সালাম নিবেন। আপনার পিসিতে নেট চালানোর সময় আইপি সংক্রান্ত যত প্রকার ঝামেলা আছে, সব গুলোর সমাধান করতে পারবেন এই একটি মাত্র সফটওয়্যারেই। মাইক্রোওয়ার্কারস বা এই ধরনের সাইটগুলোতে যারা ছোট ছোট কাজ করেন, তাদের
বিভিন্ন সাইট এ সাইন আপ এর কাজ করতে হয়। কিছু কিছু সাইট এ একটা পিসি দিয়ে একবার ই একাউন্ট খোলা যায়। আইপি নিয়ে ঝামেলা করে। তো, আজকে আমি দারুন একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। এটা দিয়ে আইপি সংক্রান্ত সকল
ঝামেলার সমাধান করতে পারবেন। এক নজরে দেখে নিই এর ফিচার সমুহঃ
১) WiFi Security
২) Identity Protection
৩) Privacy Protection
৪) Online Freedom
কোন সাইট ব্লক হয়ে থাকলেও সেটাতে ঢুকতে পারবেন। এটা সব নেটওয়ার্কে, সব ডিভাইসে, যে কোন জায়গা থেকেই কাজ করে। এটার ইন্টারফেস দারুন। ব্যবহার করতে একদম ইজি। এক বার ব্যবহার করলেই বুঝবেন, কত দারুন একটা
সফটওয়্যার।
প্রথমে এই ক্লিক করুন, নিচের মত একটা পেজ আসবে। নাম, ইমেইল, পাসওয়ার্ড, দিয়ে একটা একাউন্ট খুলুন।
এরপর নিচের মত পেজ আসবে। চিত্রে দেয়া লাল চিহ্নিত জাইগায় অর্থাৎ windows এ ক্লিক করলেই ডাউনলোড হতে শুরু করবে। সাইজ মাত্র ৩০ মেগা বাইট। কিন্তু কাজ করে অসাম।
ডাউনলোড হয়ে গেলে স্বাভাবিক ভাবেই install দিন। তারপর প্রথমে একাউন্ট খুলার সময় যে মেইল আর পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটা দিয়ে লগ ইন করুন। ব্যাস কাজ শেষ। আরামসে উপভোগ করুন।
আমি ব্ল্যাক টাইগার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad…………..darun,