আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালই আছেন। আরে মিয়া ট্রিকরাউন্ডের সাথে থাকলে আপনি অবশ্যই ভাল থাকবেন কারন আপনাদের ভাল রাখতে আমি আছি না। কিছুদিন যাবত দেখছি বাংলালিংক ফ্রি নেট এর সমস্যা হচ্ছে। ব্যাস কথাটা মাথায় রেখে একটা ২জি সার্ভার দিয়ে জিপ ফাইল মোড করলাম।
প্রথমে আপনার সিমটিকে ২জি করে নেন এর জন্য ডায়াল করুন *5000*7*3#।
এবার নিচের মত একটা Configaration তৈরী করুন।
আগেই বলে রাখি আপনার Sd Card এ যদি com.hipipy.gpyls নামে কোন ফোল্ডার থাকলে রিমুভ করে দিন।
এবার নিচ থেকে মোড করা rar ফাইলটা নামান।
এবার জিপ ফাইলটা Extract করে আপনার Sd Card এ রাখুন।
এবার নিচ থেকে Qpython টা ডাউনলোড করুন।
ব্যাস এবার Qpython টা ইনস্টল দিন। তারপর Qpython ওপেন করুন। তারপর আপনি একটা আইকন পাবেন,ঐ আইকনটাই ক্লিক করুন।
আইকনে ক্লিক করার পর ৩টা অপশন পাবেন। তখন ৩টা অপশন থেকে Run Local Project এ ক্লিক করুন।
Run Local Project এ ক্লিক করার পর নিচের মত কিছু অপশন পাবেন। তখনTechtunes.com -এ ক্লিক করুন।
তারপর আপনি একটা লিস্ট পাবেন,সেখানে Mahibi & Techtunes.Com Ready আসলেই Qpython মিনিমাইজ করে বেরিয়ে আসুন।
এবার নিচ থেকে Uc Handler টা ডাউনলোড করুন।
Uc Browser 8.6.0 Handler (Techtunes.com)
ডাউনলোড করার পর ইনস্টল দিন। এবার Uc Browser এর Adress Bar এ google.com দিয়ে Go করুন। মনে রাখবেন আগে Google.com এ প্রথমে ভিজিট করবেন।
ব্যাস এবার Uc দিয়ে আনলিমিটেড বাংলালিংক ফ্রি নেট চালান। আর যদি ডাটা কানেকশনের সমস্যা হয় তাহলে একটি ডাটা প্যাক কিনে নিবেন।
সবাইকে ধন্যবাদ
আমি মাহিবি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
3g তে চলবে না নাকি?