না থাকলে একটিভ করে নিন।

> এবার ওয়াটস এপপ টি ওপেন করুন।

 

গরীবের সেট! সিম্ফোনী ZIV!

> দেখবেন ওয়াটস এপপটি আরেকটি নাম্বার দিয়ে ব্যবহার করার জন্য রেডি! এবার আপনার ইচ্ছে মতো যেকোনো অন্য নাম্বার টি আরেকটি ওয়াটস এপপ একাউন্ট খুলে নিন।

 

দ্বিতীয় প্রোফাইল একটিভ করার পর ওয়াটস এপপ চালু করলে দেখবেন ওয়াটস এপপ আবারো নতুন করে ব্যবহার করার জন্য রেডি!

 

এবার আপনার সেটের ২য় নং সীম বা আপনি যে নাম্বার দিয়ে আপনার ২য় ওয়াটস এপপ টি ব্যবহার করতে চান সেটি দিয়ে আরেকটি আইডি খুলুন! ব্যাস!

আপনার দ্বিতীয় ওয়াটস এপপ একাউন্ট ব্যবহার করার জন্য রেডি!

> এবার আপনার প্রথম আইডি ব্যবহার করতে চাইলে টাইটানিয়াম এপপ থেকে আপনার প্রথম ডাটা প্রোফাইলটি সিলেক্ট করে নিবেন ব্যাস!

 

মনে রাখবেন ডাটা প্রোফাইল পরিবর্তন করার সময় সেট রিস্টার্ট দিতে হবে না। এই পদ্ধতি অনুসরণ করে আপনি যত খুশি তত একাউন্ট আপনারে একই ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

 
বিঃ দ্রঃ
> দুইটির বেশি একাউন্ট ব্যবহার করতে চাইলে আরো একটি ডাটা প্রোফাইল খুলতে হবে।

> মনে রাখবেন, একই সেটে একাধিক ওয়াটস এপপ আইডি ব্যবহার করলে ওয়াটস এপপ টি আপনার মেমোরীর জায়গা বেশি ব্যবহার করবে। মানে দুটি ওয়াটস এপপ ব্যবহার করার জন্য যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গার ব্যবহার করা হবে। তবে অতিরিক্ত সিপিইউ এবং র‌্যাম এর ব্যবহার হবে না।

 

> তাই একাধিক একাউন্ট ব্যবহার করতে হবে আপনার চাই একটি বড় সড় মাপের মেমোরী কার্ড।

 

> এই পদ্ধতিতে দুটি বা তার অধিক ওয়াটস এপপ একাউন্ট সুইচ করে চালানো যাবে, একই সাথে দুটি একাউন্ট অনলাইনে ব্যবহার করা যাবে না।

 

অন্যান্য এপ্লিকেশন এর ক্ষেত্রেঃ

টাইটানিয়াম ব্যাকআপ এপপ টির এই ফিচারটি অনুসরণ করে আপনি ভাইবার, We Chat, Line, Bingo সহ সকল প্রকার এপপ এর দুটি বা একাধিক একাউন্ট একটি সেটেই ব্যবহার করতে পারবেন। তবে প্লে-স্টোর এপপটির ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করতে যাবেন না। কারণ প্লে-স্টোর একটি সিস্টেম এপপ, বেশি কারিগরি করলে সেট ব্রিক হয়ে যেতে পারে!

 

টিউনটি শুধুমাত্র টেকটিউনসে প্রকাশ করেছি। সো অন্যান্য ব্লগে যদি দেখেন আমার টিউনটি কপি করা হয়েছে, তাহলে. কিছুই বলার নাই! (লুল) 😆

 

সবাইকে আবারো মাহে রমজানের অগ্রীম সুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।

 

ধন্যবাদ। 😎

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে আপনার টিউন। অনেক অনেক ধন্যবাদ

এই চিন্তা টা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো কিভাবে দুইটা আইডি চালানো যায়।ধন্যবাদ ভাই।

    আমার ও ভাই কিন্তু আমি করার আগেই আমার ফোন টা মরে গেছে…!!আমি এইটা করেছি নিজে কিন্তু প্রকাশ করার সময় পাইনি।

সুন্দর হয়েছে

টিউন টা ফাটাফাটি হইছে কিন্তু “samsung galaxy note-3” root করার কোন app আছে যেইটা ১০০% কাজ করবে??? থাকলে লিংক দেন please

    google a search diye vroot নামের সফটওয়্যার আছে সেটা ডাউনলোড করে নেন।

VAI TUNE TA ZEMON BIG HOICHE TEMONI AWESOME O HOICHE@ SUPER@ APNARE DEKHE AMARO TUNE KORAR ICCHA TA BERE GELO@ IN SHA ALLAH AMIO EI ROMJANE EKTA TUNE KORBO ANDROID NIYE@ DOYA KORIYEN VAI@ @
OH SUPER TUNE DEKHLAM@@ @ @

ভাই দারুন লাগলো। কিন্তু বড়ই কষ্টসাধ্য একটা কাজ । আপাতত WhatsFapp ইন্সটল করে নিয়ে ডুয়াল চালাই। মেমরি এর জায়গাও কম খায়। ৩ টা যেদিন চালামু সেইদিন আপনার টা কাজে লাগামু।

Level 0

রি-ক্যাপচা এন্ট্রি করে খুব সহজে মাসে হাজার টাকা উপার্জন করুন ।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/