যেভাবে কোন ওয়েবসাইট স্টোর করে রাখবেন, অফলাইনে পড়ার জন্য!

সাধারণত অফলাইনে কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েবসাইটটি স্টোর বা ডাউনলোড করে রাখতে হয়। এর পিছনে সবচেয়ে ভালো যুক্তি হচ্ছে, কোনো গবেষণা, গ্রুপ স্টাডিস ইত্যাদি করার জন্য মানুষ সাধারণত ওয়েবসাইটটি স্টোর করে রাখে। আর যদি আপনার বাসায় নেট সংযোগ না থাকে এবং আপনি যদি সাইবার ক্যাফেতে গিয়ে সাইট ভিজিট করেন ঘন্টা হিসেবে টাকা ব্যয় করে, তাহলে  এই পদ্ধতিটি আপনার জন্যই! সাইবার ক্যাফেতে গিয়ে কোনো বিশালাকার ওয়েবসাইট কিংবা গবেষণার কাজ কি হয় বলুন! তাই আপনি চাইলেই উক্ত ওয়েবসাইটটি ডাউনলোড করে স্টোর করে রাখতে পারেন। পরে সেটি ফ্ল্যাশ ড্রাইভে করে আপনার বাসার পিসি, ল্যাপটপ এমনটি আপনার স্মাটফোনেও ব্রাউজ করতে পারবেন আরমশে!

অথবা সাইবার ক্যাফেতে না গিয়েও কোনো হেভি স্পিড নেটওয়ালা বন্ধুর বাসায় গিয়েও ওয়েবসাইটগুলো ডাউনলোড করে আনতে পারেন! লুল!

 

ধাপসমূহঃ

 

> ওয়েবসাইট স্টোর করতে পারবেন দুটি উপায়ে। প্রথমটি হলো একটি আলাদা সফটওয়্যারের সাহায্য নিয়ে। আর সেটি হলো HTTrack Website Copier।

সফটটি ডাউনলোড করে নিন : http://www.httrack.com/page/2/en/index.html

 

> সফটওয়্যারটি ইন্সটল করা হলে ওপেন করুন। স্বাগত পর্দা আসবে। সেখান থেকে Next বাটনে ক্লিক করুন।

> এবার আপনার প্রজেক্ট এর একটি নাম দিন। যেমন আপনি যদি কোনো টেকনোলজিক্যাল সাইট কপি করতে চান তাহলে নাম দিন Technology। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নাম দিতে পারেন।

এরপর Base Path অপশন থেকে সাইটটি আপনার পিসির কোথায় সংরক্ষিত হতে তা দেখিয়ে দিনে পারেন। এরপর Next বাটনে ক্লিক করুন।

 

> এবার Action বক্স থেকে Download web site(s) অপশনটি নির্বাচন করুন। তারপর Add URL বক্সে ক্লিক করে আপনার কাংঙ্খিত সাইটির নাম লিখে প্রবেশ করান। তারপর নেট কানেক্টশন চালু করে Next বাটনে ক্লিক করুন।

> এবার সাইটি ডাউনলোড এবং স্টোর হবে। অপেক্ষা করুন।

 

> এবার সরাসরি Browse Mirrored Website কিংবা যেখানে সাইটটি সেভ করেছেন সেখানে গিয়ে index.html ফাইলটি ওপেন করেও আপনি স্টোরকৃত ওয়েবসাইটটি অফলাইনে ভিজিট করতে পারেন।

 

 

আরেকটি পদ্ধতিঃ

 

> এ পদ্ধতিটি সাইবার ক্যাফেতে গিয়ে আপনি প্রয়োগ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে সাইবার ক্যাফের পিসিতে উপরের সফটটি নেই। তখন কি করবেন? তখন আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাহায্য নিতে পারেন! আইডিএম সাধারণত প্রায় সব সাইবার ক্যাফেতেই দেওয়া থাকে।

 

> আইডিএম ওপেন করুন। Grabber অপশনে ক্লিক করুন।

 

> এখন একই ভাবে প্রোজেক্টের একটি নাম দিন। Start Page address তে আপনার কাংঙ্খিত সাইটের URL এড্রেসটি লিখুন > Project template বক্স থেকে The Whole web site অপশনটি সিলেক্ট করুন তারপর next বাটনে ক্লিক করুন।

> এরপর কোথায় সাইটি সংরক্ষণ করবে তা দেখিয়ে দিন > next বাটনে ক্লিক করুন।

> সাইটটি এবার ডাউনলোড হবে।

উল্লেখ্য যে, ফেসবুক, টুইটার, জিমেইল কিংবা গুগল এইসব “চলমান” ওয়েবসাইট স্টোর করে কোনো লাভ নেই! লুল!

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও অনেকদিন আগে থেকেই জানি , তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ

Level New

Vai, codex.wordpress.org er offline version ta share koren plz

আপানার টিউন আসলেই অসাধারণ