আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার টিউনস কাহিনী শুরু করলাম। শীত না যাইতেই গরম বুঝলাম না দেশের কি হইল, বৃষ্টি ভালো বাবে হয় না, রাস্তায় অবসরে আগের মত হাটা যায় না ধুলায় অস্তির। যাই হোক কাজের কথায় আসি, একই ফরম্যাটের ভিডিও সব ডিভাইসে চলেনা তার জন্য প্রয়োজন হয় কনভার্টারের যা সময় সাপেক্ষ সমস্যা নাই আপনি কনভার্টার ছাড়াই যে কোন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন, চলুন দেখি কি ভাবে করা যায়।
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
আগে ফরম্যাটগুলি দেখে নেই।
.mp4 .3gp .flv .AVI .VOB .wmv .mpeg
দেখুন .mp4 .3gp .flv এগুলি আমাদের মোবাইল ডিভাইসে চলে কিন্তু .VOB হলো ডিভিডি ফরম্যাট, .wmv হলো উইনডোজ মিডিয়া প্লেয়ার ফরম্যাট, .AVI হলো ভিসিডি ফরম্যাট এগুলো কিন্তু আপনার মোবাইলে চলবে না, তার জন্য আপনাকে কোন কনভার্টার সফটওয়্যারের সাহায্য নিতে হবে, আবার বড় ফাইলকে কনভার্ট করা সময় সাপেক্ষ তাই বলে কনভার্ট করবেন না অবশ্যই করবেন। আমি খুব ছোট করে টিউনটি করব বেশি লিখব না আপনি সহজেই বুঝতে পারবেন। দেখুন যদি আপনি মনে করেন আপনি ডিভিডি ভিডিও ফাইলটি আপনার মোবাইরে চালাতে চান তাহলে আপনি আপনার কাঙ্খিত ভিডিওটির উপর রাইট ক্লিক করুন অর্থ্যাৎ
যেমন ঃ Raone.VOB এটা রাওন ছবির ডিভিডি ফরম্যাটের তো আপনটি যে কাজটি করবেন লাস্টে .VOB অর্থ্যাৎ ডটের পর mp4 লিখে দিয়ে যে কোন খালি যায়গায় ক্লিক করলে আপনি একটি ম্যাসেজ পাবেন OK ক্লিক করুন দেখুন আপনার কাজটি হয়েছে। এবার ফাইলটি আপনার মোবাইলে আপলোড করুন চলবে আশা করি এবাবে যে কোন ফরম্যাট কে আপনার পছন্দের ফরম্যাটে রূপান্তর করে দেখুন কাজ হয় কি না। এটা কোন কনভার্ট না শুধু file name extension পরিবর্তন আর এটা করার পর ফাইল সাইজ অপরিবর্তিত থাকবে অর্থ্যাৎ সাইজ কমবে না যেমন টা কনভার্ট করলে হয়।
যদি মনে করেন আপনার গোপন কোন ভিডিও আছে তা হলে সেটা word document ফরম্যাটে পরিবর্তন করুন অর্থ্যাৎ .mp4 এর জায়গায় .docx দিন একই নিয়মে আর দেখুন আপনার ভিডিও ফাইলটি ওয়ার্ড ফাইলে রূপান্তর হয়েছে সবাই বুঝবে এটা ওয়ার্ড ফাইল। পূর্বের অবস্থায় চাইলে একই নিয়ম অনুসরন করুন তবেই দেখতে পারবেন, এবাবে একই নিয়মে সব করুন। ধন্যবাদ সবাইকে।।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vhai apnar matha thik ache to?ata akta tune holo…………