আশা করি সবাই ভাল আসেন। রমজান মাসে টিপস লিখতে অনেক কষ্ট হয়। তবুও আপনাদের জন্য একটা টিপস বানিয়ে ফেলাম। কিছু দিন আগে আমি একটা সমস্যায় পরি সমস্যাটা হল আমার পিসিতে অন্য Pen drive ডুকালে Short Cut হয়ে যাই সব ফোল্ডার। সুদু Pen drive এ না, অন্য USB কিছু পিসিতে ডুকালে Short Cut হয়ে যাই সব ফোল্ডার। তারপর কিছু বন্ধু দেখলাম এই রকম সমস্যায় পরেছে। তারা সমস্যার সমাধান না পেয়ে পিসিতে নতুন করে উইন্ডোজ দিয়েছে। তবে আমি ভাবলাম উইন্ডোজ না দিয়েই কি ভাবে Short Cut Malware গুলি রিমুভ করা যাই।
তাই Google Search দিয়ে অনেক টিপস দেখলাম, তারপর পেয়ে গেলাম একটা সফটওয়্যার। সফটওয়্যার ব্যাবহার করে দেখলাম Short Cut Malware সহজে রিমুভ করা যাচ্ছে। তাই এই সফটওয়্যারটা আপনাদের মাজে আজ শেয়ার করলাম। যাতে আপনারা খুব সহজে Short Cut Malware রিমুভ করতে পারেন।
আমি জানি আপনারা অনেক এ আসেন এই সমস্যায় পড়েছেন কাউ সমাধান পেয়েছেন এবার কেউ পান নি। যারা জানেন না তাদের জন্য আমার এই টিপস। র কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সফটওয়্যার কি? সফটওয়্যার টির নাম হলঃ UsbFix. নিচে কিছু বৈশিষ্ট্য দেখে নিন,
আমি জানি আপনারা অনেক এ আসেন এই সমস্যায় পড়েছেন কাউ সমাধান পেয়েছেন এবার কেউ পান নি। যারা জানেন না তাদের জন্য আমার এই টিপস। র কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সফটওয়্যার কি? সফটওয়্যার টির নাম হলঃ UsbFix. নিচে কিছু বৈশিষ্ট্য দেখে নিন,
বৈশিষ্ট্যঃ
আজ এ পযন্ত … আগামিদিন অন্য কিছু টিপস নি
য়ে আসব। আশা করি আমার সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
আমি কাওছার হাসান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই USB fix নিয়ে আগে অনেক টিউন হয়েছে । তবুও ধন্যবাদ। এর পর থেকে যা নিয়ে টিউন করবেন তার ব্যাপারে SEARCH করে নেবেন।