আমি আসলে উবুন্টুতে খুবই নতুন। মাত্র ৩দিন হল উবুন্টু ইন্সটল করার। কিন্তু প্রথমদিন উবন্টুতে গিয়ে দেখি একি আমার একটা সফট্ওয়ারও ইন্সটল হয় না। কোন একটা মিডিয়া ফাইল প্লে করি তখন দেখি প্লাগ ইনস নেই ইন্টারনেট থেকে সার্চ করে ডাউলোড করতে চাচ্ছে। তারপর আর একটু ঘেটে-ঘুটে দেখি প্রায় সফট্ওয়াগুলই নাকি ইন্টারনেট লাইন ছাড়া ইন্সটল করা যাবে। বাংলা লেখার জন্য অভ্র এর ওয়েবসাইটে দেখি Ubuntu Linux 10.04 LTS এর সংস্করনে চলবে না। চলবে না বললে ভুল হবে তবে একটু সিস্টেম করে চালাতে হবে।
যাই হোক আমার এসব কথার মানে এই না যে উবন্টু খারাপ। উবন্টু খুবই ভাল আর সবচেয়ে বড় কথা এটি ওপেন সোর্স।
অভ্র ফোনেটিক বাংলা লেখার জন্য খুবই একটি সুন্দর একটি কিবোর্ড লেআউট। কিছু কিছু লোক আছে যারা এখনো জানে না যে অভ্রর উবুন্টু ভার্সন আছে। আমি আপনাদেরকে উবন্টুর LTS 10.04 এর ভার্সনে কিভাবে ইন্সটল করা যায় তা বলতে যাচ্ছি।
প্রথম পদক্ষেপ ঃ প্রথমে এখান থেকে অভ্রর Debian based Destro ফাইলটি ডাউনলোড করুন। এটি উইনডোজ এর ইন্সটল করার মতই তাই এখানে তেমন কনফিউজ হওয়ার দরকার নেই।
দ্বিতীয় পদক্ষেপ ঃ তারপর Application > Ubuntu Software Center>Developer tools -এ যান এবং "SCIM" ইন্সটলার ফাইলটির জন্য সার্চ দিন। খুজে পেলে "SCIM Input Method Setup" ফাইলটি সেটাপ দিন।
তৃতীয় পদক্ষেপ ঃ তারপর 'Terminal' এ যান। আপনি যদি না জানেন যে কোথায় 'Terminal' আছে। তাহলে "Applications > Accessories > Terminal" এ যান।
চতুর্থ পদক্ষেপ ঃ নিচের কমান্ডটি লিখে ইন্টার চাপ দিন।
im-switch-c
পঞ্চম পদক্ষেপ ঃ তারপর আপনি Picture 1 এর মত একটি উইনডো পাবেন। সেখান থেকে ৬ নম্বরটা সিলেক্ট করুন।
ষষ্ঠম পদক্ষেপ ঃ তারপর আপনি System>Preferences>SCIM Input Method Setup এ যান। এবং বাম সাইডে Global Setup এ ক্লিক করুন। Picture 2 এর মতো।
সপ্তম পদক্ষেপ ঃ এখন Ctrl+Space চেপে সর্টকাট কি তৈরী করুন "Trigger","Turn On" এবং "Turn Off" । Picture 3 এর মতো।
অষ্টম পদক্ষেপ ঃ এরপর সেখান থেকে Back করুন। Global Setup of IMEngine tree তে যান। তারপর এখানকার যা কিছু আছে সবগুলোই আনচেক করুন। আর Bengali ট্রি থেকে Avro Phonetic সিলেক্টে করুন। বুঝতে না পারলে Picture 4 দেখুন।
এখন কিছুক্ষণের মধ্যেই আপনি সফলতার মুখ দেখবেন। এখন apply তে ক্লিক করে ok তে ক্লিক করুন। তারপর আপনার পিসিটি Restart করুন।
এখন যদি আপনি বাংলা লিখতে চান তাহলে Ctrl + Space চাপুন।
এখন মনের সুখে বাংলা লেখুন।
ভূল হলে ক্ষমা করবেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
Bhai amio lenux use korbo
kubuntu lagabo
wish me luck