আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। featured image কি দেব খুজে পাচ্ছিলামনা। ভাবলাম নুতুন বছর চলছে তাই আপনাদের একটু Happy new year যানাই। তাই Featured image e new year এর অভিনন্দন যানালাম।
এখন মূল প্রসঙ্গে আসি। আমারা দৈনন্দিক জীবনে এমন অনেক কাজ করি যা নিজের কাছে সামান্য মনে হলেউ অপরের কাছে তা অনেক বড় বিষয় হয়ে যাই। তেমনি সামান্য বিষয় নিয়ে আমার আজকের এই টিউন।
আগেই বলি অনেকে বিষয় গুলা জানেন বলে আপনার কাছে ফালতু লাগতে পারে তাই বলে আমারে গালি দিয়েননা। কারণ, আমার বিশ্বাস এটা অনেকের কাজে আসবে। তো চলুন শুরু করি।
আমরা অনেকেই বোতলে করে পানি খাই বিশেষ করে যারা মেসে থাকে তাদের নিত্য দিনের সাথী হল পানির বোতল। কিন্তু বাংলাদেশ এর বেশীরভাগ টিউবওয়েল এর পানিতে আয়রণ থাকাই কিছুদিন যেতে না যেতে বোতল গুলা আর দেখার মত থাকেনা একদম আয়রন এর কালো স্তর পরে যাই। অনেকে কইদিন পর পরই বোতল চেঞ্জ করে আবার অনেকে আলসেমো করে ওই ময়লা বোতলেই পানি খাই। কারণ, বোতল গুলা পরিস্কার করা অনেক কষ্টসাধ্য আর ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করলে কেমন যানি সেন্ট হয়ে যাই ফলে তাতে আর পানি খাউয়া যাই না। তবে সামান্য একটু কস্ট করে আপনি অনেক সহজ উপাইয়ে আপনার বোতল পরিস্কার করতে পারেন। চলেন দেখি কিভাবে করা যাই।
প্রথমে আপনার বোতলে সামান্য পানি নিন তারপর তার মধ্যে একটু লেবুর রস আর লবন দিন একটু ঝাঁকান তারপর ১৫মিনিট রেখে দিন এইবার দেখুন ম্যাজিক আপনার বোতল একদম নুতুনের মত ঝকঝক করবে যে আপনি বিশ্বাস ই করতে পারবেননা। এখন কথা হল লবনতো সব যাইগাই পাউয়া যাবে কিন্তু হাতের কাছে যদি লেবু না পান তাইলে কি আপনি বোতল পরিস্কার করতে পারবেননা...?? অবশ্যই পারবেন। কোন ব্যাপার না দোকানে যান একটা স্যালাইন কিনুন এরপর লেবুর বদলে স্যালাইন ব্যাবহার করুন আর দেখুন ম্যাজিক আপনার বোতল একদম ঝকঝকে হয়ে গেছে। বোতলের যে ময়লা জমে থাকে তার সাথে লেবুর/স্যালাইন এ থাকা এসিড বিক্রিয়া করে ফলে বোতল পরিস্কার হয়ে যাই।
একটা মজার ঘটনা বলি, তখন গরমকাল আমি একটু আলসে প্রকিতির মানুষ বোতল তেমন পরিস্কার করতামনা বোতলের অবস্থা একদম যাচ্ছেতাই। একদিন হঠাৎ করে আমি বোতলে স্যালাইন গুলাই রেখে দিছিলাম। এরপর কিছু না দেখে স্যালাইন খাউয়ার পর দেখি আমার বোতল পুরা পরিস্খার...!! OMG আমার বোতলের সব মইলা কই গেল...!! নিশ্চয়ই বুঝেছেন যে মইলা কই গেছে... 😛 সেদিন থেকেই আমি সিস্টেমটা জানলাম।
এইবার আরেকটা সিস্টেম শিখাই আপনাদের। তবে, এইটা অ্যাপ্লাই করার সময় একটু সতর্ক থাকতে হবে।
আমরা অনেকেই ওয়াটার হিটারে পানি গরম করি বিভিন্ন কারনে। কেউ চা বানায়, কেউ ডিম সিদ্ধ করি কেউ বা গোসলের পানি গরম করি। কিন্তু আপনারা হইত যানেন যে পানি গরম করতে দিয়ে কইএক মিনিট অপেক্ষা করতে হই। কেমন হয় যদি ওয়াটার হিটার কারেন্টে লাগানোর সাথে সাথে পানি ফুটতে শুরু করে...??? অনেক মজা হয় তাইনা...?? তো চলুন দেখি কি করে কাজটি করা যাই।
ওয়াটার হিটার কারেন্টে লাগানো আগে পানির মধ্যে অল্প একটু লবন দিন। এরপর প্লাগ ইন করুন। এইবার দেখুন ম্যাজিক খুব বেশী হলে ৩০ সেকেন্ডের মধ্যে পানি ফুটতে শুরু করবে। এর কারণ হল লবনের ভিতরে থাকা সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমান বৃদ্ধি করে ফলে পানি অতি দ্রুত ফুটতে শুরু করে। তবে সাবধান লবন কিন্তু বেশী করে দিয়েননা আবার। তাইলে কিন্তু শখ সার্কিট হতে পারে। কথায় আছেনা, “ অতি লোভে তাঁতি নস্ট। ”
এই ছিল ছোট্ট দুটো বিষয় তবে ছোট্ট হলেউ যারা যানতেননা আশা করি তাদের নিশ্চয়ই কাজে দেবে একদিন। কোথাউ ভুল হলে ক্ষমা কইরেন। আর ভাল লাগলে লাইক কমেন্ট দিতে ভুলেন্না যেন। আজ তবে আসি। খোদা হাফিজ।
ফেসবুকে আমিঃ
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হইছে, hostel থেকেই টিউন টি পড়লাম।