ইউটিউব এবং ফেজবুকের ভিডিউসহ সব কিছু ডাউনলোড করুন আই.ডি.এম দিয়ে 100% সাথে নিয়ে নিন আজীবনের জন্য আই.ডি.এম এর ফ্রি এক্টিভেট ভার্সন। (হয়তো মেগা টিউন)

প্রায় চার মাস আপনাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। ভাল লাগছিলনা তাই আবার চলে এলাম আপনাদের কাছে। সাথে একটি ইম্পর্টেন্ট টিউন নিয়ে। আমরা অনেকেই ইউটিবের ভিডিও ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ে থাকি বা ডাউনলোড করতেই পারিনা। আবার ফেজবুকের ভিডিউতো আরো মোহা ঝামেলার। উল্লেখিত সমস্যার একদম সহজ সমাধান নিয়েই আজকের টিউনটি আপস্থাপন করলাম। প্রথমে আমার দেওয়া ফায়ারফক্সটি ডাউনলোড করুন এখানে ক্লিক করে। তারপর আগের ফায়ারফক্সটি আনইন্সটল করে এখন ডাউনলোড করাটি ইন্সটল করুন। তারপর ফায়ারফক্সের অটো আপডেট বন্ধ করে দিন। যারা অটো আপডেট বন্ধ করতে পারেননা তাদের জন্য বলছি, প্রথমে টুলসে ক্লিক করে অপশনে যান তারপর এডভান্সে গিয়ে নিচের ছবিটার মত সেটিংস করে দিন...................

আশা করি বুঝতে পেরেছেন। তারপরও না বুঝলে কমেন্ট করে জানাবেন। তারপর ফায়ারফক্স ক্লোজ করে দিন।

এবার এখানে ক্লিক করে আই.ডি.এম ডাউনলোড করুন। তারপর আগের আই.ডি.এমটি রিমুভ করে দিন (যাদি আগে কোন আই.ডি.এম ইন্সটল করা থাকে) িএবার এখন ডাউনলোড করাটি ইন্সটল করুন আপনার নিজের ফার্সট নাম এবং লাস্ট নাম  দিয়ে। দেখুন আই.ডি.এমটি অটো এক্টিভেট করা কোন ধরনের ক্র্যক প্যাচের ঝামেলা করা লাগবেনা। ১) এবার আপনার ফায়ারফক্সটি রান করুন ২) টুল্স থেকে এড-অন্স এ ক্লিক করুন। নিচে দেখুন.....................

তারপর নিচের মত দেখবেন.................................

এবার আপনি এক্সটেনশনে ক্লিক করুন নিচের মত দেখবেন..............................

এবার আপনি আইডিএম সি সি এনাবল করে দিন লাল দাগ দিয়ে দেখানো হয়েছে। সর্ব শেষ ফায়ারফক্স রিস্টার্ট করুন। যারা গুগুল ক্রম ইউজ করেন তারা নতুন করে ক্রম ডাউনলোড করা লাগবেনা শুধু এক্সটেনশনে গিয়ে আইডিএম এনাবল করে দিন। ব্যাস কাজ শেষ। এবার ইউটিউব বা ফেজবুবের কোন ভিডিও চালিয়ে দেখুন আর ডাউনলোড করুন আইডিএম দিয়ে ধুমছে। নিচের ছবিটি দেখুন...................................................

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন.......................... 

আমার ব্লগে ঘুরে আসতে পারেন............................ 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস