পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স এবং কপিকম সহ যেকোন কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করুন! না দেখলে ‘সহজ’ কথাটির সংজ্ঞা আপনার কাছে অজানা থাকবে সারা জীবন!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের সেরা কিছু ফাইল শেয়ারিং সাইট থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার সব চেয়ে সহজ উপায় সম্বলিত আমার আজকের টিউন।

ফাইল শেয়ারিং প্রত্যেকটা প্রযুক্তি পিপাসুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা বিভিন্ন সময়ে টেকটিউনসে কোন কিছু ডাউনলোড সম্পর্কিত টিউন করি তখন আমাদের উক্ত ডাউনলোডের জন্য জনপ্রিয় কিছু শেয়ারিং সাইটে ফাইল আপলোড করে সেখান থেকে শেয়ার করতে হয়। কিন্তু প্রত্যেকবার আমাদের সামনে যে ঝামেলাটা হয় সেটা হলো যখন আমরা সেই পাবলিক লিংকগুলোতে ক্লিক করি তখন সেটা উক্ত ফাইল শেয়ারিং সাইটের নিজস্ব ওয়েব সাইটে গিয়ে তার ডাউনলোড অপশন আসে।

কিন্তু আমার অনেক টিউনে আপনারা দেখেছেন যে ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্র ডাউনলোড শুরু হয়ে যায়। অনেকেই ব্যক্তিগত ভাবে প্রশ্ন করেছিলেন যে সেটা কীভাবে করা যায়? আজকের টিউনে আমরা দেখবো কীভাবে খুব সহজে কোন কিছু ডাউনলোডের জন্য ডাইরেক্ট লিংক তৈরী করা যায়। যাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায়।

তবে টিউনটি শুরু করার পূর্বে আমি এতোটুকু অনুমান করে নিচ্ছি যে আপনারা কীভাবে ফাইল আপলোড করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটা জানেন। কারন সেটা না জানলে আজকের টিউনটি মূল্যহীন মনে হবে। সহজ বিষয়টা আলোচনায় এনে টিউনের আকার আপাততো বাড়ালাম না।

গুগল ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

গুগল ড্রাইভ হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফাইল শেয়ারিং প্লাটফর্ম। গুগল ড্রাইভ গুগল এর একটি সেবা বিধায় এটা নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছেনা। একটা গুগল ড্রাইভে প্রায় ১৫ গিগাবাইট ডাটা ফ্রি পাওয়া যায়। যাহোক, ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরীর জন্য নিচের নির্দেশনা অনুসরন।

  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। আপনি শেয়ারিং এর জন্য একটি URL পাবেন। চিত্রে দেখানো নির্দেশনার মতো খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে। এবার URL টি কপি করুন। আপনার আসল কাজ শুরু হবে এখন।

  • ইমেজে নির্দেশিত URL টিতে লক্ষ্য করুন। এখানে "https://drive.google.com/file/d/" লেখাটির পরে এবং /edit?usp=sharing এর আগে পর্যন্ত একটি ইউনিক আইডি আছে। যেমন আমার এই চিত্রে  0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU আইডিটা আছে। আমাদের শুধুমাত্র এই আইডিটা লাগবে।
  • এখন আমাদের ফাইলের আইডিটা নিচের লিংকের FILE_ID এর জায়গায় পেস্ট করুন। তাহলেই ডাইরেক্ট লিংক তৈরী হয়ে যাবে।

"https://drive.google.com/uc?export=download&id=FILE_ID"

  • তারমানে ডাইরেক্ট ডাউনলোড লিংকটি হবে ঠিক নিচের মতো।

"https://drive.google.com/uc?export=download&id=0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU"

  • এই লিংক আপনি এখন যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন। যে কেউ যদি উপরের লিংকে ক্লিক করে তাহলে গুগল ড্রাইভ উইন্ডো চালু না হয়ে ফাইলটি সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে।

মাইক্রোসফট ওয়ান ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

আরও একটি জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট হলো মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ। ৭ গিগাবাইট ফ্রি ফাইল শেয়ারিং এর সুবিধা যুক্ত এই সাইটটি মাইক্রোসফটের প্রত্যেকটা সেবার মতোই ব্যবহারকারীদের মন জয় করেছে। এবার আমরা দেখবো কীভাবে ওয়ান ড্রাইভের শেয়ার করা যেকোন ফাইলকে এক ক্লিকে ডাউনলোড করতে পারি।

  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে।

  • এবার Create Link এ ক্লিক করলে আপনি একটি URL পাবেন। মনে করি আপনার URL টি নিচের মতোন।

"https://onedrive.live.com/redir?resid=E61579C74A54100D%21166"

  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য কাজ খুবই অল্প। শুধুমাত্র redir? কথাটিকে download? দিয়ে রিপ্লেস করে দিন। এবার আপনার ফাইনাল লিংক হবে নিচের মতো যাতে ক্লিক করলেই অটোমেটেক ফাইল ডাউনলোড শুরু হবে।

"https://onedrive.live.com/download?resid=E61579C74A54100D%21166"

কপি.কম থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

এর আগে বর্ণিত গুগল ড্রাইভ কিংবা মাইক্রোসফট ওয়ান ড্রাইভে তৈরী করা ডাইরেক্ট লিংকগুলোতে ক্লিক করার পর ফাইল ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগে। যদিও এটা খুব বেশি না তবে আমি চাচ্ছি ডাউনলোড লিংকে ক্লিক করা মাত্র যেন ডাউনলোড শুরু হয়। কপি.কম থেকে শেয়ার করা ফাইলগুলোর জন্য আপনি এই সুবিধাটা পাবেন। ১৫ জিবি ফ্রি স্পেস এর এই কপি.কম তাই আমার কাছে সব চেয়ে ফেবারিট। চলুন তাহলে দেখে নেই কীভাবে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যাবে।

  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। তারপর নিচের চিত্রের মতো করে URL টি কপি করে নিন। আমাদের কপি করা URL টি হলো - "https://copy.com/TOQYaOLGfQqY"।

  • এবার কপি করা URL ব্রাউজারে পেস্ট করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এড্রেসবারে একটা নতুন URL পাবেন। এবার নতুনটি কপি করে রেখে পুরাতনটাকে ভুলে যেতে পারেন। মনে করি নতুন URL টি নিচের মতো।

"https://www.copy.com/s/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"

  • এবার URL টি থেকে লাল চিহিৃত অংশগুলো মুছে ফেলুন। খেয়াল রাখবেন প্রত্যেকটা URL এ এরকম যতো অংশ পাবেন সবগুলো মুছে ফেলতে হবে। নতুন URL টি দেখতে নিচের মতো হবে। এটাই আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক যাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

"http://copy.com/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"

ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

ব্যক্তিগতভাবে ফাইল শেয়ারিং এর জন্য ড্রপবক্স খুব জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সাইট। এখানে বিনামূল্যে ২জিবি ডাটা দেওয়া হয়। তবে কাউকে রেফার করলে তার জন্য দুজন ব্যক্তিই অতিরিক্ত ৫০০ মেগাবাইট করে ডাটা বোনাস হিসাবে পায়। অধিক পরিমাণ ডাটা শেয়ারের ক্ষেত্রে ব্যান্ডউইথ লিমিট থাকলেও সাধারন মানুষের কাছে ড্রপবক্স অনেক গুরুত্বপূর্ণ। আমি নিজেও ড্রপবক্স দিয়ে প্রথম ফাইল শেয়ারিং শুরু করি। যাহোক, এবার আসল কথায় আসি। আমরা এখন দেখবো কীভাবে ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যায়।

  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে নিচের চিত্রের মতো সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার লিংক নির্বাচন করুন। তাহলে আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে লিংকটি কপি হয়ে যাবে। মনে করি আমাদের লিংকটি নিচের মতো।

"www.dropbox.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"

  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য শুধুমাত্র লাল চিহিৃত অংশ অর্থাৎ "www.dropbox.com" লেখাটিকে "dl.dropboxusercontent.com" দিয়ে রিপ্লেস করে দিন। ব্যাস, আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী। যেটা দেখতে নিচের মতো হবে।

"https:// dl.dropboxusercontent.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"

অন্যন্য যেকোন ফাইলের ডাইরেক্ট লিংক শেয়ার

অন্যন্য কিছু জিনিস ডাউনলোডের জন্য যখন আপনি ডাইরেক্ট লিংক শেয়ার করতে চাইবেন তখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন। অধিকাংশ ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিংক থেকে ডাইরেক্ট ডাউনলোড করা যাবে। সুতরাং ডাইরেক্ট লিংকের জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • প্রথমে কোন কিছু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড শুরু হওয়ার পরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মেইন উইন্ডো হতে উক্ত ফাইলের লিংকের উপর ডাবল ক্লিক করুন।

  • এবার দেখবেন নিচের চিত্রে চিহিৃত জায়গায় উক্ত ফাইলের ডাইরেক্ট লিংক দেখা যাচ্ছে।

আশা করছি আপনারা সফলভাবে কাজটি করতে পেরেছেন। তবে আইডিএম লিংক প্রায় সবার জন্য উপযোগী। তবে দুই একটা ব্যতিক্রম আছে। যাহোক, বেশি বেশি ফাইল শেয়ার করে টেকটিউনস কমিউনিটিকে আরও সমৃদ্ধ করুন। এবং টিউনে কোন কিছু একবারে না বুঝলে বারবার পড়ুন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ভাল কিছু দেওয়ার জন্য

ধন্যবাদ অনেকের কাজে লাহতে পারে খুব সুন্দর হয়েছে

অনেক ধন্যবাদ।
খুবই দরকারী ও কার্যকরী টিউন।
অবশ্যই কাজে লাগবে।

অনেক ভাল লেগেছে টিউন টা

Level 0

ভাই টেকটিউন এ কিভাবে পোস্ট করতে হয় তার একটা ভিডিও টিউটোরিয়াল যদি শেয়ার করতেন তাহলে উপকৃত হইতাম(শুরু থেকে শেষ পর্যন্ত) ।
ধন্যবাদ ভালো একটা পোস্ট করার জন্য ।

টেকটিউন্সের পোস্টের মাঝে ভিডিও যোগ করব কিভাবে?

    @টিউনার সাকিব: ভিডিও যদি ইউটিউবে আপলোড করা থাকে তাহলে শুধুমাত্র সেই লিংকটি সরাসরি টেক্সট হিসাবে টিউনে দিয়ে দিন। টেকটিউনসের নিজস্ব ভিডিও ইমবেড মেথডের সাহায্যে আপনার টিউনে সুন্দর ভাবে ভিডিও যুক্ত হয়ে যাবে।

Thanks

Level 1

অনেক ধন্যবাদ, ফাহাদ ভাই বরাবরের মত উপকারী টিউনের জন্য।।

প্রিয় টিউন্সে রাখলাম, আমার যখন দরকার পড়বে তখন ধন্যবাদ দিমু নে! 😉

Level 0

Valo Hoysa. Vie Akta Help Dorkar. Setay Hoccay Online a income korar full video tutorial bangla tay ditay parben ba tectunes er kono link jeta kuz korbay

    @Md Arif: দুঃখিত আরিফ ভাই 🙁 এ ব্যাপারে আপনি কোন ফ্রিল্যান্সারের কাছে সাহায্য চাইতে পারেন। আমি এখনো ছাত্র এবং এ ব্যাপারে খুব কম জানি।

Level 2

অন্যন্য যেকোন ফাইলের ডাইরেক্ট লিংক শেয়ার
এই কথাটা মানতে পারলামনা ভাই আর এটা একে বারেই ঠিক নয়
অটো মেগনেট লিং সম্পর্কে অবশ্যই জানা আছে ?
কিছু লিং আছে যাহা শুধূ মাত্র ঐ আইপিতে কাজ করবে & কিছূ আছে ঐ লিং মাত্র কিছু সময়ের জন্য ।
তাই আই.ডি.এম এর ব্যবহার ঠিক নয়।

    @kalamfaim: আপনি সম্ভবত হেডিংটা পড়েছেন কিন্তু ভেতরের কথা ভালোভাবে পড়েন নি। কারন আমি এর পরে বলেছি, “অন্যন্য কিছু জিনিস ডাউনলোডের জন্য যখন আপনি ডাইরেক্ট লিংক শেয়ার করতে চাইবেন তখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন।”

    আমি এখানে সবগুলোর কথা না বলে কিছুর কথা বলেছি। কারন সবগুলো না হলেও অধিকাংশ ফাইল সরাসরি ডাউনলোড হবে। আইডিএম এর ব্যবহার সাধারন ব্যবহারকারীদের জন্য। তবে আমি এখানে সকল বিষয় উল্লেখ করতে চাইছিলাম। আশা করি বুঝতে পেরেছেন।

      Level 2

      @সানিম মাহবীর ফাহাদ: ডাইরেক্ট লিংক শেয়ার বলতে কী বুঝিয়েছেন ?

        @kalamfaim: সারা রাত গীতা পাঠ করে সকালে বলে সীতা কার বাপ টাইপ কথা বলছেন 🙄 ডাইরেক্ট লিংক বলতে বুঝাচ্ছি যে লিংকে ক্লিক করলে অন্য কোন সাইটে রিডাইরেক্ট না হয়ে সরাসরি ডাউনলোড শুরু হবে। টিউনে বিষয়টা অনেকবার বলেছি। আশা করছি এবার বুঝতে পারছেন :mrgreen:

ভাইয়া অনেক সুন্দর পোস্ট করেছেন…

ডাইরেক্ট ডাউনলোড লিংকের জন্য আগে আইডিএম অথবা গুগল ড্রাইভের জন্য জেনারেটর ব্যবহার করতাম। কিন্তু অন্যন্যগুলো এতোটা সহজ এবং সুন্দর ভাবে করা যায় সেটা জানা ছিলোনা। পুরো বিষয়টা সম্পূর্ণ অজানা ছিলো আমার কাছে। অজানাকে আজ জানতে পারলাম আরও সুন্দর ভাবে।

    @Nouman Alam: সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ 🙂 আশা করছি আপনার ডাউনলোডের কাজগুলো এখন আরও সুন্দর ভাবে করতে পারবেন।

দু’দিন আগে গুগলের সিন্দুক নিয়ে আমিও একটু ত্যানা পেঁচিয়েছিলাম…..ডিরেক্ট লিংক সময়তে জরুরি হয়ে পড়ে আসলে যদিও ম্যানুয়েল ব্যাপারটা…..টপিকটা অস্থির করেছেন 🙂

প্রিয়তে গেল…..কালবৈশাখীর বেগে ধইন্যার বৃষ্টিও থাকল 🙂

    @নিওফাইট নিটোল: অ্যাপ্লিকেশন নির্ভরশীলতা কমিয়ে ম্যানুয়েল সিস্টেমের প্রতি মাঝে মাঝে একটু নজর দিতে হয়। প্রয়োজনে প্রিয় টিউনের ভাঁজ খুলে একটু বের করে দেখবেন বলে আশা করি।

    সব সময়ের মতো সুন্দর টিউমেন্টের জন্য সুবাসিত ধইন্যার শুভেচ্ছা 🙂

অনেক উপকার হল ।
ধন্যবাদ ভাই !!

kajer jinish share korechen. Thanx :mrgreen:

ডাইরেক্ট ‘প্রিয়’তে !! 🙂

ফাহাদ ভাই যে পোষ্ট করে সেটাই দেখার মত। অসাধারন হয়েছে অনেকেই এই রকম করতে পারে না। আমি দেখা একটি জনপ্রিয় সাইটের লিংক আলাদা ভাবে আসে। https://filetheme.com