ফ্রিলান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক ও ইলান্স সম্পর্কে আমার কিছু কথা।

আসাকরি আপনারা সবাই ভাল আসেন। আজকে ফ্রিলান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে কিছু আলোচনা করব। এখনও অনেকে ফ্রিলান্সিং এর কথা বলতে গেলেই oDesk এর কথা বলে। আসলে ওডেস্কে কাজ পাওয়া কতটুকু কষ্টের+সময়ের+ধৈর্যের ধরকার তা যারা একাউন্ট করেছেন তাদের ভালো করে জানা আছে। অনেকে হয়ত নিজের প্রচুর দক্ষতা অথবা ভাগ্যের কারনে সহজে কাজ পেয়ে যান। ওডেস্কের পরেই যাকে অনেক ফ্রিলান্সাররা অবস্তান দিয়ে থাকেন সেটি আর ওডেস্কের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখা যাক।

ওডেস্ক>>>>>>>

ওডেস্ক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস। এখানে অনলাইনে কাজ করা যায় এমন সব ধরনের কাজ পাওয়া যায়। বায়াররা কাজ দেওয়ার জন্য ওডেস্ককেই বেশি প্রাধান্য দেয় বা পছন্দ করে। ওডেস্কে কতটা একাউন্ট আছে এটা বলা বাহুল্য, ওদের হুমপেইজ এ দেওয়া আছে এই মেসেজটি 1+ million businesses use oDesk for top quality talent এই মেসেজটি দেখে আপনারাই বুঝতে পারছেন এটির কি অবস্তা। ওডেস্কে ১ টি কাজে Bid পড়ে নিম্নে ১০০ এর উপরে। এদের মধ্যে বেশিরভাগই থাকেন হাই রেটিং প্রোফাইল ওয়ালা। বর্তমানে ওডেস্ক কে কেন্দ্র করে অনেক অনেক গ্রুপ এবং প্রতিষ্টান গড়ে উঠেছে, তারা যেকাজে Bid করে সেখানে অন্যরা কাজ পাওয়ার আশঙ্কা একেবারেই থাকেনা। ওডেস্ক সম্পর্কে আর তেমন কিছু লিখছি না কারন ওডেস্ক সম্পর্কে কমবেশ সবার ধারনা আছে।

ইলান্স>>>>>>>

ইলান্সকে ফ্রিলান্সাররা ওডেস্কের পরেই অবস্তান দিয়ে থাকেন। আবার অনেকেই ইলান্সকে নতুনদের জন্য পুরোপুরি উপযোগী বলে আখ্যা দেন। ইলান্সকেও অনেক বায়াররা তাদের কাজ দেওয়ার জন্য পছন্দ করে থাকেন। এখানেও প্রায় সবধরনের কাজ পাওয়া যায়, কিছু কিছু কাজ একটু কম আসে তবুও মন্দ না। নতুনদের জন্য এটা উপযোগী এজন্য কারন ওডেস্কে একটি কাজ আসার পরেই দেখা যায় আপনি একটা লেটার লেখার আগেই একমিনিটের ব্যাবধানে ২০ থেকে ২৫ টা Bid লেটার জমা হয়ে যায়, এক্ষেত্রে ইলান্সে তেমন কোনও কম্পিটিশন দেখা যায় না কয়েক ঘণ্টায় সর্বচ্চো ৩০ থেকে ৫০ টা Bid জমা হয়। সমস্যা হল এখানে একাউন্ট করতে গিয়ে অনেকে ভয়ে আবার অনেকে ঠিকমতো Phone verify এবং Skype video call সম্পন্ন করতে পারেননা এজন্য তাদেরকে হতাস হয়ে ফিরে আসতে হয়। তবুও আমি বলব নতুনদের জন্য ওডেস্ক থকে ইলান্স ভাল। একটু চেষ্টা করলে এই সমস্যা গুলো সমাধান করা সম্ভব। টেস্ট গুলো একটু বুঝে বুঝে দিতে পারলে একটি সম্পূর্ণ প্রোফাইল করা সম্ভব। যারা ফ্রিলান্সিং নিয়ে ক্যারিয়ার গড়তে চান যাচাই বাছাই করে একাউন্ট খুলবেন। যেটিতে একাউন্ট করবেন একটিতে করবেন সবকটিতে একাউন্ট করে শুধু শুধু সময় নষ্ট করবেন না।

এগুলো সহ মোট ৪ টি মার্কেটপ্লেস এর লিঙ্ক দিলাম।

oDesk       Elance       Freelancer       Guru

সময় থাকলে আমার এই ভিডিওটি দেখে আসুন  Abc Song for baby

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks For Share