ইন্টারনেট ব্যবহার করুন আপনের ফোন থেকে আর MB কাটবে আপনের আশেপাশের বন্ধুর ফোন থেকে (মেগা টিউন)

আসছালামু আলাইকুম। আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন। এবার আপনের ফোনে কোনো MB না থাকলেও আপনের পাশের বন্ধুর MB হ্যাক করে চালাতে পারবেন ইন্টারনেট। এটা এক্কেবারে ইজি। যে কেও পারবেন। আমরা সাধারণত ওয়াইফাই হটস্পট দিয়ে ইন্টারনেট শেয়ার করে এক ফোন থেকে অনেক ফোনে ইউজ করতে পারি। যারা এটা পারেন না তারা শিখে নিতে পারবেন এই টিউন থেকে। আজ দেখাবো এর খারাপ দিকটা। এবার আপনিই হয়ে যাবেন ইন্টারনেট হ্যাকার। তবে জানার জন্য শিখে রাখুন, অপরাধ করার জন্য নয়। মূলতঃ যাতে কেউ আপনের ফোন হ্যাক করে ইন্টারনেট চালাতে না পারে সেটা শিখে রাখুন।

আপনের বন্ধুর ফোনের MB হ্যাক করতে চাইলে প্রথমে তার ফোনটি চেয়ে নিন কিংবা না বলেই নিন।
এবার নিচের স্ক্রিনশর্ট গুলো দেখে দেখে কাজ করুনঃ প্রথমে সিস্টেম সেটিংস এ প্রবেশ করুন,

এবার more এ click করুন,

এরপর tethering and portable hotspot এ ক্লিক করুন,

এরপর WiFi hotspot on করুন,

এরপর WiFi hotspot এর উপর ক্লিক করে হটস্পটের সেটিংস এ প্রবেশ করুন,

তারপর নিচের চিত্রে দেখানো set up wlan hotspot এ ক্লিক করুন,

এরপর নিচের চিত্রের মত সেটিং করে সেভ করুন,

এবার WPS connect এ ক্লিক করে push button সিলেক্ট করে সেভ করুন,

ব্যাস আপনের কাজ শেষ। এবার সুধু আপনের বন্ধুর ফোনের নেট কানেক্ট অন করে দিন।

ডাটা কানেকশন অন করা হচ্ছে।

এবার আপনের ফোনটি মানে যেটিতে ইন্টারনেট ইউজ করবেন সেটি হাতে নিন।
আবার নিচের প্রক্রিয়াগুলো ফলো করুন, প্রথমে আপনের ফোনের সেটিংস এ যান,

এরপর WLAN অন করুন,

এরপর WLAN লেখার উপর ক্লিক করে তার সেটিংস এ প্রবেশ করুন,

তারপর নিচের চিত্রের মত WPS available লেখা দেখতে পাবেন,

আপনের এবারের কাজ হল নিচের WPS available এ ক্লিক করা,

তারপর কানেক্ট টু নেটওয়ার্ক এ ক্লিক করুন,

এখন কানেক্টড লেখা দেখতে পাবেন, তারমানে কাজ হয়ে গেছে।

এবার ধুমছে ব্রাউজ করা শুরু করুন। এখন আপনি ইন্টারনেট ইউজ করছেন আর আপনের বন্ধুর ফোন থেকে MB কাটছে।

কোন প্রবলেম হলে ফেসবুকে আমাকে নক করুন  :-P  (টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত) আজকের মত এখানেই শেষ করছি। আর হ্যাঁঃ টিউনটি পড়ার জন্য সবাইকে এত্তগুলা ধন্যবাদ :lol:

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya akahne amar comment kora ta thik hoche na bt..tarporeo..ami aj akta help tune likhlam bt seta post na hoye draft a ase ami thik bujte parlam na..plz vaiya help me..plz

ei ta abar notun kore tune korar ki ache e toh onk age thekei pare sobai…….

যারা স্মার্টফোন ইউস করে তাদের প্রায় সকলেই এটা জানে।

অমিত অর্ক, মানজুর রশীদ@ সবাই তো আর সাবজান্তা না। নতুন ইউজাদের জন্য এই পোস্ট!! 😛

@অনিক আহমেদ: ২৪ ঘন্টাই আপনি দুটির বেশি টিউন পাবলিশ করতে পারবেন না। কিংবা একটি টিউন করার ৯০ মিনিটের মদ্ধেও আরেকটি টিউন করতে পারবেন না। টিউননের বিষয়বস্তুর লেখা সর্ব নিম্ন ২০০ শব্দের মধ্যে হতে হবে!!

আপনার মত পাবলিক টিটি তে আছে ???

দেখে গর্বিত হয়ে গেলাম । :p

superb.. thnx..

এসব বিষয়ে আগেও টিউন হয়েছে

ভাই।এগুলো তো সবাই জানে।
তারপরে ও উপস্থাপন করা টা সুন্দর হয়েছে .

হাইরে আবালা 😛 কাম কাজ নাই আজাইরা টিউন 😛

পুনরায় সবাইকে ধন্যবাদ টিউমেন্ট করার জন্য!!

Dhonnobad
Kintu ektu hasi pailo

টিউন স্টাইল ভাল কিন্তু সবার জানা

ভাই টিটির সবাইকে কি আপনার মতো আবাল মনে হয়? ? ভালো কিছু নিয়ে টিউন করতে পারলে করেন না পারলে দরকার নাই

সাধারন জিনিষ।। এত ঘুরিয়ে-পেচিয়ে লেখার মানে কি?বন্ধুর মোবাইলে হটস্পট অন করে ডাটা কানেকশন অন করে তারপর আমার মোবাইলে ওয়াই-ফাই অন করলেই নেট চালানো যায়।আপনি নিজেও সিস্টেম টা ভালো জানেন না,এজন্য গাজীর পাঠ লিখেছেন

ভাইজান আপনার মত আমাদের এলাকাতেও একজন হ্যাকার মুসল্লিদের হাতে ধরা খাইছে,কেমতে জানেন?
মুসল্লিদের জুতা হ্যাক করতে গিয়া।। 😀

আমরা সাধারণত ওয়াইফাই হটস্পট দিয়ে ইন্টারনেট শেয়ার করে এক ফোন থেকে অনেক ফোনে ইউজ করতে পারি। যারা এটা পারেন না তারা শিখে নিতে পারবেন এই টিউন থেকে।

এই লাইনগুলা পড়েছেন কি? সাবজান্তাদের জন্য TT?

@আনোয়ার, ইকবাল নয়ন,আলাউদ্দিন আহমেদ!

ভালো লাগলো