সবার অবগতির জন্য প্রথমেই জানিয়ে রাখি যে আমি টেকটিউনের একজন নতুন টিউনার।এটাই আমার প্রথম টিউন। যদিও আমি টেকটিউনে নতুন টিউন করছি, আমি অনেক আগে খেকেই টেকটিউনের একজন নিয়মিত ভিজিটর। টেকটিউনের অনেকের পোস্ট আমার অনেক উপকারে এসেছে। অন্যান্য ব্লগ সাইট গুলোর টেকটিউনস্ আমার প্রিয় একটি সাইট। যাক এবার কাজের কথায় আসি...
আপনারা যারা গ্রামীন ফোনের ইন্টারনেট ব্যবহার করেন তারা হয়তো লক্ষ করে থাকবেন যে ওয়েব পেজের ইমেজ কোয়ালিটি আগের মত নেই। এটা গ্রামীন ফোন তাদের সারভার থেকে ইমেজ গুলোকে কমপ্রেস করে তারপর সেন্ড করছে। এটাকে তারা বলছেন "Optimised mode"। যাতে করে খুব সহজে ওয়েব পেজ লোড হচ্ছে। কিন্তু যাদের ভাল ছবি দেখার প্রয়োজন বা ছবি ডাউনলোড করা প্রয়োজন তাদের জন্য এটা একটা অসুবিধা। যাদের ভাল ছবি দেখা বা ডাউনলোড করা প্রয়োজন তাদের জন্যই এই টিপ্স্। ভাল ছবি দেথতে চাইলে Internet explorer 7 ব্যাবহারকারীরা কীবোর্ড থেকে Ctrl+F5 চাপলে ওরিজিনাল কোয়ালিটি সম্পন্ন ছবি দেখতে পাবেন। আর যারা Firefox বা Google Crome ব্যবহার কবেন তারা কীবোর্ড থেকে Ctrl+Shift+R প্রেস করলে ভাল কোয়অলিটির ইমেজ দেখতে পাবেন। এটাকে গ্রামীন ফোন বলছে "Un-optimised mode"। আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে।
আজ এতটুকুই। টিউনটি যদি কারও উপকারে আসে তাহলেই টিউনটির উদ্দেশ্য সফল এবং আমি টিউনার সার্থক। টিউন টি ভাল বা খারাপ যাই হোক মন্তব্য দিয়েন।
(বি:দ্র: এ বিষয়ে আগে লেখা হয়ে থাকলে লিংক টা দিয়েন। আমি আমার টিউন টি সরিয়ে ফেলবো।)
আমি হেল বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanhs for shareing.