এক সেকেন্ডের ভেতর আপনার সকল পাসওয়ার্ড মনে রাখুন এবং সারা জীবনের জন্য তা যেকোনো কম্পিউটার থেকে যেকোনো জায়গা থেকে ব্যবহার করুন। (পাসওয়ার্ড তুমি পালাবে কোথায়?)

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আমি রীতিমতো ভালো আছি। আর আজকের টিউন আমাকে আরও ভালো করে দিছে। এই সমস্যাটা অনেক দিনের পুরানো। সমস্যা হল পাসওয়ার্ড মনে রাখা। এই তথ্য-প্রযুক্তির যুগে আসলে আমরা এক জায়গায় না থেকে বিভিন্ন ব্লগে, পোর্টালে, সোশ্যাল নেটওয়ার্ক, ইমেইল সহ আরও অনেক জায়গায় সক্রিয় পদচারনা করি। যেকারনে এতো এতো পাসওয়ার্ড হয়ে যায় আমাদের। যা মনে রাখা অনেক কষ্টকর, সাথে লিখে রাখা বা অন্য কাজও অনেক সময় মজা দায়ক না। তাছাড়া লিখে রাখলে দেখবেন অনেক পোর্টাল আপনি অলসতার কারণে (যেটা আমার হতো)ব্রাউজ করছেন না।

যেকারনে আমি নিজে খুব বেশি ফিল করতাম, আর ভাবতাম যদি সঠিক কোন সমাধান পাইতাম। কিন্তু অনেক খোঁজা খুঁজি করেও এই সমস্যার আসল কোন সমাধান পাই নি। যেকারনে ব্রাউজার পাসওয়ার্ড সেভ করে রাখা ছাড়া উপাই ছিল না। কিন্তু এটা যেমন রিস্কি, তেমনি অন্য কোন কম্পিউটারে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। তাইতো আজ এই সমস্যার দারুণ সমাধান পেয়ে গেলাম (ইউরেকা! ইউরেকা!! যদিও সব ক্রেডিট টেকটিউনস প্রতিষ্ঠাতা মেহিদা হাসান আরিফ ভাইয়ের, তিনিই এটা আমাদের শেখালেন) আসুন আমি আপনাদের দেখায় কিসে কি?

পাসওয়ার্ড এবং ইউজারনেম সেভ করুন এবং যেকোনো জায়গা, যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করবেন কীভাবেঃ

আপনার বিভিন্ন পোর্টাল, ব্লগ বা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইটের ইউজারনেম এবং পাসওয়ার্ড সেভ করে ব্যবহার করার জন্য লাস্টপাস (LastPass) নামক থার্ড পার্টি অ্যাপ আপনাকে সাহায্য করবে।

কীভাবে করবেনঃ

  • এবার আপনার ব্রাউজার রিস্টার্ট দিন। দেখবেন নিচের ছবির মতো ব্রাউজারের ডানপাশে একটি আইকোন দেখতে পাবেন। (নিচের ছবি দেখুন) সেখানে ক্লিক করলে, একটা উইন্ডো ওপেন হবে। সেখানে Create a new account নামে একটি অপশন পাবেন। এখানে প্রবেশ করুন। (না বুঝলে ছবি দেখুন)

  • নতুন পেজে আপনার ই-মেইল নাম্বার এবং মাস্টার পাসওয়ার্ড দিন। লাস্ট দুটি অপশন টিক চিহ্ন দিন। (ছবি দেখুন) এবং Create Account এ ক্লিক করুন। এই ই-মেইল এবং পাসওয়ার্ড আপনি মনে রাখুন। পরবর্তীতে এই মেইল এবং পাসওয়ার্ড দিয়েই আপনাকে লাস্টপাস সব জায়গা থেকে লগইন করতে হবে।

  • ব্যস আপনার একাউন্ট করা শেষ।
  • এবার লগইন করুন। ব্রাউজারের ডানপাশে লাস্টপাস চিহ্নিত আইকন থেকে। (আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আপনি একাউন্ট করছিলেন)

  • এবার আপনার প্রয়োজনীয় যেকোনো ব্লগে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। (আমি আপনাদের টেকটিউনসে লগইন করে দেখায়)
  • টেকটিউনস লগইন প্যানেলে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করুন। (নিচের ছবি দেখে করুন)

  • তারপর লগইন হলে দেখবেন একদম উপরে লেখা আসছে “Should LastPass Remember this Password” তখন ডান সাইটে Save Site দিন।

  • এখন একটা নতুন ট্যাবে নতুন ভাবে নিচের ছবির মতো উইন্ডো আসবে। সেখানে সেভ পাসওয়ার্ড দিন। Advanced Setting থেকে আপনি Auto Login দিতে পারবেন। (তারমানে login করলেই সেটা অন্য কিছু ছাড়ায় অটো লগইন হয়ে যাবে, তবে টেকটিউনসের মতো যেসব সাইটে ক্যাপচা দিতে হবে সেগুলো অটো লগইন হবে)।

  • এবার লগইন করে দেখুন, শুধু লগইন বাটনে ক্লিক করলেই, সেটা অটোমেটিক ইউজারনেম এবং পাসওয়ার্ড নিচ্ছে।
  • এটা আপনি শুধু আপনার কম্পিউটার থেকে নই, যেকোনো কম্পিউটার থেকে আপনার এই সাইট গুলো লগিন করতে পারবেন। শুধু আপনি সেই কম্পিউটারে আপনার লাস্টপাস লগইন করে নিলেই হবে। (তবে অন্য কম্পিউটারে লাস্ট পাস লগইন করলে সেটা লগআউট করতে ভুলবেন না)
  • আর যারা মজিলা ফায়ারফক্স ইউজ করে তারা এই লিংক থেকে ফায়ারফক্স অ্যাড-অনস টা ইন্সটল করে নিন। বাকি সব প্রসেস আগের মতোই। (ছবি দেখে করুন Add to FireFox করুন।) বাকি প্রসেস একই একাউন্ট করবেন এবং সেভ করবেন।

লাস্টপাস নিয়ে একটা ভিডিও করছিলাম। জীবনের প্রথম ভিডিও, ভালোভাবে লাস্টপাস বোঝার জন্য দেখতে পারেনঃ

ব্যস আপনার পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা শেষ।

ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

খুব প্রয়োজনীয় কিছু ফিচার টিউনঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাটাফাটি হয়েছে ভাইয়া, সুন্দর করে গুছিয়ে লিখেছে সাথে টিউনটাও বেশ কাজের। অনেএএএএকক ধন্যবাদ আপনাকে।

dhonnobad na die parlam na. vison upokar korlen vai.

Awesome tune!

অনেক ধন্যবাদ ভাই।

আগে থেকেই ব্যবহার করি, অনেক ভালো জিনিস। ধন্যবাদ।

Extension download korte parsina. Add korte gelei bole, An error has occured, Network Failed, Reload. Kivabe solve korbo bujhte parsina. Ektu Help korben Please……… http://prntscr.com/6kcvgt