কেমন আছেন আপনার সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে সবাই ভালো থাকলেই ভালো লাগে।
কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাওয়া যাক।
আমরা যখন কোন ইংরেজি শব্দের অর্থ (ইন্টারনেট ব্যবহার করার সময়) খুজে পায়না তখন কোন ডিকশনারি দেখি বা তা না হলেও Google Translate ব্যবহার করি ঐ শব্দের অর্থ খুজে বের করার জন্য। এ ক্ষেত্রে দেখা যায় একবার ডিকশনারিতে যাই আবার তাতে না হলে Google Translate এ (যদিও Google Translate এ সব ইংরেজি শব্দের অর্থ খুজে পাওয়া যায়)
তো তখন দেখা যায় কি ঐ ইংরেজি শব্দের অর্থ খুজে বের করা সময় সাপেক্ষ।
তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি Option নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি সহজেই তাৎক্ষণিক ঐ ইংরেজি শব্দের অর্থ পেয়ে যাবেন। এই Option টির নাম হল English to Bengali Dictionary | BDWord। এটি ব্যবহার করা খুবই সহজ।
তো চলুন দেখা যাক কিভাবে কি করবেন
১। প্রথমে Google Chrome এ যান।
২। তারপর এই লিঙ্কে যান তারপর নিচের ছবির মত দেখাবে।
৩। তারপর ADD TO CHROME এ ক্লিক করতে হবে।
৪। এখন Add extension এ ক্লিক করতে হবে। নিচের ছবির মত।
৫। তারপর একটু অপেক্ষা করুন এবং তীর চিহ্নিত এর মত W এর Icon এ ক্লিক করুন। নিচের ছবির মত।
৬। এখন নিচের দেওয়া ছবির মত যেকোন একটি সিলেক্ট করুন। মানে Double Click অথবা CTRL + Double Click। যেমন আমি CTRL + Double Click ব্যবহার করছি।
৭। এরমানে হল যখন আমি keybord এর CTRL চেপে ধরে অজানা ঐ ইংরেজি শব্দে ডাবল ক্লিক করলে শব্দটির অর্থ নিচের ছবির মত দেখাবে।
যদি আপনার মূল্যবান সময়ের একটু সময় হয় তো আমাদের সাইটে এখান থেকে ঘুরে আসতে পারেন।
আর আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে আপডেট পেতে পারেন। ফেসবুক গ্রুপ এখানে
আর এখানে
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ
আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I think everything is possible if you want.
osadharon likechen boss 🙂