দেখুন IDM 6.22 কে ফুল ভার্সন করার এই ট্রিক্সটি কাজে লাগে কি না।

সবাই কে সালাম জানিয়ে টেকটিউনসে আমার টিউন শুরু করলাম। আমি ছোট করে টিউনটি করব কারন এটা নিয়ে অনেকেই টিউনস করেছেন, তাই নতুন কিছুনা। আগে একজন এটা নিয়ে টিউন করেছেন কিন্তু তার আপলোড করা ফাইল টি ডাউনলোড করতে পারছিলাম না, বিরক্ত হয়ে ইন্টানেট জগত থেকে অন্য উপায় ভের করে আমার IDM 6.22 ভার্সনটি  ফুল করে নিলাম। তাই আপনাদের ও এই ট্রিক্সটি শেয়ার করলাম।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

নিচের ডাউনলোড জিফ ইমেজে ক্লিক করে IDM 6.22 ডাউনলোড করে নিন।

তার পর নিচে  Crack এর জন্য জিপ ফাইল ডাউনলোড করুন,

বিঃদ্রঃ Crack করার আগে এন্টিভাইরাস সফটওয়্যারটি ডিজেবল করুন এবং নেট কানেক্ট চালু রাখুন।

IDM এবং Crack  ডাউনলোড করা শেষ হলে IDM 6.22 ইন্সটল করে নিন ওপেন করার দরকার নাই। Crack ফাইলটি আনজিপ করলে IDM 6.21build 18 একটি ফোল্ডার পাবেন এর ভিতর হতে Universal Crack or Activator ফোল্ডারটি ওপেন করুন, দেখুন IDM Universal Web Crack V3 নামে একটি Crack ফাইল আছে তার উপর ডাবল ক্লিক করুন যদি Crack আপডেট চায় তাহলে আপডেট দিন তারপর নিচে Crack বাটনে ক্লিক করুন সাকসেস হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ জামান ভাই। আপনার পদ্ধতিটাই সবচেয়ে সহজ এবং কার্যকর।

vai preactive ta parle than