ছবি থেকে লেখা আলাদা করুন সহজেই (নতুনরা উপকৃত হবেন আশা করি)

microsoft-onenoteআমরা কাজ করার সময় ছবি থেকে লেখা আলাদা করার প্রয়োজন বোধ করি। অনেকে কাজটা করার জন্য দেখে দেখে পুনরায় লিখি অথবা কোন সফটওয়্যার বা কোন ওয়েবসাইটের সাহায্য নেই। এটা করার জন্য অনেক সফটওয়্যার আছে। তবে আজ আমরা একটু সহজভাবে বিষয়টাকে দেখব। সবার কাছেই মাইক্রোসফট অফিস সেভেন আছে আশা করি। মুলত আমরা মাইক্রোসফট অফিস সেভেন দিয়েই করব। চলুন শুরু করি...............

* প্রথমে মাইক্রোসফট অফিস সেভেন ওয়ান নোট চালু করুন

* ফাইল মেনু থেকে--নিউ--নোটবুক নিন

* নাম দিয়ে নেক্সট করুন--তার পরে জানতে চাইবে কে এই নোটবুক ইউজ করবে, যেহেতু আপনি ব্যবহার করবেন তাই কোন পরিবর্তন না করে নেক্সট করুন। তারপর ক্রিয়েট বাটনএ ক্লিক করুন।

* এবার আপনার স্ক্রিনশটটা কপি করে এ পেস্ট করুন।

* মাইক্রোসফট অফিস সেভেন ওয়ান নোট এ থাকা ছবিতে মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে...copy text from picture মেনুতে ক্লিক করুন।

কাজ শেষ এবার মাইক্রোসফট অফিস সেভেন ওয়ান নোট এ অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ পেস্ট করে দেখুন

( এই মাধ্যমের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হল বাংলায় এই ব্যবস্থায় img to text করা যাবে না )

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি এম জি রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাব্বী তৃতীয় বর্ষ সম্মান পরছি। আমি সাধারনভাবেই টেকটিউনস এর ভক্ত। দিনের বেশির ভাগ সময় কাটে ইন্টারনেট এ।আমি পড়াশোনার পাশাপাশি ব্লগিং করি যদিও তা খুব একটা ফলদায়ক না। তবুও ভাল লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আমি যেন একজন ভাল মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি শিওর যে এটা আমার কাজে দেবে ।

Level 1

nice!!

ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে

Ata onek easy thanks

Level 0

বাংলা লেখাতো আলাদা করতে পারলাম না ব্রো——আপনি নিজে বাংলা ট্রাই করে দেখছেন?

    @S Rahman: হ্যা ব্রো আমি নিজে ট্রাই করছি এটা মনে হয় সম্ভব না… দুঃখিত আমি পোষ্টে উল্লেখ করি নাই ।ধন্যবাদ জানানোর জন্য।

ওপেরা ২৭ এ বাংলা দেখতে পারছিনা হেল্প প্লিস !

ভালই কিল্তু আমি এমনটা চাই না আমি চাই ছবি থেকে লিখাটি মুছে ফেলতে সেটা সম্ভব কি না জানাবেন

Level 2

Nice tricks.

nice but bangla ta kora gele valo hoto