বরাবরের মত শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করলাম আজকের পোস্ট। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার হার্ড ড্রাইভের অতিরিক্ত ড্রাইভকে ডিলেটৈ করবেন এবং ডিলেট হওয়া ড্রাইভের ডাটাগুলো আবার ফিরে পাবেন। আমি মনে করি এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। সবারই জেনে রাখা দরকার। ধরুন আপনার কম্পিউটারের হার্ড ডিস্ককে ৫টি ড্রাইভে বিভক্ত করেছেন। এখন চাচ্ছেন যে একটি ড্রাইভকে কমিয়ে ফেলতে কিন্তু বুঝতেছেননা কিভাবে করবেন। হ্যা সেটিিই দেখাবো আজ আপনাদেরকে। ১। মাই কম্পিউটারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেনেজ এ ক্লিক করুন, নিচে দেখুন....................
মেনেজে ক্লিক করার পর নিচের মত দেখবেন...................
২। এবার আপনি ডিস্ক ম্যানেজমেন্ট এ ক্লিক করুন, নিচের মত আসবে........
এখানে যা দেখতেছেন তা হলো আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভ। ৩। এবার যে ড্রাইভটি ডিলেট করতে চান সেটির উপর রাইট বাটন ক্লিক করে ডিলেট ভলিউমে ক্লিক করুন। আমি আমার মাল্টিমিডিয়া নামক ড্রাইভটি ডিলেট করতে চাচ্ছি, নিচে দেখুন.........................
ড্রাইভটি ডিলেট হওয়ার পরে নিচের মত দেখবেন.........................
দেখুন এবার ফ্রি স্পেস নামে একটি ড্রাইভ দেখতে পাচ্ছেন আর এটিই হলো আপনার এখন ডিলেট করা ড্রাইভটি। ৪। এবার পাশের ড্রাইভটিতে রাইট ক্লিক করে
এক্সটেন্ড ভলিউমে ক্লিক করুন, নিচে দেখুন....................
৫। এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার পর নিচের মত দেখবেন.....................
৬। এবার নেক্সটে ক্লিক করুন। এভাবে দুইবার নেক্সটে ক্লিক করার পর ফিনিশ বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন কত সহজে আপনি বাড়তি ড্রাইভটি ডিলেট করে ফেললেন এবং সেটির ডাটাগুলোও নিয়ে নিলেন নিমিষেই।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.....................
এই রকম আরো ইম্পর্টেন্ট কিছু টিপস পেতে ক্লিক করুন....................
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
valo legeche, hdd partition barabo kivabe