হার্ড ডিস্ক বা মেমরি থেকে ডিলেট, ফরমাট ক্রাস হয়ে যাওয়া ফাইল ফেরত অনুন১০০%(আমি নিজে উপকৃত)

আমি আজ এই কারণে পোস্ট টি করলাম তা হলো আমার ৫০০ জিবি হার্ড ডিস্ক পুরা ক্রাশ করেছে তাই আমার মন এত খারাপ যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই মনটা ভালো করার জন্য আমি লেখা লেখি করতে সুরু করলাম।

আজ আমি এটা নিজে ব্যবহার করে কতোখানি যে উপকৃত হলাম যা আপনাদের বলে বঝাতে পারবনা। কারন আমার সকল ড্রাইভ একটাই হয়ে গিয়েছিল।

চলুন দেখা যাক আমি কিভাবে আমার হার্ড ডিস্ক থেকে সকল ফাইল ফেরত আনলামঃ-

সফটওয়ার টি নাম R-Studio হয়তো অনেকের পরিচিত হতে পারে।

প্রথমে এখানে ক্লিক করে আর-স্টুডিও টি ডাউনলোড কর নিন। (মনে রাখবেনঃ এই লিঙ্ক এ ক্লিক করে যে পেজ টা ওপেন হবে সে পেজের উপরে Skip AD> তে ক্লিক করুন।)

এবার সফটওয়ার টা ওপেন করলে নিচের চিত্রের মতো আসবে!

চিত্র  টি দেখার জন্য চিত্রের উপরে ক্লিক করুন

এবার সেখান থেকে আপনি যে ড্রাইভ বা যে হার্ড বা মেমরিটির উপর রাইট ক্লিক করে Scan নির্বাচন করুন ।
এবার নতুন উইন্ডো পাবেন।

সেভ টু ফাইলঃ আপনি যে ড্রাইভটা স্ক্যান করবেন তা সেব করে রাখতে পারেন যাতে পরে স্ক্যান করার প্রয়োজন হলে সেই ড্রাভটির উপর রাইট ক্লিক করে Open Scan Information... ক্লিক করে সেভ করা ফাইল টি ওপেন করতে পারেন।

এবার স্ক্যান হয়ে গেলে নির্বাচিত ড্রাইভ এর নিচে ২টা অপশন পাবেন সেখানে Recognized2 বা 3 আসতে পারে সেখানে রাইট ক্লিক করে Open Drive Files ক্লিক করলেই Root ফোল্ডার এর ভিতর আপনার সব ফাইল গুলো পাবেন। আপনার যে ফাইল গুলো দরকার সে ফাইল গুলো মার্ক করে মেনুবার থেকে File এ ক্লিক করে Recover marked এ ক্লিক করে যেখানে রাখবেন সে ফোল্ডার টা দেখিয়ে দিন। (মনে রাখবেনঃ আপনি যে ড্রাইভ থেকে রিকভারি করছেন সেই ড্রাইভ এ সরাসরি রিকভারি করা ফাইল এর লোকেসান সেট করবেন না! যদি সেট করেন তাহলে কোন ফাইল রিকভারি হবে না।)

কিছুক্ষন আগে আমার ব্লগে প্রকাশিত

আমার ব্লগ

http://www.blogmds.cz.cc/

আমার এই পোস্ট এ বুঝতে কোন সমস্যা বা ভুল হলে মন্ত্যবের মাধ্যমে আমাকে জানাবেন।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের সফট। কাজের টিউন।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

প্রয়োজনীয় সব স্ক্রীনশট গুলো দিলে ভাল হতো। ধন্যবাদ খুব কাজের একটি টিউন উপহার দেয়ার জন্য!

download now এ ক্লিক করলে travian গেমস এর একটা সাইট এ চলে যায়……

    ঊপরে Skip Ad> তে ক্লিক করুন তাহলে লিঙ্ক আসবে

কাজের জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।

বিপদে কাজে আসবে ধন্যবাদ।

কাজের সফট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাল ও কাজের টিউন।

ভাই আসলে কি কাজ হয়
ধন্যবাদ
আপনাকে কাজের টিউন।

ভাই আপনার মত আমারো সেম কনডিশান। ৫০০জিবি ক্রাশ করছিলো কিছুদিন আগে। আমার কাছে ভালো একটা সফট আছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।অনেকের উপকার হবে 🙂
ভালো থাকুন সব সময় 🙂

    তাই নাকি। আমার সব ফাইল ফেরত পেয়েছি।

ধন্যবাদ ,ভাই আমি মেমরি কাড রিকভার করেছি কিনতু ছবি ওপেন হয় না আসা করি আসাকরি সমাধান দিবেন ।

    আপনাকে একটা লথা মনে রাখতে হবে যে আপনার যে মেমরি বা ড্রাইভ এর ফাইল মুছে গিয়েছে সে ড্রাইভ এ যদি পরে কিছু লোড করেন তাহলে ফেরত না পাওয়ার সম্ভনা ৯৫%। আর আপনি যদি সেই ড্রাইভ এ সরাসরি রিকভার করেন তাহলে সুধু প্রথম ফাইল টা এসে পরের গুলো আর নিয়ে আসা সম্ভভ হবে না।

darun hoisa vai. kaja lagba calia jan.
sorry for English. =mobile

Level 0

ভাই download তো করতে পারলাম না

ধন্যবাদ আপনাকে।

aminul bai, amar akta 8gb memory card formet hoyse.tar por jokon memory card compeoter a lagasi deklam 4/5 file assee. a somoy aber filee golo delete kore felsi. sob sese jokon R-Studio dea amar 8gb card ar file golo ante chaisi tokon sodo khali file golo ase. amar data golo ase na. ay mohorte apner help chassi

Level 2

Imran@ Apni “EASEUS Data Recovery Wizard Professional” Software ta use kore dekhte paren. amar kase ei ta best mone hoise.

kajer soft.thank you.