আপনাদের কম্পিউটার হ্যাং এবং স্লো হবার সমস্যা থেকে বাচার কয়েকটি সেরা উপায় … সাথে আরও উপকারী অনেক কিছু !!!!! ( সবার জন্য মেগা টিউন)

আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, অন্তত ৫ মিনিট, তারপর ctrl+alt+del দিয়ে চেষ্টা করা উচিত চলমান প্রোগ্রামগুলো অফ করা, তাতেও কাজ না হলে রি-স্টার্ট দেয়াই শ্রেয়। কম্পিউটার হ্যাং এবং স্লো হবার সমস্যা থেকে বাচার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন…
প্রথমে সাভাবিক অবস্থায় আপনার কম্পিউটার এর কন্ট্রোল প্যানেল এ যান …

তারপর এড রিমুভ প্রোগ্রাম এ গিয়ে অপ্রয়োজনীয় সফটওয়ার থাকলে সব রিমুভ করে দিন …

এবার যান সিস্টেম এ …

সিস্টেম এ গিয়ে এডভান্স অপশন এ যান … নিচে এরর রিপোর্টিং এ ক্লিক করে ডিজেবল করে ওকে করুন …

আর এডভান্স অপশন থেকে ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন এবং গ্রাফিকাল অপশনগুলো অফ করে দিন ।
পেন ড্রাইভ স্ক্যান না করে কম্পিউটার এ লাগিয়ে কাজ করা উচিত নয়, আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালেই তা অটোরান হয়ে যায়, ফলে খুব সহজেই ভাইরাস ছড়ানোর আশংকা থেকে যায়। তাই অটোরান বন্ধ করার জন্য আমরা নিচের কাজ টি করব।

প্রথমে রান এ যান কিংবা উইনডোজ লোগো কি + R প্রেস করে তাতে লিখুন gpedit.msc এন্টার
দিন …

এখান থেকে একটি গ্রুপ পলিসি ওপেন হবে, এখানে লোকাল কম্পিউটার পলিসি থেকে কম্পিউটার কনফিগারেশন, এডমিনিস্ট্রেটিভ এর অধীনে সিস্টেম এ ক্লিক করুন …

ডান পাশে সকল অপশন গুলো শো করবে … এখান থেকে টার্ন অফ অটো প্লে অপশন এর প্রপার্টিজ এ যান …

টার্ন অফ অটো প্লে প্রপার্টিজ এ টার্ন অফ অটো প্লে Enabled এ ক্লিক করে টার্ন অফ অটো প্লে অন এ all drives সিলেক্ট করে ওকে করুন ।

এবার আবার একইভাবে রান এ যান কিংবা উইনডোজ লোগো কি + R প্রেস করে তাতে লিখুন msconfig লিখে এন্টার দিন …

এখান থেকে অন নেসেসারি অপশন গুলো ডিজেবল করে ওকে করে দিন … এসব প্রোগ্রাম রান হয়ে থাকলে আপনার কম্পিউটার এমনিতেই স্লো হয়ে থাকবে …

এ কাজগুলো উইনডোজ সেভেন এর ক্ষেত্রেও একই রকম, আমি আপাতত উইনডোজ এক্সপির স্ক্রিন শট দিলাম …

আপনি হয়ত কাজের চাপে ভুলে গেছেন অতিরিক্ত ফাইলগুলো ডিলিট করতে … তবে এখন আর একটি একটি করে ফোল্ডার ওপেন করে ফাইল মুছতে হবেনা, একটি সফটওয়ার এর মাধ্যমেই মুছে ফেলুন একসাথে ওপেন করা অপ্রয়োজনীয় সব ফোল্ডার এর ফাইল …

নিচ থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন, আর ওপেন করে সকল ফাইল গুলো মুছে ফেলুন …

Download Now

ব্যাস আমাদের কাজ শেষ।

আমার সাইটঃ http://trickround.com একবার ঘুরে আসবেন।

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস