উইন্ডোজ সেভেনের কয়েকটি এক্সক্লুসিভ ফিচার এবং টিপস – ২

ইদানিং নিয়মিত টিউন লিখতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্লাস আর পরীক্ষার প্রেসার আর তাছাড়া ফেব্রুয়ারীর প্রথম থেকেই আমার শরীরটা ভালো নেই। এক সপ্তাহ যাবৎ জ্বর। মনের অবস্থাও ভালো নাই।

যাই হোক যারা এই টিউনের প্রথম পর্বটি পরেননি তরা এইখানে ক্লিক করে পর্ব - ১ পরে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই -

উন্নত ফন্ট ম্যানেজমেন্ট এবং নতুন ফন্ট

fontfolder_sm.jpg

ইউন্ডোজের গত কয়েকটি ভার্সনে এই জায়গায় হাত না পড়লেও ইউন্ডোজ সেভেনে এতে আমুল পরিবর্তন আনা হয়েছে। সংযুক্ত করা হয়েছে কিছু নতুন ফন্ট। ফন্টের প্রিভিউ এবার এ্যাপ্লাই না করেও দেখা যাবে। সেক্ষেত্রে ভিসতার মত এক্সট্রা লার্জ আইকনে ক্লিক করা হলে সুন্দর প্রিভিউ দেখা যাবে। আর এই সেভেনে ফন্টের মেমরি কন্জাম্পশান রেটও অনেক কম।

প্রবলেম রেকর্ডার

recorder.jpg

বেটা রিলিজ করার অর্থই হল এতে কোন বাগ থাকলে যেন ইউজাররা ডেভলপারদের স্পেসিফিক্যালি জানাতে পারে। সেভেনের স্ট্রাটেজিও এর ব্যাতিক্রম নয়। এর জন্যে "প্রবলেম স্টেপস রেকর্ডার" নামে এর একটি বিল্টইন ডায়গনষ্টিক টুলও রয়েছে। এটি আপনার সমস্যা সংক্রান্ত স্ক্রীনশটস এবং মাউস কার্সারের এ্যাকশনকে এ্যানালাইজ করে প্রবলেমটিকে সঠিকভাবে উপস্থাপনে সহয়তা করবে। আপনি স্টার্ট মেনুর সার্চ ফিল্ডে psr.exe লিখে সরাসরি এই এ্যাকশনে নেমে যেতে পারেন।

বার্ন বেবি বার্ন

isoburn.jpg

এর আগে সিডি ডিভিডি বার্নিং টুল নিয়ে টিউন করেছিলাম। উইন্ডোজ সেভেন চলে আসলে আমার সেই টিউনের আর কানাকড়ি দামও থাকবেনা। বার্নিং টুলে পিসিকে মাখামাখি করানোর দিন শেষ। কারণ সেভেন আছে বিল্টইন বার্ণার। যার সাহায্যে আপনি সিডি ডিভিডি এমনকি আইএসও ইমেজও বার্ন করতে পারবেন।

স্টার্ট মেনু এক্সিলারেট করা

startmenupower.jpg

ভিসতার তূলনায় স্টার্ট মেনু তেমন একটা চেজ্ঞ না হলেও চোখে পড়ার মত কিছু ইম্প্রুভমেন্ট ঠিকই হয়েছে। আরো অপশন আনা হয়ছে কাষ্টমাইজেশানের ক্ষেত্রে। (যেমনটি ছবিতে দেখতে পাই)

26.jpg

এস.কে.ইউ এ্যানাউন্সমেন্ট

প্রায় একমাস চলার পরে আজ ইউন্ডোজ সেভেনের এস,কে,ইউ ( স্টক কিপিং ইউনিট ) এ্যানাউন্স করেছে মাইক্রোসফট। এতে উল্লেখ করা হয়েছে যে আপাতত সেভেনের ছয়টি এডিশন রয়েছে -

১. ইউন্ডোজ সেভেন স্টার্টার

২. ইউন্ডোজ সেভেন হোম বেসিক

৩. ইউন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম

৪. ইউন্ডোজ সেভেন প্রফেশনাল

৫. ইউন্ডোজ সেভেন এন্টারপ্রাইজ

৬. ইউন্ডোজ সেভেন আলটিমেট

বর্তমানে মাইক্রোসফট ইউন্ডোজ সেভেনের প্রফেশনাল এবং প্রিমিয়ামের ডেভেলাপমেন্টের দিকে বেশি নজর দিচ্ছে।

এস.কে.ইউ ডিটেইলস

windows-7-skus.png

টিউনার বন্ধুরা আমার জন্যে দোয়া করবেন ...... আমি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।

চলবে .....................

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই আপনার শরীর খারাপ শুনে আমার মনটাই খারাপ
হয়ে গেল।এই টেকটিউনসে আমার প্রিয় যেই কয়জন টিউনার
আছে তারমধ্যে আপনি একজন।আমি দোয়া করি আপনি যাতে
তারাতারি সুস্থ হয়ে উঠেন।ধন্যবাদ।

আপনার শরীর খারাপ তা তো বুঝলাম কিন্তু এই ফাল্গুনে মনটা খারাপ কেন?

উনার মত তো ডিজিটাল তাই, ফাল্গুনের সাথে ম্যাচ করিনি, হি হি। টিনটিন ভাই, একটু মজা করলাম। আপনাকে অনেক দিন পর পেয়ে ভাল লাগল। আপনি কী উইন্ডোস 7 ব্যবহার শুরু করে দিয়েছেন।

টিনটিন ভাই,
আপনি যাতে তারাতারি সুস্থ হতে পারেন তার জন্য দোয়া করি। আচ্ছা টিনটিন ভাই উইন্ডোজ-7 আমি ডাউনলোড করেছি যা 334 নামে 43 কিলোবাইট একটি ফাইল এবং 7000.0.081212-1400_client_en-us_Ultimate-GB1CULFRE_EN_DVD নামে 2,557,416 কিলোবাইট আর একটি ফাইল ডাইনলোড হয়েছে। এখন দুইটা ফাইল দিয়ে কি বুটেবল ডিস্ক তৈরি করতে হবে।আর আমার কম্পিউটারে কি এটা চলবে।: Processor Celeron- 3.06 Ghz
Ram- 1.5 GB, AGP (Built-in) – 128 MB

সেলেরন প্রসেসরে মনে হয় না চলবে। আর কনফিগারেশানের ব্যাপারে জানতে ডিসেম্বর মাসে লেখা “অবশেষে নীরবতা ভাঙল মাইক্রোসফট” টিউনটা পড়ে দেখতে পারেন।

Level 0

Juice hoichhe, ek chumukei kheye felte ichchha korchhe. Dhonnobad sadamata vai

Level 0

দারুন টিউন করেছেন টিনটিন ভাই! অনেক ইনফরমেশন পেলাম যা আমি সহ যারা উইন্ডোজ সেভেন ইউজ করেন তাদের প্রত্যেকের ই কাজে আসবে নিঃসন্দেহে।
আচ্ছা, উইন্ডোজ সেভেন এর গ্রাফিকাল বুট (ডিফল্ট) কিভাবে অফ করা যায় এ ব্যাপারে কি কোন ইনফরমেশন দিতে পারবেন???

burn mane ki