الله سبحانه وتعالى (আল্লাহ সর্বশক্তিমান)
আসসালামু ওয়ালাইকুম.
আমি আবারও হাজির আপনাদের সামনে। পোস্টটিতে কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। কাজের কথায় আসি
অনেকে হয়তো প্রয়োজনে-অপ্রয়োজনে টেকটিউন্স হেল্প ডেস্কের স্বরণাপন্ন হয়েছেন।
এই হেল্প ডেস্কটির মেনেজমেন্ট খুবই সুন্দর ও নির্ভেজাল। সবাই খুব সহজেই এটা বুঝতে পারে
এবং টেকটিউন্সকে নানা বিষয়ে অবগত করে।
অনেকে হয়তো নিজের সাইটের জন্য এরকম হেল্প ডেস্ক তৈরী করার কথা ভাবছেন।
তাহলে শুরু করা যাক
এরকম পেজ দেখতে পাচ্ছেন তাই না?
১। তারপর প্রথম ঘরে আপনার ইমেইল এড্রেসটি লিখুন
২। ২য় ঘরে Alias এ আপনার সাইটের নাম লিখুন (অর্থাত যেটা আপনার url এড্রেস হবে)
৩। Name এর ঘরে আপনার সাইটের অথবা কোম্পানীর নাম দিন।
৪। URL এর ঘরে আপনার ওয়েবসাইট এর এড্রেসটি লিখুন http:// সহকারে।
অতঃপর ADD Project বাটনটিতে ক্লিক করুন।
বাহ্ আপনি তৈরী করে ফেললেন। আপনি এখন আপনার প্রোফাইলে। এখান থেকে আপনি আপনার ডেস্ক এর কাস্টমাইজ করুন।
তারপর দেখুন টেকটিউনসের সাথে মিলেছে কিনা?
পোস্টটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেননা কিন্তু।
আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 662 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।