KMPlayer এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচুন

KMPlayer এর বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাচুঁন মাত্র কয়েকটি কাজ করে । বর্তমান সময়ে KMPlayer এর নতুন ভার্সনে একটি বিরক্তিকর বিজ্ঞাপন যোগ হয়েছে, যা KMPlayer চালু করলেই সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয় ফলে বেশ স্লো হয় । যার জন্য KMPlayer চালু হতেও বেশ সময় নেয় । একটি মাত্র এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায় । সাধারণ মুভি ও 3D মুভি দেখতে এখন KMPlayer এর যে কোন তুলনা নেই এটা সকলেই জানেন ।

আসেন প্রথমে দেখে নেয়া যাক যে বিজ্ঞাপনটি কেমন দেখায়ঃ

 

 

 

 

 

 

 

 

 

 

তাহলে আসুন কি করে KMPlayer এর এই বিজ্ঞাপন থেকে মুক্তি পাওয়া যায়ঃ

ধাপ ১: বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে প্রথমেই আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে Internet Options এ যেতে হবে ।
কন্ট্রোল প্যানেল
ধাপ ২: এবার "Network and Internet" এ যাবেন তাহলে নিচের ছবির মত পাবেন ।
Network and Internet

ধাপ ৩: এবার "Internet Options" এ যাবন তাহলে নিচের ছবির মত পাবেন ।
Internet Options

ধাপ ৪: এবার "Security" ট্যাব এ যাবেন "Restricted Sites" এ ক্লিক করেন তারপর "Sites" এ ক্লিক করেন ।

 

 

 

 

 

 

 

ধাপ ৫: এবার Add this website to the zone এর ঘরে player.kmpmedia.net লিখে Add এ ক্লিক করুন ।

 

 

 

 

 

 

 

 

 

 

ধাপ ৬: এবার Close করে আবার পুনরায় ওপেন করেন ।

যদি সফল ভাবে কাজটি করতে পারেন আশাকরি আপনি যখন KMPlayer চালু করবেন তখন আর এই বিরক্তিকর বিজ্ঞাপনটি আসবে না ।
তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন-
https://www.youtube.com/watch?v=RMP43OnvGBA

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Sohojei somossar somadhan korte parlam. Thank you vai.

এটা এখানে আগেও পোস্ট হয়েছিল । বাট আমি এটা ভুলে গিয়েছিলাম । তাই থ্যাংকস ।

অনেক ধন্যবাদ । কাজে লাগলো