ফ্রিতে শিডিউল মেইল করুন আপনার জি-মেইল দিয়ে মেইল লিখুন এখন- পাঠান পরে, তাও সম্পূর্ণ ফ্রিতে

কেমন হবে যদি এমন হয়!

আপনি আপনার মেইল লিখে রাখবেন এখন, আর পরবর্তী যেকোনো সময়ে সেটা অটোমেটিক সেন্ড হবে আপনার পছন্দ মতো সময়ে।

হ্যাঁ, এবার আপনি সেটা করতে পারবেন আপনার জি-মেইল আকাউন্ট দিয়ে।

শিডিউল মেইল ছাড়াও রিমাইন্ডার ও ব্যবহার করতে পারবেন এই সেবা দ্বারা।

আসুন দেখি কীভাবে কি?

কীভাবে করবেন-

  • প্রথমে আপনি এই ওয়েবসাইট থেকে গুগল-ক্রমোর এই এক্সটেনশনটা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • Add to Chrome দিন।
  • শুধু নিচের ছবি তে ইন্সটল লেখা জায়গায় ক্লিক করলেই হবে। (১/২ সেকেন্ড সময় লাগতে পারে)

  • তারপর আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন।
  • এবার নতুন করে জি-মেইলে লগইন করুন।
  • এখন আপনার মেইল পারমিশন চাইবে যে এই ফিচার আপনি একটিভ করতে চান কিনা।

  • Accept করে নিন।
  • তারপর কোন প্যাকেজ ব্যবহার করতে চান সিলেক্ট করুন। (আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করবো সেহেতু প্রথম প্যাকেজে ক্লিক করুন, তবে ফ্রিতে হয়তো আপনি ১০টির বেশি এই সেবা পাবেন না, তবে আপনার রিফারে কেউ ব্যবহার করলে এটা বাড়তে থাকবে)

কীভাবে ব্যবহার করবেন-

  • নতুন মেইল পাঠানোর জন্য যেভাবে Compose ক্লিক করেন সেভাবে ম্যাসেজ লিখুন।
  • তারপর যাকে মেইলটি পাঠাবেন তার মেইল টি লিখুন। অর্থাৎ একটা মেইল পাঠানোর সব কাজ শেষ করুন।
  • এবার Send অপশনের ঠিক নিছে দেখুন নতুন আরও কিছু অপশন আছে।
  • যেমন Send Later, Remind Me ইত্যাদি।

  • এখান থেকে Send Later এ ক্লিক করুন।
  • তারপর কত সময় পরে বা কত দিন পরে আপনি মেইলটি পাঠাতে চান সেটা আপনি নির্ধারণ করে দিন।

ব্যাস হয়ে গেল শিডিউল মেইল সেন্ড।

আশা করি কোন সমস্যা হবে না। তারপরও কোন সমস্যা হলে ওদের ওয়েবসাইট থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।

বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

আমি এবং আমার ব্লগ

শেষ কথা

আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে। 

কপিরাইটঃ টেকটিউনস এবং আইটি সরদার ডট কম

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য