সবাইকে সালাম, অনেকদিন পর আবার নতুন টিউন নিয়ে আসলাম,
পিসির স্ক্রীন রেকর্ড এর জন্য আমরা বিভিন্ন স্ক্রীন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে থাকি, আর মোবাইল এর স্ক্রীন রেকর্ডের জন্য কিছু সফটওয়্যার আছে যেটা মোবাইল এ ইন্সটল করে তারপর রেকর্ড করতে হয় কিন্তু সব মোবাইল এ সফটওয়্যার চলেনা , কারন মোবাইল রুট করার দরকার হয় বা এন্ড্রইড ভার্সন কিটকাট হতে হয়,তাই এসব ঝামেলা বাদ দিয়ে আপনি একটু ভিন্ন উপায়ে মোবাইল এর স্ক্রীন রেকর্ড করতে পারবেন, মানে পিসি থেকে ,
এর জন্য যা যা করতে হবে
১ mirrorOP sender সফটওয়্যার(মোবাইল এর)
২ mirrorOP উইন্ডোজ রিসিভার সফটওয়্যার (পিসির জন্য)
৩ পিসি স্ক্রীন রেকর্ডার সফটওয়্যার
mirrorOP উইন্ডোজ রিসিভার সফটওয়্যার : ৫ এমবি সাইজ এই লিঙ্কে যান, পিসি তে unzip করে ইন্সটল করুন।
mirrorOP sender সফটওয়্যার : যদি আপনার sansung galaxy সেট হয় তাহলে এই লিঙ্ক
আর যে কোন android set এর জন্য এই লিঙ্ক থেকে ডাউনলোড করে সেট এ ইন্সটল করুন।
রেজিস্ট্রেশন করুন key টা দিয়ে TVBB-IRD3-7BA1-D6S6-007FFF-REFX
এটা ইনপুট দেয়ার পর যদি এরকম বলে another device already use তাহলে anyway বাটন ক্লিক দিলেই হবে।
এখন মোবাইল তাকে পিসির সাথে সংযোগ করুন wifi দিয়ে , কিভাবে করবেন আশা করি এটা সবাই জানেন,যারা জানেন না তারা দেখেন কিভাবে করবেন,
এখন সব এন্ড্রইড মোবাইল এ wifi থাকে আর laptop বা pc তে wifi না থাকলে আপনি wireless adaptar লাগিয়ে নেন, আমি TPlink wireless adaptar লাগিয়েছি. তারপর মোবাইল থেকে portable wifi hotspot চালু করলে পিসি তে দেখবেন আপনার মোবাইল এর wifi network নাম দেখাচ্ছে,সেখানে ক্লিক করে connect করতে পারবেন,.wifi connect হয়ে গেলে
এখন আপনার কাজ হল mirrorOP উইন্ডোজ রিসিভার চালু করা।চালু করলে নিচের ছবির মত আসবে।
এরপর মোবাইল এ mirrorOP sender সফটওয়্যার চালু করেন,চালু করলে নিচের ছবির মত আসবে।ছবি অনুসরন করুন,
এখন কাজ সেস, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার পিসি তে mirrorOP উইন্ডোজ রিসিভার এ দেখবেন মোবাইল এর স্ক্রীন দেখা যাচ্ছে, মোবাইল তাকে
rotate করলে পিসি তেও স্ক্রীন rotate করবে।এখন আপনি মোবাইল যা কিছু করেন পিসিতে তাই দেখা যাবে,শুধু দেখা না রেকর্ড হতে থাকবে, কিভাবে?
বুঝতেই পারছেন পিসিতে স্ক্রীন রেকর্ডার সফটওয়্যার ওপেন করে রেকর্ড চালু করেন তাহলেই মোবাইল এর যাযা করছেন তা পিসি তে রেকর্ড হতে থাকবে।
ব্লুটুথ বা ডাটা কেবল দিয়ে পিসির সাথে সংযোগ করে এই স্ক্রীন রেকর্ডিং আমি করি নাই,করা যেতে পারে, bluetoothদিয়ে পিসির সাথে কানেক্ট করতে হলে পিসির জন্য bluetooth device লাগবে, ওটা আমার নাই,তাই wifi দিয়ে করলাম।আশা করি টিউন টা ভাল লাগছে, অনেকের কাজেও লাগতে পারে , বুঝতে সমস্যা হলে এই ভিডিও টা দেখেন।
****সবাইকে ধন্যবাদ*****
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo tune,atai khujtechilam