টেকটিউনসে যেভাবে রেজিস্ট্রেশন করবেন কোন সমস্যা ছাড়াই (Step by step A to Z video Tutorial)

আসছালামু আলাইকুম। আসা করি সবাই ভালই আছেন। গতকাল থেকে টেকটিউনসে রেজিস্ট্রেশন অপশন খুলে দেয়া হয়েছে, নতুনদের মধ্যে অনেকেই অনেকবার ট্রাই করার পরেও যারা রেজিস্ট্রেশন করতে পারেন নি তারা এই টিউনে মনযোগ দিন। টেকটিউনসের ফেসবুক গ্রুপে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে রেজিস্ট্রেশন করব!

এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টেকটিউনসে রেজিস্ট্রেশন করবেন কোন রকম সমস্যা ছাড়াই। অনেকেই আছেন যারা ইংরেজি ভালমত বোঝেন না, তারা রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছু কিছু অপশন বুঝতেই পারেছেন না। তাই তাদের কথা বিবেচনায় রেখে আমি এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বাংলাই ও বোধগম্যভাবে তৈরি করেছি, যাতে দেখে সহযেই বুঝতে পারেন। মোবাইল কিংবা কম্পিউটার যেকোন ডিভাইস দিয়েই রেজিস্টার করতে পারবেন। 😆

তাই আর দেরি না করে এখুনি ভিডিওতে দেখে নিন টেকটিউনসে যেভাবে রেজিস্ট্রেশন করবেন কোন সমস্যা ছাড়াই।

যারা ইউটিউবে না দেখে ডাউনলোড করে নিয়ে দেখতে চান, তারা ডাউনলোড করে নিতে  পারেন। যারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন না,  তারা এই টিউনটি দেখুন। ঐ টিউনে দেখিয়ে দেয়া হয়েছে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউন লোড করতে হয়।

তারপরও বুঝতে সমস্যা হলে এখানে টিউমেন্ট করতে পারেন।

যাদের টেকটিউনসে আইডি নাই। তারা তো টিউমেন্ট করতে পারবেন না, তাই তাদের জন্য আমার ফেসবুকের লিংক দিচ্ছি যোগাযোগ করার জন্য।

ফেসবুকে আমার সাহায্য নিতে এখানে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে। টেকটিউনস সাথেই থাকুন। 😛

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সকালেই খুলছি তবু ও ধন্যবাদ।।।।।

আমি ১০ মিনিট হলো খুলছি তবু ও ধন্যবাদ।

hy পোষ্ট করব কীভাবে?

এইমাত্র একাউন্ট খুললাম এবং প্রথম টিউমেন্ট করলাম। টিউনের জন্য ধন্যবাদ।

অনেক অনেক ধন‍্যবাদ।
এই মাত্র Registration করলাম।

nice post!

আপনার টিউনটি পরে ও ভিডিওটা দেখে আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে ধন্যবাদ তোমাকে । কারণ আমাদের মত নতুন ইউজার খুব সহজে বুজেছি ।

Amar profile picture add korte parci na. Ami account create korci aro age. Kintu ekhono profile pictrue dite parini. Please help.

অনেক অনেক ধন‍্যবাদ।

ধন্যবাদ সবাইকে

পাসওর্য়াড চেন্জ করতে পারছিনা মোবাইল দিয়ে

ভাই password change করবো কি ভাবে please একটু বলবেন???

https://www.techtunes.io/ তে যান, Login করুন, এর পর দেখুন লেখা আছে, প্রথম পাতা আপনিও হোন টেকটিউনার স্বাগতম (আপনার নাম), আপনার নাম এর উপর click করুন Page open হলে বাম পাশে খেয়াল করু লেখা আছে টিউনার প্রোফাইল। টিউনার প্রোফাইল এ click করুন, page open হলে scroll করে নিচের দিকে নামুন, দেখুন লেখা আছে New Password, Repeat New Password। এই দুই জায়গায় আপনার কাংক্ষিত Password দিন এবং নিচে লেখা update টিউনার প্রোফাইল এ click করুন। logout হয়ে আবার login koru আপনার দেয়া নতুন password দিয়ে। @ https://www.techtunes.io/tuner/munirrana
ধন্যবাদ @ https://www.techtunes.io/tuner/mdkawser

সুন্দর টিউন

নতুনদের জন্য অবশ্যই অবশ্যই দরকারি একটা টিউন

কোন সফটওয়্যার দিয়ে ভিডিও টা করেছেন? সফটওয়্যার টার লিংক দিলে খুব খুশি হতাম প্লিজ

অনেক অনেক ধন্যবাদ । এরকম একটি ভিডিও টিউটোরিয়াল উপহার দেয়ার জন্য।

ভাই আমি ছবি এডড করতে পারছি না

thanks ভাই

করেছি এবং Gravater নামক কিছু একটায় রেজিষ্ট্রশন করে ছবি এডড করছি তারপর এডড ও হয়েছে তারপর ও প্রফোইলে ছবি আসছে না।

আর একটা কথা আমার নামের ক্ষেত্রে একটা প্রবলেম তা হল রুবেল খান একসাথে আসছে আলাদা হয়ে আসছে না।

ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারতেছি না। আগে যখন টিটিতে আসতাম অনেক পোষ্ট দেখে আপছোচ হত যদি একটা কমেন্ট করতে পারতাম টিটির এডমিনদের কাছে বলছি তারা অপেক্ষা করতে বলছিল। রেজিট্রেশন খুলে দিলে টেকটিউনসে এডমিন আমাকে মেছেজ দিছিল। আসলে কি ভালো লাগতেছে বলে বুঝাতে পারব না। ধন্যবাদ আপনাকে আপনার জন্য আজ কমেন্ট করতে পারতেছি “

আলহামদুলিল্লাহ। করতে পেরেছি। ধন্যবাদ ভাই। 🙂

ধন্যবাদ সবাইকে! টেকটিউনসের সাথেই থাকুন!

সুন্দর টিউন

vai sei rkm hoyse tune ta tnx

ভিডিও দেখা যায় না কেনো?