হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? নিত্য নতুন প্রযুক্তির সাথে টেকটিউনসে মেতে উঠেছেন আশা করি। কিন্তু টেকনোলজি নিয়ে মেতে থাকবেন আর বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম গুলো সম্পর্কে জানবেন না তা কি হয়!
আর এজন্যই আমি চলে আসলাম আপনার বিনোদন প্রিয় মনকে আরও একটু স্বস্তির আভাস দিতে। আপনি নিচ্চয় টাইটেল দেখেই বুঝে গেছেন আমি মুভি টিউন নিয়ে আপনাদের সামনে চলে আসছি। হ্যাঁ! ভ্রমণের পরে আমি নিজে খুব মুভি প্রিয়। কারণ যখন টেকনোলজি আমাকে নতুন ভাবনা তৈরির কথা বলে তখনি আমি মুভি দেখতে পড়ে যায়। পাই বিনোদন সেই সাথে নিজের ভাবনার দোয়ার প্রসারিত হয়। আসলে সত্য কথা, মুভি আপনার মনকে প্রসারিত করবে, নিত্য নতুন ভাবনার দোয়ার খুলে দিবে। সেই সাথে বিনোদনের এক বড় মাধ্যম। 😆
এতো কিছু এক জায়গায় পাওয়া গেলে কেন আমরা পিছিয়ে থাকবো। সেহেতু অবসর সময়ে ঘুরতে থাকুন আর যখন একদম মনকে মানাতে পারবেন না তখন না হয় মুভির দুনিয়া থেকেই ঘুরে আসুন।
সব তো বুঝলাম কিন্তু সুন্দর মুভিতো সব সময় খুঁজে পায় না। তাহলে কি করবো? আরে সে জন্যই তো আমি আপনাদের সামনে চলে আসছি। আপনাদের প্রয়োজনকে সামনে রেখেই আমার নতুন টিউন। যেখানে আপনি পাবেন নিত্য নতুন সব মুভির বিরাট সংগ্রহ। আর মুভি গুলো শুধু ভালো রেজ্যুলেশনের তা না, সব গুলো মুভি ব্লুরে (BluRay) প্রিন্টের অথবা HD কোয়ালিটি। তাহলে আপনাদের আর সমস্যা হওয়ার কথা। 😉
মনে হয় না! আজকে আমরা সেইরকমই একটি টরেন্ট সাইট সম্পর্কে জানবো যেখানে নিত্য নতুন মুভি আপনি ভালো প্রিন্টের পাবেন সব সময়।
যেখানে শুধু নিত্য নতুন প্রিন্ট না যেখানে আপনি পাবেন কালের বিবর্তনে জনপ্রিয় হওয়া সকল মুভির এক বিরাট কালেকশন।
কিন্তু আমার তো সাব টাইটেলও চাই। হুম সেই চিন্তা আমার মাথায় আছে। আপনার সেই চাহিদাও পূরণ হবে আজকের এই টিউনের সম্পূর্ণ টিটোরিয়াল থেকে। তাহলে দেরি কেন আশাকরি জানতে, হারাতে আর নিজের পিপাসিত মনকে বিনোদনের সমুদ্রে হারিয়ে দিতে। 🙄
গোপনে একটা কথা বলে দেই আপনাদের আমাদের মেন্টর মেহেদী ভাই কিন্তু দারুণ মুভি প্রিয় এবং তাঁর প্রিয় মুভি গুলোর ডাউনলোড সাইটও এটি। 😯
Yify এমন একটি টরেন্ট সাইট যেখানে নিত্য নতুন সকল মুভি (আজকে রিলিজ পাইলে সেই মুভি ১/২ মাসের মধ্যে এখানে চলে আসবে ব্লুরে) আপনি পাবেন, তাও এইচডি এবং ব্লুরে প্রিন্টে। সেই সাথে পূর্বের ভালো এবং আলোচিত সকল মুভি এখানে আপনি পাবেন সব সময়। যেখান থেকে মুভি আপনি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন টরেন্ট ডাউনলোডের মতো করে।
তাছাড়া মুভির জনপ্রিয়তা দেখার জন্য আছে রেটিং এবং টিউমেন্ট দেখার ব্যবস্থা। সেই সাথে সেই মুভির তৈরির কাহিনী সহ পেছনের মানুষের গল্প। তাহলে আসুন এক পলকে দেখি Yify এর সকল সুবিধা গুলো।
প্রথমে আপনি Yify এর সাইটে (YTS) প্রবেশ করুন। আসুন আমরা আগে সম্পূর্ণ সাইটটি দেখে নিই-
তারপর ছবিতে চিহ্নিত Quick Search অপশন থেকে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ করুন। (তবে একটা বিষয় খেয়াল করবেন মুভির নামের বানান যেন সঠিক হয়, এজন্য আপনি গুগলে নামটি সার্চ করে এক্সাট বানানটি বের করে নিতে পারেন)
যেমন আমি Interstellar মুভি লিখে সার্চ করলাম। নিচের ছবি দেখুন সম্পূর্ণ লেখার আগেই আমার সাদৃশ্য মুভিগুলার লিস্ট দিয়ে দিলো।
এবার আপনি মুভিতে প্রবেশ করুন। সেখানে দেখুন মুভি কোন সিরিজের, কতো সালের, IMD এবং rotten tomatoes রেটিং কেমন সবই এক পলকে ডাউনলোডের আগে দেখে নেওয়া সম্ভব।
আপনার পছন্দমতো রেজ্যুলেশনেও মুভিটি আপনি ডাউনলোড করতে পারবেন।
পেজটির আরও নিচে আসলে আপনি পাঠক টিউমেন্ট দেখতে পাবেন, সেই সাথে ডিরেক্টর বা অন্য আরও অনেক বিষয়। আপনি মুভির রিভিউ পাবেন।
আরও মজার বিষয় আপনি ডাউনলোডের আগে মুভিটির অফিসিয়াল ট্রেইলার দেখে নিতে পারবেন। সাইজ এবং ফরমেটও দেখে ডাউনলোড করতে পারবেন।
সব দিক বিবেচনা করে আপনি মুভিটি ডাউনলোড করতে চাইলে টরেন্ট ফাইলটি ডাউনলোড করে নিবেন। তারপর টরেন্ট ডাউনলোডার দিয়ে আপনি সেটা সহজে ডাউনলোড করে নিতে পারবেন।
আরও একটি দারুণ অপশন পাবেন Browse Movies নামে। যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো হাজারো মুভি আপনি খুঁজে নিতে পারেন।
আপনি এখানে মুভির কোয়ালিটি, মুভির সেকশন, রেটিং এবং নতুন-পুরাতন বা লাইকের ভিত্তিতে ডাউনলোড করবেন তা সিলেক্ট করতে পারবেন।
যেমন আমি ICE AGE মুভি ডাউনলোড করবো বলে সার্চ করলাম। সেখান থেকে আমি ICE AGE মুভি সিলেক্ট করলাম।
তারপর ডাউনলোডের জন্য টরেন্ট ফাইল ডাউনলোড করলাম। আপনি ইচ্ছা করলে ম্যাগনেট ফাইলের মাধ্যমে সরাসরি টরেন্টের মুভিটি ডাউনলোড করতে পারবেন। (ম্যাগনেট ফাইল সরাসরি টরেন্ট ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড হতে থাকবে, কিন্তু টরেন্ট ফাইল ডাউনলোড করলে আবার ডাবল ক্লিক করে সেটা ডাউনলোড করতে হবে)
নিচের ছবির মতো পেজ থেকে আপনাকে ডাউনলোড করতে হবে।
ব্যস আমার ICE AGE মুভি ডাউনলোড শেষ হওয়ার পথে। আপনিও আপনার মুভি ডাউনলোড করতে থাকুন। আর নিতে থাকুন রিয়েল মুভির স্বাদ।
আরেকটি কথা আপনি নিজে রেটিং বা টিউমেন্ট করতে আপনাকে রেজিস্টার হতে হবে! 👿
আমরা সাবটাইটেল মূলত ইংরেজি ভালো বোঝার জন্য দিয়ে থাকি। সেহেতু ডাউনলোড তো করতে হবে। অনেকে অনেক জায়গা থেকে বা গুগল করে ডাউনলোড করেন।
আপনি Yify এর এই ওয়েব সাইট থেকে একেবারে অরিজিনাল ফরমেটের সাবটাইটেল ডাউনলোড করতে পারেন।
ইংরেজি ছাড়াও বাংলা বা অন্য ভাষার সাবটাইটেল পাবেন আপনি এখানে।
আশা করি আপনাদের মুভি লাইফ আরও সুন্দর হবে এই কামনায় আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে। 😆
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
লিমিটেড নেট ইউজার, তাই প্রিয়তে রাখলাম যখন আনলিমিট হব তখন ইচ্ছে মত প্রিয় ছবিগুলি ডাউনলোড করব। ধন্যবাদ