আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন!

আমাদের যখন ব্লগস্পট এ ব্লগিং করি তখন আমাদের ব্লগের নাম টা অনেক বড় মনে হয়। বা আপনি আপনার টপ লেভেল ডোমেইন এ ট্রান্সফার করবেন। তাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কিভাবে কাস্টম ডোমেইন নিয়ে আপনার ব্লগ নিয়ে যাবেন।

যেভাবে কাস্টম ডোমেইন এ নিয়ে যাবেনঃ-

আমি এখন দেখাব ফ্রী ডোমেইন এ কিভাবে আপনার ব্লগ ট্রান্সফার করবেন।

তো প্রথমে আপনাকে একটা ফ্রী ডোমেইন নিতে হবে। আগের থাকলেও হবে।

ফ্রী ডোমেইন না থাকলে নিচে লিঙ্ক থেকে সার্চ করে নিয়ে রেজিস্টাশন করে নিন।

CO.CC:Free Domain

ফ্রী ডোমেইন নেয়া হয়ে গেলে আপনাকে আপনার কাংখিত ডোমেইন এ গুগল এর DNS সেট-আপ করে নিতে হবে

DNS যেভাবে সেট-আপ করবেনঃ-

ডোমেইন নেয়ার পর সেট-আপ চাইবে তখন সেট-আপ বাটনে ক্লিক করে বা পরে co.cc তে লগিন করে Domain Settings এ ক্লিক করুন তারপর ডোমেইন নামের উপর Set-Up বাটনে ক্লিক করতে হবে।

ছবি বড় দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন

তারপর আবার Set-Up বাটন নির্বাচন করুন।

এবার 2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ http://www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ CNAME দিন Value তে ghs.google.com দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

এবার আপনাকে DNS IP সেট-আপ করতে হবেঃ-

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.32.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.34.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.36.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.38.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

উপরের ৪টি আইপি দিতে হবে।

ডোমেইন এর কাজ সেষ এখন আমাদের ব্লগার.কম থেকে ডোমেইন টা দেখিয়ে দিয়ে হবে।

যেভাবে ব্লগার.কম থেকে আপনার নির্বাচিত ডোমেইন দেখাবেনঃ-

এবার আপনার ব্লগার.কম এর ড্যাশবোর্ড এ যান এবং যে ব্লগ টা নতুন ডোমেইন এ ট্রান্সফার করবেন সেটার সেটিং এ ক্লিক করুন  ক্লিক করুন তারপর Publishing এ ক্লিক করুন তারপর Switch to: •  Custom Domain এ ক্লিক করুন তারপর Already own a domain? Switch to advanced settings এ ক্লিক করুন

এবার Your Domain ডোমেইন এ http://www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) টা বসিয়ে দিন Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

তারপর আবার সেখানেই your domain এর নিচে Redirect yourdomain.co.cc to http://www.yourdomain.co.cc এ চেক দিয়ে Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ সেষ এবার আপনার ব্লগ টা চেক করুন দেখুন আপনার ব্লগ কাস্টম ডোমেইন এ চলে এসেছে।

টপ লেভেল (ex: .com .net .org .info) ডোমেইন এ ট্রান্সফার করতে Domain Manegeথেকে একই DNS সেট-আপ করে  নিলেই হবে।

আপনার প্রস্নঃ আমি যে আমার ব্লগ টা সার্চ ইঞ্জিন সাবমিট করেছিলাম! এখন যদি কেউ সার্চ করে আমার লিঙ্ক এ ক্লিক করে তাহলে কি সেই লিঙ্ক টা Not found দেখাবে?

আমার উত্তরঃ চিন্তার কোন কারন নাই লিঙ্ক অটোমেটিক  Redirect হয়ে যাবে নতুন লিঙ্ক এ!

এই পোস্ট টি প্রথমে আমার ব্লগে প্রকাশিত

আমার ব্লগ

http://www.blogmds.cz.cc/

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি আগের রাইট বাটন অফ করার টিউনে আমার আর বাবর ভাইয়ের কমেন্ট কাটলেন কেন? আপনার ট্রিকে কাজ হয়নাই দেখালাম যেন ঠিক করে দিতে পারেন তাতো দিলেনই না বরং আমাদের কমেন্ট কাটলেন। This is not fair, mind it.

    @দিহান ভাই-আমারটাও ডেল মারছে।
    আমিনুল ভাই, আপনার সেই ট্রিকস টা আসলেই অনেক ভালো ছিলো, জাস্ট একটু ঠিক করে নিলেই অনেক ভালো হবে। ভালো থাকুন।
    ধন্যবাদ

    কমেন্ট কেটেছিল, ভাল কথা। কিন্তু এখনতো কমেন্টই অফ করে দিয়েছে। হা হা।

    —————————————
    আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

আর আপনি আপনার ব্লগের বিজ্ঞাপন কমালে খুশি হব

আমি আমার ব্লগের জন্য ডোমেইন কিনতে চাইছি কিন্তু কোথায় থেকে নিব ভাবছি। আমাদের দেশ থেকে নিব না বাইরের কোন দেশ থেকে নিব। আমাদের দেশের বিক্রেতারা একটু বেশি দাম চাই, বাইরের গুলো কিনতে হলে কিভাবে তাদের ডলার দিব তার পদ্ধতিও একটু জটিল কারন ২ ডলার দিব কিভাবে। কেউ যদি পরামর্শ দেন তবে ভালই হয়। .com এর ডোমেইন নিতে চাই

ভালো হয়েছে। শেয়ার ক রার জন্য ধন্যবাদ। ট্রাই করে দেখব।

Level 0

ভাল ছিল। প্রিয়তে রাখলাম।

ভাই আমি webnode থেকে সাইট তৈরি করছি, এখন কিভাবে domain transfar করবো, প্লিস একটু হেল্প করেন , আমার .co.cc domain আছে