বর্তমানে আমাদের প্রায় সবারই একটা গুগল+ ও ইউটিউব চ্যানেল আছে। ও তার আগে প্রথমেই কাস্টম url কি তা নিয়ে বলি! কাস্টম url এর একটা উদাহরণ দিই তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
যেমন ধরুন আমার ফেসবুকের ডিফল্ট url নেম হলঃ
https://www.facebook.com/100007101126867
আর আমার ফেসবুকের কাস্টম url নেম হলঃ
https://www.facebook.com/mdabdulkawser
এবার নিশ্চয় বুঝতে পারছেন যে ডিফল্ট url নেইমটা মুখস্ত করা কত কত কঠিন! আর নিজের ইচ্ছামত কাস্টম url নেইম করে নিলে তা কত সহজ হয়!
মনে প্রশ্ন জাগতে পারে যে এই কাস্টম url নেইম করে কি হবে?
উত্তরঃ ধরুন কেউ আপনের ফেসবুকের লিংক চাইল, তখন যদি আপনের কাস্টম লিংক থাকত তাহলে কত সহযেই না দিয়ে দিতে পারতেন, আর কাস্টম url নেইম না থাকলে আপনের ফেবুর প্রফাইলে গিয়ে তারপর সেটা কপি করে তাকে দিতে হবে! এটা শুধু ফেসবুকের ব্যাপার গেল! এখন চিন্তা করুন আপনের গুগল+, ইউটিউব, টুইটার, ফেসবুক ইত্যাদি নানান জায়গায় অ্যাকাউন্ট যদি থাকে, আর সবগুলার যদি কাস্টম url নেইম না থেকে ডিফল্ট url নেইম থাকে, তাহলে তা মনে রাখা কত কঠিন? আর যদি সবগুলার কাস্টম url নেইম থাকে তাহলে কেমন হবে চলুন দেখি,
গুগল+ এরঃ https://google.com/+MDAbdulKawser
ইউটিউব চ্যানেলেরঃ https://www.youtube.com/c/MDAbdulKawser
এবার কি বুঝতে পেরেছেন যে, কাস্টম url নেইম থাকলে তা মনে রাখা কত সহজ?
কিন্তু সবারই কি কাস্টম url নেম আছে? সোজা কথায় উত্তর হল না! কেন নাই এবার সেই কথায় আসি! টেকটিউনসের রেজিস্ট্রেশন করার সময় যেমন url (user name) নিজের ইচ্ছামত দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক তেমনিভাবে গুগল+ ও ইউটিউবের কাস্টম url নেইম ইচ্ছামত পরিবর্তন করা যায় না। গুগল+ ও ইউটিউবের কাস্টম url নেইম করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন,
গুগল+ এর ক্ষেত্রেঃ
- Has a profile photo, and
- Has at least 10 followers, and
- Has an account that's at least 30 days old এই শর্তগুলা পূরন করতে হবে!
আবার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেঃ
কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তো ৫০০ সাবস্ক্রাইব তো দুরের কথা এখন পর্যন্ত মাত্র ১৫ টা আছে! আর গুগল প্লাসে ১০টাও তো নেই, আছে ৭টা। তাহলে আমি কিভাবে কাস্টম url নেইম পরিবর্তন করলাম সেটা এখন সেটা আপনাদের সাথে শেয়ার করছিঃ
কাস্টম url নেইম চেঞ্জ করতে গিয়ে কি আপনের "You can also qualify for a custom URL by linking and verifying your official webpage with your channel or Page" এই লেখাটা চোখে পড়েছে! যদি পড়ে থাকে তাহলে আপনি লাকি, না পড়লেও অবশ্য লাকি কেননা আমি আছি!
গুগল+ ও ইউটিউবের কাস্টম url নেইম করতে চাইলে প্রথমে আপনাকে এগুলার প্রফাইল ১০০% ফিল আপ করতে হবে। বিভিন্ন একাউন্ট এর সাথে অন্যান্য একাউন্ট লিংকিং করতে হবে। আর তথ্যগুলা অবশ্যই সত্য ও একই হতে হবে। অর্থাৎ আপনি গুগল একাউন্ট খোলার সময় একরকম বয়স দিলেন আর ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আরেক রকম বয়স দিলেন। এমনটা করলে কিন্তু হবে না। আপনি যে সৎ এটা গুলল মামার কাছে আপনাকে প্রমান করতে হবে। এছাড়াও একাউন্টগুলা মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ইউটিউবের ক্ষেত্রে দু একটা ভিডিও আপলোড আর গুগল প্লাসের ক্ষেত্রে দু একটা টিউন দিয়ে রাখতে হবে, ব্যাস। এবার কয়েকদিন পর দেখবেন এরকম মেইল আসবে আপনের ইনবক্সেঃ
যে url নেইম পরিবর্তন করার জন্য অনেক চেস্টা করেও পারেন নি, সেই url নেইমই আপনাকে গুলল মেইল করে পাঠিয়েছে তাও আবার আপনের প্রিয় নাম গুলি সাজেস্ট করে।এখন আমার মত ইচ্ছামত পরিবর্তন করে নিন।
টিউনের শেষে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলঃ সততাই উন্নতির মূল চাবিকাঠি। সবাই ভাল থাকবেন, আল্লাহ্ হাফেজ।
(টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত)
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
thnx bro