কথা বলবে আপনার কম্পিউটারের USB

আস্সালামু আলাইকুম........ আমার প্রথম টিউনের আপডেট টিউন। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যে কোন জিনিষের কাছ থেকে আনন্দ নিতে ভালবাসি । এমন কি আমরা যে কম্পিউটারে কাজ করি যেখান হতেও আমরা মজার কিছু করার চেষ্টা করি। তাই আমি আপনাদের একটি কম্পিউটারের জন্য মজার সফটওয়ার উপহার দিব।আশা করি এইটা আপনাকে অনেক আনন্দ দিবে। এটি যদি আপনার কম্পিউটারে ইনষ্টাল দেন তাহলে আপনি যখন কম্পিউটারে USB লাগাবেন তখন আপনার কম্পিউটার কথা বলবে।  আপনার কম্পিউটারের কোন ফাইল ডিলেট করতে চান যদি ডিলিট না হয় তাহলে সে সমস্যার কথা বলবে। আশা করি আপনাদের ভাল লাগবে।

তাহলে আপনারা সফটওয়ার টি ডাউনলোড করুন।

এবং মজার সফটওয়ারটি উপভোগ করুন।

এখান হতে ডাউনলোড করুন

ভাল লাগলে বা না লাগলে মন্তব্য করবেন।

আর যদি সময় হয় তাহলে আমার এই ব্লগ টা ঘুরে আসতে পারেন

ধন্যবাদ

Level 2

আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রজুক্তি সম্পর্কে জানতে চাই জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্বাগতম টেকটিউনে
ভাল টিউন তবে চেষ্টা করবেন টিউনটি একটু মোটা তাজা করে দিতে
ধন্যবাদ

প্রথম টিউন করতেছি তো একটু ভুল তো হবেই।

ওই। লাকিভাইয়ের কথা ফলো করবি আর ভাল ভাল টিউন করার চেষ্টা করবি। থ্যাঙ্কু।

Level 0

ভাই windows 7 এ তও কাজ করে না……।কি করব?জদিও mp3 sound গুলা সুন্দর…।

    ভাই যদি Media এর সাউন্ড গুলো Edit করা যেত তাহলে হইত। আপনার জন্য আমি কিছু বলতে করতে পারতেছিনা। আমি খুব দুঃখিত।

jiddu er লিংক দিছেন আপনার পোষ্ট টা তো বন্ধ করে দিবে। তবে আপনার সফট টা নামাই তার পর দেখি কেমন। তবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

    ভাই প্রথম টিউন তো তবে যে লিংক দিলে ভাল হবে। তা বুঝে এবার থেকে ভাল টিউন করবো। ধন্যবাদ।

    Level 0

    ভাই JIDDUR লিঙ্ক দিলে post বন্ধ করে দিবে কেন।জানালে উপকৃত হব

    Level 0

কী কথা বলবে তা তো বললেন না। আচ্ছা ট্রাই করে দেখি কী বলে?

আহারে ভাই কি কথা কইবো, ্যদি একটু বিস্তারিত লিখতেন। তাহলে আমার মত বোকার একটু বুজতো।

ভাই বিস্তারিত লিখলে যদি মজাটা নষ্ট হয়ে যায়। এই মনে করে আমি লিখি নাই। ধন্যবাদ।

ভালো হয়েছে। শেয়ার ক রার জন্য ধন্যবাদ।

c:/ windows লোকেশান তা কি ইউএসবি ফাইল মিডিয়া ……?