পেন ড্রাইভ ফরম্যাট না হলে করণীয়

বন্ধুরা আশা করি ভালোই দিনকাল যাচ্চে। অনেক দিন পর টিউন করছি। আমি নিয়মিত  টেকটিউনস টিউন  ব্রাউস করি। কিন্তু কোন টিউন করা হয় না। আজ  একটা টিউন কললাম আশা করি যারা জানে না তাদের কাজে লাগবে।
ভাইরাসের কারণে বা ডেটা মুছে ফেলতে পেনড্রাইভ ফরম্যাট করার দরকার হয়।
কিন্তু অনেক সময় দেখা যায় পেনড্রাইভটি ফরম্যাট হচ্ছেনা। আর তাই এখানে সরাসরি ফরম্যাট না হলে কিভাবে ফরম্যাট করা যায় তার কিছু উপায় দেয়া হল।
প্রথমে My computer এ যেয়ে right click করতে হবে।
তারপরে Manage এ ক্লিক করলে computer Management window আসবে।
এবার Diskmanagement এ ক্লিক করলে দেখা যাবে ড্রাইভ গুলো শো করছে।
এবার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে।
তারপরে Fomat এ ক্লিক করতে হবে।
এই পদ্ধতির বিকল্প আরেকটি পদ্ধতি দেয়া হল-
প্রথমে স্টার্ট বাটন থেকে রানে ক্লিক করতে হবে।
তারপরে এখানে cmd লিখতে হবে।
এবার কমান্ড প্রমপ্টের মধ্যে convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপতে হবে (এখানে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখতে হবে)
এখন পেনড্রাইভ ফরম্যাট করতে হবে।

অন্য কোথাও এমন পোষ্ট প্রকাশ হলে ক্ষমা প্রার্থী।

বিশ্ব ভালবাসা দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল।

সময় থাকলে আমার একটি ফ্রি সাইটে ঘুরে আসতে পার-http://www.bondhon.hpage.com

Level 0

আমি nurbakta। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhi pendrive a aturon virus takar dorun r akhon payna ki korbo janaben

Level 0

আমার Ridata কোম্পানির একটা নতুন পেন্ড্রাইভ ফরমেট নিচ্ছেনা কি করি, google এর সহায়তা দিয়েও হচ্ছেনা।

good way.

Level 0

রাফা,ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। কম্পিউটার রিস্টার্ট দিয়ে চেষ্ঠা করে দেখ কাজ হতে পারে।