বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনারা অনেকেই হয়ত আশা করছিলেন। আমরা সকলেই কম বেশি মোবাইল ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে আমরা কেও একটি নতুন মোবাইল কিনেছি আর আমাদের পূরনো মোবাইলটি অন্য কাওকে দিয়ে দিতে চাচ্ছি, এই অবস্থায় আমরা যে সমস্যায় পড়ে থাকি তাহলো, আমাদের ঐ পুরনো মোবাইলে আমাদের যে নাম্বার গুলো আছে তা আমাদের নতুন মোবাইলে আনতে হবে । এই সময়ই আমরা খুজে বেড়ায় যে সহজ কোন পদ্ধতি আছে কিনা। হা বন্ধুরা আজ থেকে আর কোন পদ্ধতি আপনাদেরকে খুজে বেড়ানো লাগবে না আমি আপনাদের কে আজ একটি সুন্দর পদ্ধতি শিখিয়ে দেব ইন শা আল্লাহ।
কি ভাবে আদান প্রদান করবেন এক মোবাইল বা সিমের নাম্বার অন্য মোবাইল বা সিমে?
বন্ধুরা আমি আস্তে আস্তে বর্ণনার সাথে সাথে স্ক্রীন শর্ট ও আপলোড করতেছি যেন আপনাদের বুঝতে কোন প্রকার কষ্ট না হয় তার পরেও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।
প্রথমে আপনি আপনার মোবাইল এর Option মেনু থেকে Contact Option এ যেয়ে Contact বাটনে ক্লিক করুন।
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে নিচের ছবিতে দেখানো অপশনে ক্লিক করুন
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে Import/Export অপশন এ ক্লিক করুন।
যাদের মোবাইলে উপরের ছবিতে দেখানো অপশনে ক্লিক করলে Import/Export অপশন আসে না তারা নিচের ছবিতে দেখানো অপশনে ক্লিক করুন
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে Phone অপশন সিলেক্ট করে নিচের থেকে Next বাটনে ক্লিক করুন ।
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে SD Card সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে সবার উপরে আমি যেখানে লাল দাগ দিয়ে দিয়েছি সেই ঘরে ক্লিক করলে আপনার মোবাইল এবং সিমের যত নাম্বার আছে তা সিলেক্ট হয়ে যাবে।
সমস্ত নাম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পরে নিচের ছবিতে দেখানো অপশন এ ক্লিক করুন বা কপি করুন, তারপরে যে ম্যাসেজটা আসবে সেখানে Yes করবেন তাহলে আপনার মোবাইল এবং সিমের সকল নাম্বার মিলে তারিখসহ নাম দিয়ে ভিসিএফ এক্সটেনশন সম্বলিত একটি ফাইল তৈরী হবে ।
কোথায় পাবেন ভিসিএফ এক্সটেনশন সম্বলিত ফাইলটি?
এটি পাওয়ার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে SD Card এ ক্লিক করুন, তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে Backup অপশন এ ক্লিক করুন, এবার দেখুন আপনার ফাইলটি দেখা যাচ্ছে
কিভাবে অন্য মোবাইলে বা সিমে আপনার তৈরিকৃত ফাইল পাঠিয়ে দেবেন?
এবার আসা যাক কিভাবে অন্য মোবাইল বা সিমে এই ফাইলটি Import করবেন সে সম্পর্কে… প্রথমে আপনি যে মোবাইলে এই ফাইল বা ঐ মোবাইলের নাম্বার গুলো নিয়ে আসবেন সেই মোবাইলে ব্লুটুথ বা Share IT বা মেমোরি কার্ড এর মাধ্যমে আপনার তৈরি করা ফাইলটি নিয়ে আসুন। তারপরে নতুন মোবাইলের কন্টাক্ট অপশনে ক্লিক করুন, তারপরে নিচের দেখানো অপশনে ক্লিক করে Import/Export অপশনে ক্লিক করুন।
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে SD Card সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুনতারপরে যে অপশনটি আসবে সেখান থেকে Phone অপশন সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন
কোন ম্যাসেজ আসলে সেখানে Yes করুন। ব্যস আপনার কাজ শেষ হয়ে গেছে। এবার আপনি আপনার নতুন মোবাইলে চেক করে দেখুন আপনার সব নাম্বার এখন নতুন মোবাইলে চলে এসেছে।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়। আল্লাহ হাফেজ ।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে ।
সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম।
ফেসবুকে আমি ।
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
shundor hoise..kaje lagbe…….