জেনে নিন, অনলাইনে শতভাগ নিরাপদে থাকার গুগলের দেয়া সহজ কিছু টিপস

আসসালামু ওয়ালাইকুম,

আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি টিটির অনেক পুরনো পাঠক। টিউন করতে সাহস পাই না। কিন্তু এখন থেকে সবসময় আমার নতুন নতুন পোস্ট পাবেন। সবাই দোয়া করবেন যেনো মানসম্মত পোস্ট করতে পারি।

ইন্টারনেটের ব্যবহার যত বৃদ্ধি পাচ্ছে, ইন্টারনেটে সাইবার হামলা কিংবা তথ্য চুরির পরিমাণও ততোই বাড়ছে। সাম্প্রতিক সময়ে অনলাইনে তথ্য চুরির বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে।

online_privacy

অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানও। আর তাই ব্যবহারকারীদের জন্য নানা পরামর্শ কিংবা টিপস দিচ্ছে এসকল প্রতিষ্ঠান যা মেনে চললে অনলাইনে থাকা যাবে নিরাপদ এবং নিজের বিভন্ন ব্যক্তিগত তথ্য রাখা যাবে সুরক্ষিত।

সর্বশেষ গুগল অনলাইন নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের জন্য তুলে ধরেছে বেশ কিছু টিপস। পাঠকদের জন্য আজ টিপসগুলো তুলে ধরা হল:

১. শক্তিশালী পাসওয়ার্ড: অনলাইনে নিজের নিরাপত্তার জন্য প্রথম ধাপই হল একটি শক্তিশালী পাসওয়ার্ড। বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাসওয়ার্ড ভুলে গেলে ব্যবহার করা যেতে পারে LastPass কিংবা এই জাতীয় বিভিন্ন সফটওয়্যার।

২. বিভিন্ন ওয়েব অ্যাকাউন্ট এবং ছবি হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখা: বিভিন্ন ওয়েব অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। অ্যাকাউন্ট এবং তথ্যের নিরাপত্তার জন্য এটি খুবই কার্যকর একটি উপায়। এর মাধ্যমে প্রতিবার গুগল অ্যাকাউন্ট কিংবা অন্য যেকোনো ওয়েবসাইটে লগইন করলে মোবাইল ফোনে একটি পিন নাম্বার এসএমএস কিংবা কল করে জানানো হয় যা ছাড়া লগইন করা যায়না।

৩. স্মার্ট ডিভাইসের নিরাপত্তা: স্মার্টফোন কিংবা অন্যান্য স্মার্টডিভাইসে ব্যবহারকারীর নানা তথ্য সংরক্ষিত থাকে। আর তাই এসকল ডিভাইসের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে সাইবার হামলার ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।

৪. সন্দেহজনক কন্টেন্টের ব্যাপারে অবহিত করুন: অনলাইনে বিভিন্ন সন্দেহজনক কিংবা আপত্তিকর কনটেন্ট থাকলে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট ওয়েবসাইটকে অবহিত করুন। এক্ষেত্রে ‘ফ্ল্যাগ’ কিংবা ‘রিপোর্ট’ বাটনের সাহায্য নিতে পারেন।

৫. ব্রাউজার আপডেট করুন: আপনার ওয়েব ব্রাউজারটি নিয়মিত আপডেট করে নিন। ব্রাউজারের পুরনো সংস্করণে অনেক সময় নিরাপত্তা ত্রুটি থেকে যায় যা ব্যবহার করে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিভিন্ন তথ্য।

উপরের নিয়মগুলো মেনে চললে আপনি ওয়েবে থাকবেন নিরাপদ, এমনটাই মনে করে গুগল।

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 662 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

THANKS vi => tokbd.tk