বিপদের মুহূর্তে অসাধারণ কয়েকটি ফাইল রিকোভারি টুল ফাইল তুমি পালাবে কোথায়? এবার আপনার হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে নিন সেকেন্ডের মধ্যে!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? সবার সুন্দর অনলাইন জীবন  কামনায় আজকের টিউটোরিয়াল শুরু করবো। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো, যা আমাদের নিত্য-দিনের সব গোছালো কাজের সঙ্গি এবং প্রয়োজনের সময় আপনার অনেক বড় কঠিন ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এই টিউনটি। আমরা অনেক সময় ভুল করে কিছু প্রয়োজনীয় ফাইল ডিলিট বা ফরমেট করে ফেলি। কখনও কখনও হার্ড-ড্রাইভ নষ্ট হওয়ার কারনে বা ইউএসবি বা ফ্ল্যাশ ড্রাইভ ফরমেট দেওয়ার সময় আমাদের অতি প্রয়োজনীয় কিছু ফাইল ডিলিট হয়ে যায়, যা অনেক সময় আমাদের অনেক বেশি সমস্যার মধ্যে ফেলে দেয়। ফলে এই ফাইলগুলা আমাদের রিকভার করার প্রয়োজন পড়ে।

ফাইল রিকভারি হলো একটি পদ্ধতি যেটাতে আমরা ডিলিট বা হারিয়ে যাওয়া ফাইল সফটওয়্যার বা অন্য কোন অ্যাপের মাধ্যমে রিকভার করা। আমি আজকে সেই সব কিছু সফটওয়্যার বা অ্যাপ নিয়ে আলোচনা করবো যা আপনাকে এই কাজ করতে খুব বেশি সহযোগিতা করবে। এই সফটওয়্যারগুলো আপনি উইন্ডোজ বা ম্যাক বা লিন্যাক্স যেকোনো অপারেটিং এ ব্যবহার করতে পারবেন। সবগুলো সফটওয়্যার আপনার অতি প্রয়োজনীয় ফাইল রিকভার করতে সহযোগিতা করবে। সাথে সাথে সফটওয়্যারগুলোর ইউজার পারফর্মেন্সের উপর ভিত্তি করে ১০ এর ভেতর মার্ক করা হয়েছে।

অসাধারণ সব ফাইল রিকোভারি টুলঃ

১) রিকুভা (Recuva)

ইউজার রেটিং ১০ এ ৭.২

রিকুভা (Recuva)

রিকুভা ফাইল রিকভারি টুল হিসেবে খুব জনপ্রিয়। এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে আপনি আপনার হারানো বা ডিলিট হওয়া ফাইল রিকভার করতে পারবেন। এটি আপনার ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ডের হারানো ফাইল খুব সহজে ডিটেক্ট করতে পারে এবং তা রিকভার করার দারুন সব ফিচার পাওয়া যায়।

রিকুভা বেশ কিছু স্টেপের মাধ্যমে শুধু আপনার হারানো ফাইল খুঁজতে সহযোগিতা করবে না, এটি বেশ কার্যকরীভাবেই তা আপনাকে করে দিবে।

২) টেস্ট ডিস্ক ডাটা রিকভারি (Test Disk Data Recovery)

ইউজার রেটিং ১০ এ ৭.৬

টেস্ট ডিস্ক ডাটা রিকভারি (Test Disk Data Recovery)

টেস্ট ডিস্ক একটি ওপেন সোর্স ডাটা রিকভারি সফটওয়্যার এবং দারুন কিছু টেকনিকের সমন্নয় যা আপনাকে হারানো ফাইল খুঁজে পেতে দারুন সাহায্য করবে। আপনি আপনার আনবুটাবল পিসিকে বুটাবল ডিস্ক দিয়ে সকল বিরাজমান পার্টিশন খুঁজে পাবেন এবং সকল ফাইল সহ। টেস্ট ডিস্ক আপনাকে আরও হেল্প করবে করাপ্ট ফাইলকে রিপেয়ার করতে এবং ফিরে পেতে। এই সফটওয়্যার ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ, লিন্যাক্স এবং ম্যাকে ব্যবহার করতে পারবেন।

৩) প্যান্ডোরা রিকভারি (Pandora Recovery )

ইউজার রেটিং ১০ এ ৭.৯

প্যান্ডোরা রিকভারি (Pandora Recovery)

প্যান্ডোরা রিকভারি আরেকটা দারুন NTFC বা FAT ফরমেটসহ সকল ফাইল রিকভার করতে সক্ষম। এই টুল আপনার ইন্টারনাল এবং এক্সটারনাল সকল ফাইল রিকভার করতে পারে। করাপ্ট বা ডিলিট হওয়া সকল ফাইল। পান্ডোরা আপনার হারিয়ে যাওয়া সকল ফাইল সেইভাবে স্ক্যান করে এবং খুব ভালো ভাবে আপনাকে ডাটা রিকভার করতে সহযোগিতা করবে। একবার আপনার পিসি স্ক্যান করলে সকল হারনো ফাইল শো করবে এবং আপনার ডিজায়ারড ফাইল ফিরে পেতে সহযোগিতা করবে।

৪) Lazesoft Windows Data Recovery Free
ইউজার রেটিং ১০ এ ৮.২

Lazesoft Windows Data Recovery Free

লেজিসফট করাপ্ট ডাটা অথবা পার্টিশনের সময় হারিয়ে যাওয়া ডাটা খুব সহজে

রিকভার করতে পারে। এই সফটওয়্যার আপনাকে নিচ্চয়তা দিবে হারানো ডাটা সহজে ফিরে পাওয়ার জন্য ঠিক পূর্বের মতো। এই সফটওয়্যার আপনার সকল পপুলার অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ওএসে ব্যবহার করতে পারবেন এমনকি উইন্ডোজ ৮ অথবা ৮.১ সহ ৩২ অথবা ৬৪ বিটে। এই সফটওয়্যারটি তিনটি পপুলার  এডিশনে পাওয়া যায়। Home License, Home License (Advanced) and Business license। আপনি বিজিনেস লাইসেন্সও ফ্রিলি কমার্শিয়াল, একাডেমীক অথবা সরকারি কাজে ব্যবহার করতে পারবেন।
৫) EaseUS Data Recovery Wizard Free
ইউজার রেটিং ১০ এ ৯.২

EaseUS Data Recovery Wizard Free

পপুলার ডাটা রিকভারি টুলের মধ্যে এটি একটি। আপনি আপনার ক্রিটিক্যাল সকল ডাটা খুব সহজে রিকভার করতে পারবেন। এটি কার্যকরীভাবে আপনার হারিয়ে যাওয়া ডাটা স্ক্যান করে খুব কম সময়ের মধ্যে। তিনটি সহজ পদ্ধতিতে আপনি এই টুলের মাধ্যমে ডাটা রিকভার করতে পারবেন, যেমন select drive, start scanning এবং save data


আশা করি আপনার হারিয়ে যাওয়া ফাইল খুব সহজে আপনি রিকভার করতে পারবেন। আর কোনটা ব্যবহার করে আপনি সবথেকে মজা এবং উপকার পেলেন আমাকে টিউমেন্টে জানাতে ভুলবেন না।

আপনার ডিজিটাল জীবন আরও সুন্দর এবং সম্ভাবনাময় হোক এই কামনায়।

ধন্যবাদ সবাইকে। 🙂

আরেকটা কথা কিছু টিউন যা আপনার সব সময় কাজে লাগবে এই ডিজিটাল যুগে। সেহেতু ভবিষ্যৎ প্রয়োজনে প্রিয়তে রাখতে ভুলবেন না সেইসব টিউনগুলো। কারণ প্রয়োজনের সময় আপনাকে এটি খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে।

আমার আরও কিছু ফিচারড টিউনঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Folder ধরে search দেয় এ ধরনের recovery software দরকার। Pls help me.

    @zahid20: ৩ ও ৪ নাম্বার টা দিয়ে হয়তো সার্চ করার অপশন পাবেন। ধন্যবাদ। 🙂

সুন্দর টিউন। ধনে পাতার শুভেচ্ছা 😛 😛 🙂

শুরুতেই সুন্দর অনলাইন জীবন কামনা করলেন আর টিউনের ভিতর তাকিয়ে যেন চক্ষু দিয়া নায়াগ্রার ধারা বাইর অইয়া পড়তাছে….বান্দার এই জীবনে কম্পু ভোগান্তির অন্যতম ইস্যু হল “তথ্য অধিকার পুন:প্রতিষ্ঠা করাটা”- সংবিধানের এই মৌলিক বিষয়টা কুনু সফটওয়্যারই মনমতো করতে পারে না……আমি নিজেই প্রায় সব কয়টা দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ করেছি 👿

যেমন খুব পুরনো ফাইল হলেতো পায়-ই না—এক্কেবারে জীবন দিয়ে শিখছি 😡 ……আবার এরা ফাইলগুলো যাও বা আনে- কম্পুর ভাষায় সিরিয়ালমতো ধারাবাহিকভাবে হাজির করে পোকামাকড়ের মতো যেন এতদিন জঞ্জাল পুষতাম- সব ফাইল মনমতো পাওয়া যায় না– সাম্প্রতিক ফাইল ছাড়া অন্য কিছু পাওয়ার আশা করাটা কিছুটা বোকামি…..তারপরও মানুষ আশা করে- কারণ কবি বলেছিলেন… … … … … … … … (ঘুম আসছে) 🙄

প্রিয়তে রেখে দিলাম….পরেরবার না হয় আনকোরা একটা দিয়ে চেষ্টা করব……ধইন্যাপাতা নিয়ে নেন 🙂

    @নিওফাইট নিটোল: ব্যাপক প্রলয়ের ভেতর হালকা আশার বাণী আরকি। খুব পুরাতনে যে কাজ করবে না, এটা অনুমেয়। তবে সাম্প্রতিক ফাইল করাপ্ট করলে বা হারালে দারুন হেল্প করবে সফটওয়্যারগুলো।
    *** ধইন্যা থাকছেই। 🙂

vai mobile ar ইন্টারনাল memory delet hoia gala ki sai data gola ki firi a ana som vov ?

যেটা দিয়েই রিকভার করেন না কেন বেশী পুরান ফাইল পাওয়া যাইবে না ।অনেক ধইন্না পাতা আপনাকে ।