কাজের সময় বা মুভি দেখার সময়ও জানিয়ে দেবে নতুন মেইল এলে। জিমেইল ব্যবহারকারীরা মেইলবক্স কন্টোল করুন আরো সহজভাবে এবং ইফেকটিভ ওয়েতে

আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। প্রথমে বলে রাখি এই টিউনটি তাদের জন্য যারা মেইলকে প্রাধান্য দিয়ে থাকেন। অনেকেই হয়ত আছেন একটা ইমেইল এলে সেটা দ্রুত পড়াটা খুবই ম্যাটার করে। যেমন ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে মেইলে একটা কাজ দিল হয়ত তখন আপনি মুভি দেখছেন বা মনোযোগ দিয়ে কোড লিখছেন কি বোর্ডে। কেমন হবে যদি এমন কিছু আপনাকে জানিয়ে দেয় আপনার নতুন মেইল এর ব্যাপারে ? মন্দ হয় না তাইতো। আজকে সেরকম একটি অ্যাডঅন নিয়ে আলোচনা করব।

চেকার প্লাস ফর জিমেইল ব্যাবহার করে আপনি খুব সহজেই কাজটি করতে পারেন আপনার পিসিতে। নতুন মেইল আসলে সে আপনাকে জানিয়ে দিবে একটি নোটিফিকেশন আকারে। আপনি চাইলে ভয়েস অপশন্টি চালু রাখতে পারেন। ফলে মেইলটির কিছু অংশ সে আপনাকে পড়েও শোনাবে।

আসুন এক নজরে দেখে নেই কি কি থাকছে অ্যাডঅনটিতেঃ


১.  আনরিড ইমেইল সংখ্যা কাউন্ট করে দেখাবে

২. নতুন মেইল আসলে সেটা জিমেইল লগিন না করে দেখতে পারবেন।

৩. চাইলে নতুন মেইল পড়ে শোনাবে

৪.  একাধিক জি মেইল অ্যাাকাউন্ট ও সাপোর্ট করবে।

৫. ডিলেট / কুইক রিপ্লাই / মার্ক অ্যাজ রিড করে রাখার শর্টকাট অপশন।

ইন্টারফেইস দেখুনঃ


নতুন ইমেইল আসলে এভাবে পপ আপ করবে এবং চাইলে জিমেইলে লগিন না করেও পড়তে পারবেন।

ইন্সটল পদ্ধতিঃ


আপনি যদি গুগল ক্রম ব্যাবহার করে থাকেন তাহলে সহজেই গুগলের ওয়েব স্টোর থেকে সরাসরি ইন্সটল দিতে পারেন।

গুগলে ক্রোম ইউজারদের জন্যঃ এখানে ক্লিক করে ইন্সটল করুন

আপনি যদি ফায়ারফক্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে অ্যাড অনটি ইন্সটল করে নিতে পারেন।

বোনাসঃ


আরেকটি বিষয় আমি যখন প্রথম এটি ব্যাবহার শুরু করি আমার জিমেইলে ইনবক্সে আনরিড ইমেইল সংখ্যা ছিল প্রায় হাজার খানেক। তাই নতুন মেইল আসলে বুঝতেও পারতাম না। তাই সমস্যা হত। আপনারও যদি একি সমস্যা হয় তাহলে আপনি খুব সহজেই সকল আনরিড ইমেইল এক ক্লিকে রিড করে নিতে পারেন। এজন্য আপনি আপনার জিমেইলে ডিফল্ট ভাবে লগিন করুন (নরমাল HTML মুডে না কিন্তু), এর পরে সার্চবক্সে টাইপ করুন  is:unread এবার বক্স থেকে সব সিলেক্ট করুন এবং একটি লিঙ্ক আসবে “Select all conversations that match this search” এবার More থেকে mark as read সিলেক্ট করলেই কাজ শেষ হয়ে যাবে।

না বুঝলে চিত্র দেখুনঃ


 

আশা করি এখন থেকে মিস হবে না কোন গুরুত্বপূর্ন ইমেইল। আশা করি ফ্রিল্যান্সিং যারা করেন এবং ইমেইল ডেইলি ইউজ করেন তাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য। একজনেরও উপকারে আসলেও লেখাটি সার্থক হবে।

Level 0

আমি Ohok Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসাধারন । শেয়ার করার জন্য আপনাকে ধন্যাবাদ ।