এখন থেকে ব্রাউজার এবং ডাউনলোড ম্যানেজার ছাড়া জাদুকরী উপায়ে প্রয়োজনীয় সব সফটওয়্যার ডাউনলোড করে অটোমেটিক ইনস্টল করুন! এবার সবাইকে চমকে দিয়ে নিজেকে প্রমাণ করুন সত্যিকারের এক্সপার্ট!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রাউজার এবং ডাউনলোড ম্যানেজার ছাড়া জাদুকরী উপায়ে কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এবং অটোমেটিক ইনস্টলেশন সম্পর্কিত আমার আজকের টিউন।

আমরা যখন কম্পিউটারে কোন প্রোগ্রাম ইনস্টল করি তখন কেউ কখনো খেয়াল করিনা যে সেটা কীভাবে ইনস্টল হচ্ছে। বছরের পর বছর ধরে আমরা প্রোগ্রাম ইনস্টলেশনের জন্য চিরাচরিত প্রথা মেনে আশাকরি। তারপর তার EXE (Executable File) ফাইল কিংবা MSI (MicroSoft Installer) ফাইল ডাউনলোড করে সেটাকে ইনস্টল করার চেষ্টা করি। ইনস্টলেশনের ধাপগুলো এতোটাই দীর্ঘ যে ক্লিক ক্লিক ক্লিক ক্লিক দিতে দিতে বিরক্তির সীমা থাকেনা!

যদিও এই পদ্ধতির কোন বিকল্প আমরা জানিনা বলেই কখনো এটাকে বিরক্তিকর বলে মনে হয়নি। আপনারা যারা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা সাধারনত কমান্ড (টার্মিনাল) ব্যবহার করে কোন প্রোগ্রাম কম্পিউটারে ইনস্টল করেন। এর জন্য অতিরিক্ত কোন ঝামেলা করতে হয়না। শুধু কমান্ড লিখলেই ব্যবহারকারীর অজান্তে কাঙ্খিত ফাইল ডাউনলোড হয়ে যায়।

আমরা আজ দেখবো কীভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সব চেয়ে সহজ পদ্ধতিতে (দুইটা কমান্ডের সাহায্যে) কোন প্রকার ব্রাউজার এবং ডাউনলোড ম্যানেজার ছাড়া প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। আমাদের জন্য এই কাজটি করে দিবে Chocolatey নামের একটি কমান্ড লাইন অ্যাপ্লিকেশন। পানির মতো সহজ এই টিউনের পরবর্তি অংশে আপনারা এই Chocolatey ব্যবহারের সব পদ্ধতি জানতে পারবেন।

Chocolatey – কী কেন কীভাবে?

Chocolatey হলো একটি উইন্ডোজ ভিত্তিক এবং ডেভেলপার কেন্দ্রিক প্যাকেজ ম্যানেজার অ্যাপ্লিকেশন (কমান্ড লাইন) যাকে NuGet বলা হয়। সাধারনত অন্যন্য ম্যানুয়েল প্রোগ্রাম ইনস্টলেশনের চেয়ে ভিন্ন প্রক্রিয়ায় এবং ব্যবহারকারীদের কোন প্রকার ঝামেলায় না ফেলে Chocolatey নিভৃতে প্রোগ্রাম ইনস্টল করে থাকে। আপনি Chocolatey ব্যবহার করলে যেসব সুযোগ সুবিধা পাবেন সেগুলো সম্পর্কে আগে একটু আলোকপাত করে নিই।

  • Chocolatey এর রয়েছে নিজস্ব প্রজেক্ট কমিউনিটির দ্বারা তৈরী প্যাকেজ ফিড যা দৃষ্টির অন্তরালে আপনার কম্পিউটারের জন্য প্রয়োজনীয় এবং আপনার চাহিদা ভিত্তিক অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইনস্টলে সাহায্য করবে।
  • অন্যন্য কামান্ডের মতো কোন কঠিন কমান্ড নেই। শুধুমাত্র ২টা কমান্ড ব্যবহার করে আপনি নিমিষেই Chocolatey সার্ভার থেকে প্রয়োজনীয় সহস্রাধিক অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
  • শুধুমাত্র কমান্ড প্রম্পট ব্যবহার করে Chocolatey ব্যবহার করতে হবে। তাই অ্যাপ্লিকেশন ডাউনলোড কিংবা ইনস্টলেশনের জন্য কোন প্রকার ব্রাউজার বা ডাউনলোড ম্যানেজারের প্রয়োজন নেই।
  • Chocolatey ইন্টারনেট থেকে সরাসরি কোন প্রকার ঝামেলা ছাড়ায় প্রোগ্রাম ডাউনলোড করে। এবং উক্ত প্রোগ্রাম চালানোর জন্য যা কিছু প্রয়োজন সব এক সাথে ডাউনলোড এবং ইনস্টল হয়। (যেমন অনেক ক্ষেত্রে ডট নেট ফ্রেমওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকে)
  • Chocolatey এর সাহায্যে এক সাথে একাধিক প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করা যায়।

এবার মনে করুন আপনি একটা নতুন পিসি কিনলেন এবং এতে শুধুমাত্র Chocolatey ইনস্টল করলেন। আপনার সামনে এখান রয়েছে বিশাল এক সফটওয়্যার সমুদ্র।

শুধু প্রোগ্রামগুলোর নাম লিখবেন এবং Chocolatey আপনাকে সাথে সাথে সেগুলো ডাউনলোড করে ইনস্টল করে দিবে। Chocolatey এর ব্যবহার এতোটাই সহজ যে আপনি নিজেই চমকে যাবেন যে, এতো এডভান্স লেভেলের কাজ এতো সহজে কীভাবে করা সম্ভব!

Chocolatey – ইনস্টলেশন প্রক্রিয়া

Chocolatey ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সাধারন। আপনি যদি কপি পেস্ট করতে জানেন তাহলেই Chocolatey ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন। Chocolatey ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য একটাই ধাপ। শুধুমাত্র কম্পিউটারের কমান্ড প্রম্পট (cmd) এডমিন হিসাবে চালু করুন এবং নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন। এবার এন্টার চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। আশা করছি এতোটুকুতেই আপনার কাজ হয়ে যাবে।

@powershell -NoProfile -ExecutionPolicy unrestricted -Command "iex (new-object net.webclient).DownloadString('https://chocolatey.org/install.ps1'))" && SET PATH=%PATH%;%ALLUSERSPROFILE%\chocolatey\bin

আমার কেন জানি মনে হচ্ছে নতুন ব্যবহারকারীদের কাছে এখনো বিষয়টা কঠিন লাগছে! তো তাদের জন্য নিচের ধাপগুলো দ্রষ্টব্য-

  • প্রথমে কম্পিউটারের স্টার্টমেনু থেকে All Programs > Accessories > Command Prompt এ মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের চিত্রের মতো Run As Admin অপশনে ক্লিক করুন।

  • এবার নিচের চিত্রের মতো কমান্ড প্রম্পট ওপেন হলে উপরে বর্ণিত কোডগুলো মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিন। পেস্ট হয়ে গেলে এন্টার চাপুন।

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচের চিত্রের মতো Chocolatey কপি এবং ইনস্টল হওয়ার চিত্র দেখতে পাবেন। আপনাকে অবশ্য এখানে কিছুই করতে হবেনা।

আশা করছি আপনারা সবাই সফলভাবে Chocolatey ইনস্টল করতে পেরেছেন। তাছাড়া এটা আহামরি কঠিন কোন বিষয়টা না যে আপনারা পারবেন না। তবে অনুরোধ একটাই, কেউ অকারন ভয় পাবেন না।

Chocolatey এর সাহায্যে যেভাবে প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করবেন

আপনি যে Chocolatey ইনস্টল হতে দেখেছেন এতোটুকুই মনে রাখার বিষয়। নাহলে Chocolatey প্রোগ্রামটি কে আপনি কোনদিন চোখেও দেখবেন না। এটা মুলত একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। আপনি যখনই কোন শর্ট কমান্ড লিখবেন Chocolatey সেটাকে কাজে রূপান্তরিত করে দিবে।

এর সাহায্যে কোন প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করা এতোটাই সহজ যে এর তুলনায় কম্পিউটারে Chocolatey ইনস্টল করাটাই তুলনামূলকভাবে কঠিন। যাহোক, আপনারা যেহেতু কঠিন কাজটি করেছেন সুতরাং সহজ বিষয়টা নিয়ে এতো মাথা ঘামাতে হবে না। এর সাহায্যে প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল প্রক্রিয়া নিম্নরূপ-

  • Chocolatey এর সাহায্যে কোন প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টলের জন্য (cinst অথবা choco install) দুটোর যেকোন একটি কমান্ড আপনি ব্যবহার করতে পারবেন।
  • এর মানে হলো ধরুন আপনি কম্পিউটারে skype ইনস্টল করতে চাচ্ছেন তাহলে এডমিন হিসাবে রান করা কমান্ড প্রম্পটে cinst skype অথবা choco install skype লিখে এন্টার চাপলেই স্কাইপ ডাউনলোড এবং ইনস্টল হওয়া শুরু করবে। এই কমান্ডটি বুঝার জন্য নিচের চিত্র দেখুন।

  • স্কাইপ ডাউনলোডের প্রক্রিয়া শুরু হলেই নিচের মতো চিত্র দেখতে পারবেন। ডাউনলোড শেষে ফাইলটি নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে যাবে। তবে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত কমান্ড প্রম্পটি বন্ধ করা যাবে না।

  • তবে মাঝপথে নিচের মতো করে কনফার্মেশন চাইলে ১ চেপে এন্টার দিন। এর ফলে Chocolatey এর স্ক্রিপ্ট রান করার অনুমতির দেওয়া হবে।

  • মনে করি, আপনি vlc, ccleander কিংবা 7zip সফটওয়্যারগুলো ইনস্টল করতে চান তাহলে তাদের জন্য কমান্ডগুলো হবে যথাক্রমে cinst vlc অথবা choco install vlc, cinst ccleaner অথবা choco install ccleaner এবং cinst 7zip অথবা choco install 7zip ইত্যাদি। এরকম প্রয়োজনীয় সব প্রোগ্রামকে তাদের নাম লিখে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
  • কোন একটা প্রোগ্রাম Chocolatey এর সার্ভারে আছে কিনা জানার জন্য কমান্ড প্রম্পটে choco search [keyword] টাইপ করুন অর্থাৎ যদি ccleaner খুঁজতে চান তাহলে শুধুমাত্র choco search [ccleaner] লিখে এন্টার দিলেই জানতে পারবেন সার্ভারে ccleaner আছে কিনা।
  • Chocolatey এর সার্ভারে কোন কোন প্রোগ্রাম আছে এবং যেগুলো কতোবার ডাউনলোড করা হয়েছে জানার জন্য এখানে ক্লিক করুন। আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা দেখে যে, কতো লোক Chocolatey ব্যবহার করে!
  • একাধিক সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে নির্দিষ্ট কমান্ডের পর সেগুলোর নাম পরপর লিখুন। যেমন আমি চাচ্ছি একই সাথে vlc, gimp এবং Firefox ডাউনলোড করবো। তাহলে কমান্ড হবে এরকম- cinst vlc gimp Firefox অথবা install choco vlc gimp Firefox।
  • কোন প্যাকেজ আনইনস্টল করে দিতে চাইলে choco uninstall লিখে তারপর প্যাকেজের নাম লিখুন। যেমন Firefox এর জন্য লিখতে হবে choco uninstall Firefox। আশা করি এবার পুরোপুরি বুঝতে পেরেছেন।

আজকের টিউনের বিষয়বস্তু টেকটিউনস পরিবারের কাছে সম্পূর্ণ নতুন। আর আমাদের এই কমিউনিটিতে নতুনকে ভয় পায় এরকম লোকের যেমন অভাব নেই তেমনি নতুনকে পুঁজি করে আরও নতুনকে জানার জন্য আগ্রহী লোকেরও কোন অভাব নেই।

আপনারা কে কোন দলে আছেন সেটা আজ আপনাদের টিউমেন্ট দেখেই বুঝা যাবে। আশা করছি টিউন শেষে আপনাদের নতুনের প্রতি আগ্রহ ভিন্ন অনাগ্রহ যেন না দেখতে হয়।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু জানলাম,ধন্যবাদ ফাহাদ ভাই ।

পোস্টটি অনেক সুন্দর হয়েছে। নতুন কিছু শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সফটওয়্যার খুঁজাখুঁজির দিনও তাহলে শেষ হয়ে এসেছে। Chocolatey ব্যবহার করলে শুধুমাত্র সিএমডি থেকেই প্রত্যেকটি ওপেন সোর্স এবং ফ্রিওয়্যার সফটওয়্যার খুঁজে পাওয়া যাবে। বিভিন্ন ওয়েব সাইট ঘুরে ঘুরে সফটওয়্যার ডাউনলোড কিংবা আপডেট দিতে হবেনা। তবে যাদের ইন্টারনেট স্পিড কম তারা একটু ঝামেলায় পড়বে। কারন এখানে রিজিউম সাপোর্ট বলে কোন অপশন থাকবে বলে আমার মনে হয় না। তবে যারা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেন কিংবা মাঝারি স্পিডের তাদের জন্য কোন সমস্যা হবেনা। আমি CCleaner সফটওয়্যারটি Chocolatey দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে ইনস্টল করে ফেলেছি। সম্পূর্ন নতুন এই বিষয়ে এই টিউনটি টেকটিউনস পরিবারের জন্য অনেক বড় একটা পাওয়া। আশা করা যাচ্ছে এই টিউনের পর সফটওয়্যার বিষয়ে টিউন নির্ভরতা অনেকটাই কমবে। কারন আমরা অধিকাংশ সময় ভেরিফাইড লিংক খুঁজে পাইনা। কিন্তু এখানে লিংক নিয়ে কোন চিন্তা করতে হবে না। আশা করছি টেকটিউনস এডমিন মৌলিক এবং সময় উপযোগী টিউন হিসাবে এটাকে নির্বাচিত মনোনয়ন করবে।

    @Nouman Alam: Chocolatey এর উপরে আপনার চমৎকার রিভিউ নজর কাড়ার মতো। ব্যবহারকারীদের কাছে এই বিষয়গুলো হয়তো এখন খুব ভালোভাবে দৃষ্টিগোচর হবে। তবে নতুন কিছুকে সাদরে গ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।

    বরাবরের মতো সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য ধইন্যা 🙂

বাপরে, এতো অস্থির মজা….পুরো হার্ডকোর স্টাইল!!!….কাজের সুবাদে আমারও NuGet-র অভিজ্ঞতা আছে 🙂

তবে লিনাক্সেও কিন্তু সাধারণত কমান্ড ইনস্টলেশনের প্রয়োজনই পড়ে না….কারণ এর বিশাল সফটওয়্যার রিপোগুলো অনেক সমৃদ্ধ আর সফট সেন্টার থেকে বাটনের টিপাটিপিতেই সব করা যায়…..তাছাড়া কমান্ড মোটামুটি সোজা হলেও সবার প্রথম পছন্দ না কিন্তু!!

তারপরও সাইট ঘেঁটে ফিচার পড়ে আলাদা করে কানে ধরে সফট নামানোর মজাই আলাদা….তাছাড়া পেইড ভার্সনের জন্যতো সেই পেইজে ঘোরাঘুরি করতেই হয় নাকি? :mrgreen: তবে ছোটখাট সফটগুলোর বাড়তি ঝামেলা কমাবে এটা…নতুন বিষয়টা ভাগাভাগির জন্য তাই ধইন্যা 🙂

    @নিওফাইট নিটোল: ভালো বলেছেন, তবে সব কিছুর বিকল্প জেনে রাখা প্রয়োজন। কোনদিন হয়তো ব্রাউজার কিংবা ডাউনলোড ম্যানেজার নামানোর জন্যও এটা ব্যবহার করা লাগতে পারে। অন্তত ইন্টারনেট এক্সপ্লোরারের হাত থেকে বাঁচার জন্য। তবে যাই হোক নতুন জিনিসে অভ্যস্ত হতে একটু সময় লাগবে হয়তো তবে জিনিসটা ব্যবহার করলে হয়তো প্রেমে পড়তে পারেন। আপনাকে যতোটুকু জানি সে থেকে বলছি।

    বরাবরের মতো সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য ধইন্যা থাকছেই 🙂

      Level 0

      @সানিম মাহবীর ফাহাদ: ভাই, internet explorer এর হাত থেকে বাঁচতে চান? project spartan use করে দেখেছেন?
      হাই স্পিড ইন্টারনেট আছে বলে আপনার installer file রাখার প্রয়োজন হয়না, কিন্তু আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের জন্য backup installer file রাখা অনেক জরুরি।
      by the way উইন্ডোজের জন্য প্যাকেজ ম্যানেজার এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

        @alarifbrur: পক্ষে বিপক্ষে সব কিছুর একটা পজিটিভ যুক্তি থাকে। আপনার কথার সাথে আমিও একমত। তবে নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই টিউনের মূল উদ্দেশ্য। হয়তো আপনিও কোনদিন প্রয়োজনে লাগিয়ে ফেলতে পারেন।

        আমি নিজেও চিরাচরিত exe কিংবা msi ফাইল ডাউনলোড করে তারপর ব্যবহার করি। তবে আপডেট এবং সহজ ইনস্টলেশনের জন্য কিন্তু বিষয়টা মন্দ না। কারন পিসিতে ভালো নেট থাকলে একবারে প্রয়োজনীয় সব কিছু ডাউনলোডের কমান্ড লিখে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে দেখবেন সব প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। বিষয়টা কী মন্দ মনে হচ্ছে?

        যাহোক, সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ 🙂

Level 0

thanks nice tune chaile jan……………………………………..

Level 2

চমৎকার একটি সফটওয়্যার/প্যাকেজ, নতুন তো বটেই।Dependency শুধু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে software গুলোর crack use করতে হয় সে গুলোর কি হবে?

    @harun24hr: Crack এর ব্যাপারটা আপাততো বাদ দিতে হবে। এটাতে ওপেন সোর্স এবং ফ্রিওয়্যারগুলো পাবেন। তবে সামনের দিনগুলোতে ফুল ভার্সন সফটওয়্যার পেতে পারেন। কারন এতে ইনস্টলারের পরিবর্তে প্যাকেজ ইনস্টল হয়ে থাকে 🙂

আমার পিসিতে এরকম আসছেঃ
Exception calling downstring is underlaying…………………………………………….
………………………………………………………………….

ফাহাদ ভাই, অনেক সুন্দর আর গুছানো টিউনের জন্য অনেক ধন্যবাদ। অনেক উপকারে আসবে। আমার একটু জানার ছিল। চকোলেটির মাধ্যমে কিভাবে সফটওয়্যার আপডেট এবং ব্যাকআপ রাখা যায়? আর এর মাধ্যমে কিভাবে পিসির দরকারি ড্রাইভার ইন্সটল করা যায় জানালে উপকৃত হতাম।

    @Sumon Islam: চকোলেটি সাধারনত সফটওয়্যারের ইনস্টলারের পরিবর্তে প্যাকেজ ডাউনলোড করে থাকে। তার মানে আপনি যদি ব্যাকাপ রাখতে চান তাহলে সিস্টেম ড্রাইভ থেকে ফুল প্যাকেজ ব্যাকআপ রাখতে পারবেন। চাইলে পরবর্তিতে সেগুলোকে পোর্টেবল অ্যাপ্লিকেশন হিসাবেও ব্যবহার করতে পারবেন।

    সুন্দর টিউমেন্টের জন্য সুবাসিত ধইন্যার শুভেচ্ছা 🙂

onek sundor tune, Thanks bro..

আমার একটু সমস্যা হয়েছিল…বহূ এখন সব ঠিক আছে ! আপনাকে ধন্যবাদ…

Level 0

ভাই অসাদারন টিউন। যদি মোবাইল এ করা যেত তাহলে আর সুন্দর হত। ধন্যবাদ আপনার সুন্দর একটা টিউন এর জন্ন।

    @Hazi atik: প্রযুক্তির দুনিয়ায় শেষ কথা বলে কিছু নেই। হয়তো খুব দ্রুতই মোবাইলের জন্যও এরকম কিছু চলে আসবে।

    টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

আপনার পোস্ট গুলো প্রচন্ড ভাল লাগে। আজকেও তার ব্যতিক্রম হয়নি।
অসাধারণ কিছু জানতে পারলাম। ধন্যবাদ @ ফাহাদ ভাই।

নাহ ভাই আপনিতো লোকটা বহুত খারাপ ৷ শেষ পর্যন্ত আমাকে লগ ইন করিয়েই ছাড়লেন ৷ আম কাঠালের শুভেচ্ছা চমৎকার চমৎকার টিউন উপহার দেওয়ার জন্য ৷ সাথে এক বস্তা ধইন্যা 😉

    @আকরামুল হাসান: হা হা হা, বহুদিন পরে আপনার টিউমেন্ট দেখলাম। ধইন্যার শুভেচ্ছা না দিয়ে পারলাম না।

    নিয়মিত টিউমেন্ট না করলে তো নতুন করে লগইন করতেই হবে।

সম্পুর্ণ আলাধা এবং নতুন কিছু শেখানোর জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া । @
সানিম মাহবীর ফাহাদ

Level 0

প্রিয় টিউনস

Level 0

Techtunes পরিবারের আমি এক অলস সদস্য, খুব সহজে কারোর টিউনের মন্তব্য করা হয় না, আমাকে কৃপণ ও বলতে পারেন! আপনাদের অনেকের টিউন থেকে অনেক তথ্য পেয়ে থাকি, কয়েকজনের টিউন সব সময়-ই আলাদা তার ভিতরে জনাব ‘সানিম মাহবীর ফাহাদ’ একজন। আজকের এই টিউনের পরে আর লগিন না করে পারলাম না, শুধুমাত্র মন্তব্যের জন্য লগিন করেছি; সত্যি বলতে কি ‘অসাধারন’ একথা বলার কোন অবকাশ নেই। হইত কারোর কাছে এটা তেমন গুরুত্বের ব্যাপার না, আমি মনে করি ৯০% বেশি windows ব্যাবহারকারী কোন দিন নাম ও শুনে নাই ‘চকোলেটি ইনস্টলারের’।

    @zulfikar: আলস্য ভেঙে এবং কৃপনতাকে উপেক্ষা করে আমার টিউনে প্রথম টিউমেন্ট করেছেন বলে ধইন্যার বন্যায় আপনাকে ভাসায়ে দিলাম জুলফিকার ভাই। তবে চকোলেটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হলেও ৯৯ ভাগ মানুষ এটা জানেনা। অন্তত এখনো পর্যন্ত কেউ বলেনি যে আগে এরকম কিছু ব্যবহার করেছে। তবে আশা করছি এর পর থেকে মানুষ একমাত্র এই অ্যাপ্লিকেশনটির নামই মনে রাখবে।

    সুন্দর এবং হৃদয়হরণকারী মন্তব্যের জন্য আবারো অনেক অনেক ধইন্যা 🙂

Level 0

ভাই আপনি কই পান এই সব !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    @tsujon: টেকটিউন পরিবারের সাথে নতুন কিছু শেয়ার করার প্রত্যয় এবং কপিপেস্ট বিদ্বেষি মানুষিকতায় আমাকে এসব খুঁজে পেতে সাহায্য করে। টিউেমেন্টের জন্য ধইন্যা 🙂

Level 0

ভাই আপনি কই পান এই সব !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ #সানিম মাহাবির ফাহাদ শেয়ার করার জন্য ।

Nice Tune 😉 Nuton kisu Shiklam 😀 Tnx a Lot 😉

Level 0

ভাই ডাউনলোড স্পীড কি লিমিটেড ?? আমি সর্বচ্চ 2mbps স্পীড পাচ্ছি এর উপরে উঠছেনা ।

    @tsujon: ইনস্টলারের পরিবর্তে প্যাকেজ ইনস্টল হয় বলে হয়তো এরকম হচ্ছে। তবে এর জন্য স্পিড লিমিটের কোন ধরাবাধা নিয়ম নেই।

অসাধারন .

ভাই এইটার দারা install করলে serial key নিয়া problem করবে কি ?

Level 0

ভাই আমি এক অলস সদস্য ৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে লগিন করলাম। কৃতজ্ঞ আপনার কাছে, বহুদিন যাবত কম্পিউটার এর সাথে আছি, আজ নতুন কিছু জানলাম। ধন্নবাদ আপনাকে, আপনারা আছেন বলেই প্রিয় টেকটিউন এ আমরা প্রতিদিন উকি দিতে বাধ্য হই। আবারও ধন্নবাদ আপনাকে নতুন কিছু শেয়ার করার জন্ন ।

    @Sanu: আপনাদের নতুন কিছু জানাতে পারছি বলে সত্যিই ভালো লাগছে। সেই সাথে আপনার সুন্দর এবং মধুর টিউমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ 🙂

এতোদিন আপনার টিউনে টিউটমেন্ট করার খুব ইচ্ছা হলেও করতে পারিনি। টেকটিউনসে অনেকদিন থেকেই নিয়মিত যাতায়াত থাকলেও নিবন্ধনের সুযোগ না থাকাই এতোদিন নিবন্ধিত হতে পারিনি, যে কারনে কোন টিউন বা টিউটমেন্টও করতে পারিনি। কাল নিবন্ধিত হয়ে আজই 3D নিয়ে একটি টিউন করি এবং এই টিউন করতে যেয়ে প্রথম প্রথম হওয়াই অনেক সময় লেগে যায় যে কারনে কালকের পরের টিউনস গুলো আর দেখা হয়নি। আজ একটু মুক্ত হয়েই টিউনস গুলো দেখা শুরু করলাম এবং মনে মনে আপনার একটি টিউনের জন্য প্রার্থনা করতেছিলাম। যাই হোক, পেয়ে গেলাম আমার সেউ কাঙ্ক্ষিত টিউনারের টিউন। বরাবরের মত আজও আপনার টিউনটি এক কথায় অসাধারণ হয়েছে। এতো সুন্দর টিউনের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আপনার একক ও অসাধারণ টিউনস গুলোতে টিউটমেন্ট করে কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়ে গর্বিত।

    @রিহানুর ইসলাম প্রতীক: রিহানুর ইসলাম ভাই, আপনার এই টিউমেন্টে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের ভেতরে একরাশ উষ্ণতা বয়ে আনলো। কেউ আমার টিউনে টিউমেন্টে করার জন্য এতোটা উদগ্রীব থাকবে সেটা ভাবতেই অন্য রকম এক ভালোলাগা কাজ করছে মনে।

    সব সময় এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি। এবং আমিও আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে ইউনিক এবং অসাধারন কিছু দেবার।

নতুন কিছু শিখলাম…. (ফিলিং: কম্পিউটার এক্সপার্ট) 😀

নতুন কিছু শিখলাম…. (ফিলিং: এক্সপার্ট) 😀

সত্যিই সাধারণ ভাই।

সানিম মাহবীর ফাহাদ ভাই আমার কম্পিউটারেতো হচ্ছে না? আপনি যে ভাবে বলেছেন সেই ভাবেইতো করলাম। কিন্তু ইন্টার দেয়ার পরে Unexpected token .). in expression or statement.
At line: 1 char : 85
+ iex (new-object net.webclient).Down1oadString(https://choco1atey.org/install.ps1.))<<<<
ম্যাসেজটি আসতেছে।

Level 0

ধন্যবাদ ৥ সানিম মাহবীর ফাহাদ ভাই। ভালো লাগার মত নতুন কিছু শিখলাম….

ধন্যবাদ ভাই জ্ঞানগর্ভ টি উনের জন্য। ভাই সেরা দশে ফটোশপ ২০১৯ ও ইলেস্ট্রটর ২০১৯ ক্রাক ফাইলসহ দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।