রাতে ঘুমানোর আগে যে বিষয় গুলোর দিকে খেয়াল রাখবেন আর যে বিষয় গুলো এড়িয়ে চলবেন বিপদ থেকে বাঁচতে এই টিউনটি পড়ে রাখুন

আশাকরি ভালই আছেন।
আজ আমি আপনাদের কিছু সর্ততামূলক টিপস উপহার দিবো। আর তা হল রাতে ঘুমানোর আগে রাতের বিপদ থেকে বাঁচার জন্য কিছু টিপস। আশা করি আপনার তা মেনে চলবেন। তো চলুন এগুলো দেখে নেইঃ

১.ঘুমানো সময় কখনোই কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবেন না। কারণ রাতে অনেক বিপদ হলে বা আপনার ফ্যামিলির কারো অসুখ হলে, শত ডাকাডাকির পর আপনি নাও শুনতে পারেন।

২.রাতে ঘুমানো আগে সবসময় মোবাইলে কমপক্ষে ২-৩ টাকা ব্যালেন্স রাখবেন। কারন বিপদের কথা কেহই বলতে পারে না। এমনও হতে পারে, এই ২-৩ টাকাই আপনার বিরাট কাজে লাগবে।

৩.ঘুমানোর আগে মোবাইল, লাইট বা অন্যান্য সামগ্রী হাতের নাগালেই রাখবেন।

৪.ভুলেও কোনো চার্জার ঘুমানোর আগে কারেন্টে লাগিয়ে রাখবেন না। এতে বিরাট দূর্ঘটনা ঘটতে পারে। এমনকি মোবাইল বা টর্চ চার্জে দিয়েও ঘুমাবেন না।

৫.সবসময় ঘরে স্যালাইন, জ্বরের ট্যাবলেট, গ্যাসটিকের ট্যাবলেট রাখবেন।

৬.অনেকেই আছেন, যারা গরমের দিনে ঘুমানো আগে দরজা কিংবা জানালা খুলে ঘুমান। এই কাজটি ভুলেও করবেন না।

৭.রাতে ঘুমানো আগে কখনোই মোবাইল সাইলেন্ট করে ঘুমাবেন না। কেননা অনেকে অনেক বিপদে পরে হয়ত আপনাকে কল করতে পারে। যার ফলে আপনি সাইলেন্ট করার ফলে কলটি রিসিভ করতে ব্যর্থ হবেন।

৮. পরীক্ষা এর আগের রাতে তাড়াতাড়ি গুমিয়ে যাবেন। এতে করে আপনার মাথা ঠান্ডা থাকবে।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি টিউনটি আপনাদের মঙ্গল বয়ে আনবে। সবাই ভালো থাকবেন।

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত বিপদের চিন্তা করলেতো ঘুম আসবেনা।

=D

Ato bipoder tension a ghum asbeto!!!!!!!!!!!!!!!!