আমি আজ এই কারণে পোস্ট টি করলাম তা হলো আমার ৫০০ জিবি হার্ড ডিস্ক পুরা ক্রাশ করেছে তাই আমার মন এত খারাপ যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই মনটা ভালো করার জন্য আমি লেখা লেখি করতে সুরু করলাম।
আজ আমি এটা নিজে ব্যবহার করে কতোখানি যে উপকৃত হলাম যা আপনাদের বলে বঝাতে পারবনা। কারন আমার সকল ড্রাইভ একটাই হয়ে গিয়েছিল।
চলুন দেখা যাক আমি কিভাবে আমার হার্ড ডিস্ক থেকে সকল ফাইল ফেরত আনলামঃ-
সফটওয়ার টি নাম R-Studio হয়তো অনেকের পরিচিত হতে পারে।
প্রথমে এখানে ক্লিক করে আর-স্টুডিও টি ডাউনলোড কর নিন। (মনে রাখবেনঃ এই লিঙ্ক এ ক্লিক করে যে পেজ টা ওপেন হবে সে পেজের উপরে Skip AD> তে ক্লিক করুন।)
এবার সফটওয়ার টা ওপেন করলে নিচের চিত্রের মতো আসবে!
এবার সেখান থেকে আপনি যে ড্রাইভ বা যে হার্ড বা মেমরিটির উপর রাইট ক্লিক করে Scan নির্বাচন করুন ।
এবার নতুন উইন্ডো পাবেন।
সেভ টু ফাইলঃ আপনি যে ড্রাইভটা স্ক্যান করবেন তা সেব করে রাখতে পারেন যাতে পরে স্ক্যান করার প্রয়োজন হলে সেই ড্রাভটির উপর রাইট ক্লিক করে Open Scan Information... ক্লিক করে সেভ করা ফাইল টি ওপেন করতে পারেন।
এবার স্ক্যান হয়ে গেলে নির্বাচিত ড্রাইভ এর নিচে ২টা অপশন পাবেন সেখানে Recognized2 বা 3 আসতে পারে সেখানে রাইট ক্লিক করে Open Drive Files ক্লিক করলেই Root ফোল্ডার এর ভিতর আপনার সব ফাইল গুলো পাবেন। আপনার যে ফাইল গুলো দরকার সে ফাইল গুলো মার্ক করে মেনুবার থেকে File এ ক্লিক করে Recover marked এ ক্লিক করে যেখানে রাখবেন সে ফোল্ডার টা দেখিয়ে দিন। (মনে রাখবেনঃ আপনি যে ড্রাইভ থেকে রিকভারি করছেন সেই ড্রাইভ এ সরাসরি রিকভারি করা ফাইল এর লোকেসান সেট করবেন না! যদি সেট করেন তাহলে কোন ফাইল রিকভারি হবে না।)
কিছুক্ষন আগে আমার ব্লগে প্রকাশিত
আমার ব্লগ
আমার এই পোস্ট এ বুঝতে কোন সমস্যা বা ভুল হলে মন্ত্যবের মাধ্যমে আমাকে জানাবেন।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের সফট। কাজের টিউন।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত