গ্রামীনফোনে 4 GB স্যোশাল ডাটা ফ্রি পাইছেন??? কিছুদিন চালানোর পর আর চলছে না নিয়ে নিন সমাধান!! এবার স্যোশাল ডাটা দিয়ে ফেসবুক চালান আর সাথে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করুন।

আসসালামু আলাইকুম। ভাইজানরা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। গতমাসে জিপি ফেসবুক প্যাকের একটা অফার দেয়,আমার মনে হয় অনেকেই প্যাকটি নিয়েছিলেন। হয়ত কেউ ৪ জিবি,কেউ ৮ জিবি,কেউ ১৬ জিবি বা ২০ জিবি ফ্রি পাইছিলেন। কিন্তু কিছু দিন ফেসবুক চালানোর পর একি!!! আর চলতেছে না। কি করি উপায় না পেয়ে সবশেষে একটা উপায় পাইলাম। যা দিয়ে ফেসবুকে ব্রাউজিং সহ ভিডিও ডাউনলোডও করা যাবে তবে ২৪ ঘন্টার জন্য তবে আবার পরবর্তী ২৪ ঘন্টা চালানোর জন্য আবার নতুন একটা প্যাক একটিভ করতে হবে । তো চলুন পদ্ধতি শুরু করি।

প্রথমে [b]*500*301#[/b] ডায়াল করে ১ টাকা দিয়ে ১ দিনের আনলিমিটেড ফেসবুক প্যাকটা কিনে নিন, মনে রাখবেন প্রতি ২৪ ঘন্টা পরপর প্যাকটা একটিভ করতে হবে। আর যারা এখনও ফেসবুক প্যাকটা একটিভ করেননী তারা [b]*5010#[/b] ডায়াল করে ফেসবুক প্যাকটা একটিভ করে নিন।

এবার এখান থেকে এ্যাপটা ডাউনলোড করুন।

এবার ইনস্টল দিন। তারপর ডাটা কানেকশন চালু করে এ্যাপটি চালু করেন। তারপর ফেসবুক লগিন পেজ পাবেন তখন ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এবার এ্যাপটির Seeting এ গিয়ে Hq Play Back এবং Hq Download এ টিক দিয়ে দিন।

এবার ফেসবুক এ্যাপের মত Slidebar এ আসুন। তারপর একটা লিস্ট দেখতে পাবেন।

এইবার এই লিস্ট থেকে Page এ যান তারপর উপরের সার্চ বক্সে পেজের নাম সার্চ দিয়ে পেজ থেকে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করুন।

আশা করি টিউনটি আপনাদের অনেক কাজে আসবে।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এই পোস্ট টা আরও আগে শেয়ার করলে আরও বেশী উপকৃত হতাম।

    @FA Shopnil: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আসলে এইসব নিয়ে তেমন একটা কাজ করা হয়না। আর তেমন সময়ও পাইনা।

গুগ ।

facebook er jonno 24GB and all browsing er jonno 39 GB bass dishi…
amar 300 tkr moto lagche.. 39 GB te..

Level 0

কেউ moves and songs পাওয়া যাবে এরকম একটা fb পেজের ঠিকানা দিন …plz