Wallpaper পরিবর্তন হবে প্রতিনিয়ত!! [Windows][Bing][Online]

টিটিতে অনেকদিন পর একটিভ হলাম। তাই ভাবলাম ব্যাস্ততার মাঝে ঢোকার আগে কিছু একটা লিখে যাই। 🙂

ডেস্কটপে প্রতিদিন একই ওয়ালপেপারে হয়ত অভ্যস্ত সবাই।যা কিনা পরিবর্তনও করা হয় না। প্রতিদিন কাজের বা ব্যাস্ততার সঙ্গী ডেস্কটপ বা ল্যাপটপে নতুন এবং দারুন কিছু ওয়ালপেপার দেখতে কে না পছন্দ করবে!  😀

Bing Search Engine কে হয়ত সবাই চিনেন যেখানে সবসময়ই দুর্লভ এবং চোখ চোখ ধাধানো ওয়ালপেপার থাকে। যদি সেইগুলোই আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে ব্যাপারটা আশ্চর্য জনক বটে! তাই নয় কি!  🙄

নিয়ে নিন Bing এর Official Desktop Software

আমাদের দেশে এভেইলেবল না। 😐 কিন্তু আপনি তা ভিপিএন ব্যবহার করে ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কটি আপনার জন্যে
এবং যদি তা ঝামেলা মনে হয় তাহলে MediaFire Link তো আছেই!   😉

Intallation:

আশা করি ইন্সটল প্রসেস কাউকে বলতে হবে না। কিন্তু সবাই তো আর একরকম না  🙂
১। ইন্সটল করার সময় যদি আপনি শুধুমাত্র ওয়ালপেপারের সুবিধাই নিতে চান তাহলে চিত্রের মত নিচের ৩টি টিক উঠিয়ে দিন এবং Finish চাপুন। বেস! কাজ শেষ!  😀

২। ইন্সটল হওয়ার পর হয়ত Task Bar এ Bing App টি মিনিমাইজ হয়ে থাকবে, তাকে সরাতে চিত্রানুযায়ী টিক উঠিয়ে দিন>>

৩। ওয়ালপেপার ধরন এবং পরিবর্তনের সময় পরিবর্তন করতে>

৪। ওয়ালপেপার সম্বন্ধে জানতে i এর উপর মাউস এর কার্সর Hover Over করুন এবং পরিবর্তন করতে আপডেট এ ক্লিক করুন

ইন্সটলে কোনোরকম সমস্যা হলে টিউমেন্ট করবেন!

আজ এখানেই... চলে যাচ্ছি ব্যাস্ত শহরে  😕
ফেবুতে আমি  😎

Level 0

আমি রওনক হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস