আমাদের সবার কাছে এমন অনেক গেমস এবং সফটওয়্যার আছে যেগুলো অনেক বেশি গুরত্বপূর্ন। আর এই গেমস বা সফটওয়্যারকে যদি পাসওয়ার্ড দিয়ে নিরাপদে রাখা যায়, যেন কেউ চুরি করে অন্য কম্পিউটারে ব্যবহার করতে না পারে তাহলে বেশ ভাল হয়। তাহলে বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে করবেন।
প্রথমে 1 MB এই Freeware প্রোগ্রামটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করা শেষে প্রোগ্রামটি অপেন করুন। নিচের মত একটি ছবি দেখতে পারবেন
এরপর আপনি OPEN -এ ক্লিক করে আপনার ঐ কাঙ্খিত .exe ফাইলটি দেখিয়ে দিন নিচের ছবির মত
এখন আপনি আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে Protect এ ক্লিক করুন নিচের ছবির মত।
এখন আপনার ঐ পাসওয়ার্ড দেয়া ফাইলটিকে চালু করলে নিচের মত একটি ছবি আসবে পাসওয়ার্ড দেয়ার জন্য
এখন এই পাসওয়ার্ড দেয়া প্রোগ্রামটি অন্য কম্পিউটারে কেউ চুরি করে ব্যবহার করলে ততক্ষন পযর্ন্ত ব্যবহার করা যাবে না যতক্ষন না সঠিক পাসওয়ার্ড দেয়া হবে।
এটি আমার ইংরেজী Make your Games and Software are password protected ব্লগের বাংলা অনুবাদ
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
অসাধারণ। যাতে করে নিজের অবর্তমানে অন্য কেউ কোন ক্ষতি করতে না পারে তারই ব্যবস্থা হল। ধন্যবাদ