আপনার নেটওয়ার্কে থাকা পিসির বুট টাইম কমিয়ে নিন সিম্পল একটি ট্রিকের সাহায্যে

বিসমিল্লাহীর রাহ মানীর রাহীম

কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি।সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউন।

আমি সাজিয়ে গুছিয়ে কোন কথাই বলতে পারি না তাও যতদুর পারি সহজভাবে লেখার চেষ্টা করছি।যাই হোক, সরাসরি কাজের কথায় চলে আসি।

আমরা অনেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করি।অনেকের আবার এর সাথে হোম নেটওয়ার্কও আছে।পিসি তে ব্রডব্যান্ড ক্যাবল সবসময় প্লাগ ইন করাই থাকে।এতে পিসি স্টার্ট হবার সময় এটি নেটওয়ার্কের কাছে এর IP address জানতে চায়। এতে অনেক সময় লাগে।আমি যখন ব্রডব্যান্ড লাইন নেই তখন আমি এই প্রবলেম ফেস করেছিলাম।এটি ঠিক করতে এই স্টেপগুলো ফলো করুনঃ

প্রথমে স্টার্ট মেনু থেকে Network and sharing center সার্চ করুন।তারপর বামপাশের মেনু থেকে Change adapter settings এ ক্লিক করুন।

এখান থেকে Local area connection এ রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন।

তারপর Internet protocol version 4 (TCP/IPV4) সিলেক্ট করে Properties সিলেক্ট করুন।

একটি উইন্ডো আসবে। এতে Use the following IP address: আর Use the following DNS server address সিলেক্ট করুন।

এখন সমস্যা হচ্ছে আইপি অ্যাাড্রেস আর ডি এন এস সার্ভার অ্যাড্রেস।এগুলো পেতে হলে স্টার্ট মেনু থেকে cmd সার্চ করে রাইট ক্লিক করে Run as administrator সিলেক্ট করুন। তারপর ipconfig টাইপ করুন। এতে স্ক্রল করে IPv4 Address, Subnet mask আর Default Gateway পাওয়া যাবে।নিচের চিত্রটি দেখুনঃ

আর ডি এন এস সার্ভার অ্যাড্রেস সাধারনত 8.8.8.8 আর অল্টারনেট ডি এন এস সার্ভার অ্যাড্রেস 8.8.4.4 হয়।আপনারটি বের করতে cmd থেকে ipconfig/all টাইপ করে এন্টার দিন।এতে DNS servers পাওয়া যাবে।

এখন আবার সেই আগের Internet protocol version 4 properties এ ফেরত গিয়ে সবগুলো ঘর পুরন করি।তারপর OK দেয়ার আগে Validate settings upon exit সিলেক্ট করে নিন।

তারপর উইন্ডোজ নিজেই নেটওয়ার্কের ট্রাবলশ্যুটিং প্রসেস শুরু করবে।সাধারনত কোন প্রব্লেম পাবে না। যদি  সমস্যা হয় তবে আগের স্টেপগুলো আবার ফলো করুন এবং দেখুন কোন স্পেলিং মিস্টেক হয়েছে কি না।

এরপর থেকে আপনার পিসি আরো জলদি স্টার্ট হবে ইনশাল্লাহ।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি বিলাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice…

প্রিয় তে রাখলাম । পরে কাজে লাগবে ।